গতকাল চার পুরনিগমের ফল প্রকাশ হয়েছে। তাতে দেখা গিয়েছে বিপুলভাবে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল। তবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই ভোট হয়নি বলেই মনে করছেন বিরোধীরা। তারা শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে আসছেন ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকেই। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও ভোট লুঠ হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘ভোট হয়নি, শুধুই লুঠপাট হয়েছে। মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’
অধীর চৌধুরীর বক্তব্য, কোনও জায়গায় পুরভোটে এরকমভাবে অশান্তি বা প্রহসন করা হয় না। আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৭ টি পুরসভার ভোট রয়েছে। ভোটে যাতে কোনওভাবেই অশান্তি না হয় সেবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখছেন অধীর চৌধুরী। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘বাকি পুরসভার ভোটগুলি যাতে শান্তিপূর্ণভাবে হয় তারজন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। আগের ভোটের সঙ্গে এখনকার ভোটের তুলনা করে অধীর বলেন, ‘আগে ভোট হয়ে গেলে যারা কাজ করেছেন তাদের খাওয়ানো হত। আর এখন পেট ভর্তি মদ, মাংস, ডিজে ছাড়া চলে না।’
অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছিলেন, ‘ভারতের বৈধ নাগরিক হিসেবে আমরা শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আপনি তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের সেই সুযোগটুকু শুধু করে দিন। এই যে নির্বাচন হচ্ছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে নির্বাচন। সেই সুযোগকে কাজে লাগিয়ে আইপ্যাক, এখানকার পুলিশ এবং এখানকার স্থানীয় নেতৃত্ব ফায়দা লুটছেন।’