বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > পুরসভা নির্বাচনে প্রার্থী বিধায়ক হিরণ, বিদ্রোহ ঠেকাতে মাঝরাতে চমক বিজেপির

পুরসভা নির্বাচনে প্রার্থী বিধায়ক হিরণ, বিদ্রোহ ঠেকাতে মাঝরাতে চমক বিজেপির

হিরণ চট্টোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক @ActorHiraan)

খড়্গপুর পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

তিনি বিদ্রোহ করেছিলেন। ছেড়েছিলেন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ। সর্বভারতীয় সহ–সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। আর এই বিদ্রোহ প্রশমিত করতে তাঁকেই এই পুরসভা নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার মাঝরাতে প্রার্থী তালিকা ঘোষণা করে আরও চমক দিল বিজেপি। এই প্রার্থী তালিকা অনুযায়ী, খড়্গপুর পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

তাহলে কী দিলীপকে বার্তা দিতেই হিরণ তাস?‌ সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, কাকে কোনও ওষুধ দিতে হয় তা তাঁর জানা আছে। কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট তাও তিনি জানেন। সুতরাং রাজ্য বিজেপিতে দিলীপকে সাইড করতেই এই চাল চেলে দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈচিক বিশেষজ্ঞরা। তাই এই মাসের গোড়াতেই তাঁকে প্রচারের মুখ করা হয় খড়গপুরে।

হিরণ চট্টোপাধ্যায় বিধায়ক হওয়ার পর থেকেই প্রেমবাজার–হিজলি এলাকায় থাকছেন। নাম তুলেছেন ভোটার তালিকায়। খড়্গপুর পুরসভা নির্বাচনের প্রচার কমিটির আহ্বায়ক করা হয়েছে তাঁকে। সম্প্রতি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তারপরই সমীকরণ পাল্টে গেল বলে মনে করা হচ্ছে। এই ওয়ার্ডের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা জহর পাল এবারেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে হিরণ নিয়ে বিজেপির এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ।

খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ হলেও বিধায়ক হিরণের উপর ভরসা রাখল দল। তাতে দুই গোষ্ঠী তৈরি হল বলেও মনে করা হচ্ছে। একটি দিলীপ ঘোষ গোষ্ঠী। আর একটি হিরণ চট্টোপাধ্যায় গোষ্ঠী। হিরণকে সামনে নিয়ে আসায় দিলীপ গোষ্ঠী নিষ্ক্রিয় থাকবে। এমনকী হিরণকে হারাতেও তৈরি থাকবে বলে মনে করছেন দলের একাংশ। সেখানে মাঝরাতে বিজেপি যে তালিকা প্রকাশ করেছে তাতে হিরণকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন দেখার জল কতদূর গড়ায়।

বন্ধ করুন