এবার পুরভোটেও নির্দল কাঁটা গোটা বাংলা জুড়ে। টিকিট না পেয়ে দলে দলে বিক্ষুব্ধ তৃণমূলীরা নির্দল টিকিটে দাঁড়িয়ে পড়েছেন। বার বার সতর্ক করেও কাজ হয়নি। কোচবিহার থেকে উত্তর ২৪ পরগনা চিত্রটা একই। এবার এনিয়ে চরম সতর্কবার্তা দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'দলের বিরুদ্ধে দাঁড়িয়ে, দলের প্রার্থীদের হারিয়ে জেতার স্বপ্ন দেখে যদি কেউ ভেবে থাকেন দলে ফিরে আসবেন সেই ভাবনা সফল হবে না। কারণ যারা নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তারা জিতবেন না। তেমন ফিরে আসাও যাবে না।'
কিন্তু বিজেপিতে গিয়ে দলের বিরুদ্ধে প্রার্থী হিসাবে দাঁড়িয়েও তো ফের তৃণমূলে ফিরে এসেছেন। এমন নজিরও তো রয়েছে। এই প্রশ্ন উঠেছে তৃণমূলের একাংশের মনে। তবে সেই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘অনেকেই তো বিজেপিতে গিয়ে আবার ফিরে আসার চেষ্টা করছেন। তাদের সবার জন্য হাট করে দরজা খুলে দেয়নি দল। যাঁরা নির্দল হয়ে দাঁড়াচ্ছেন তাঁদের স্মরণ করিয়ে দিতে চাই, নির্দল প্রার্থী হয়ে দলীয় প্রার্থীর ক্ষতি করবেন, আবার ফিরে আসার স্বপ্ন দেখবেন, দুটো এক সঙ্গে হবে না। জেতার স্বপ্নও পূরণ হবে না। দলেও ফেরা যাবে না।’ এভাবে সতর্কবার্তা দিলেন পার্থ চট্টোপাধ্য়ায়।
এদিকে ইতিমধ্যেই নির্দল প্রার্থীদের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া শুরু করেছে তৃণমূল। বিভিন্ন জেলায় নির্দল প্রার্থীদের বহিষ্কার করাও শুরু করেছে দল। আর যাদের এখনও বহিষ্কার করা হয়নি তাদের জন্য কড়া বার্তা পার্থর।