বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > ‘ভোটের নামে লুঠপাট করে মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে’ অধীর

‘ভোটের নামে লুঠপাট করে মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে’ অধীর

অধীর চৌধুরী। ফাইল ছবি।

অধীর চৌধুরীর বক্তব্য, কোনও জায়গায় পুরভোটে এরকমভাবে অশান্তি বা প্রহসন করা হয় না।

গতকাল চার পুরনিগমের ফল প্রকাশ হয়েছে। তাতে দেখা গিয়েছে বিপুলভাবে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল। তবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই ভোট হয়নি বলেই মনে করছেন বিরোধীরা। তারা শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে আসছেন ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকেই। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও ভোট লুঠ হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘ভোট হয়নি, শুধুই লুঠপাট হয়েছে। মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

অধীর চৌধুরীর বক্তব্য, কোনও জায়গায় পুরভোটে এরকমভাবে অশান্তি বা প্রহসন করা হয় না। আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৭ টি পুরসভার ভোট রয়েছে। ভোটে যাতে কোনওভাবেই অশান্তি না হয় সেবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখছেন অধীর চৌধুরী। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘বাকি পুরসভার ভোটগুলি যাতে শান্তিপূর্ণভাবে হয় তারজন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। আগের ভোটের সঙ্গে এখনকার ভোটের তুলনা করে অধীর বলেন, ‘আগে ভোট হয়ে গেলে যারা কাজ করেছেন তাদের খাওয়ানো হত। আর এখন পেট ভর্তি মদ, মাংস, ডিজে ছাড়া চলে না।’ 

অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছিলেন, ‘ভারতের বৈধ নাগরিক হিসেবে আমরা শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আপনি তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের সেই সুযোগটুকু শুধু করে দিন। এই যে নির্বাচন হচ্ছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে নির্বাচন। সেই সুযোগকে কাজে লাগিয়ে আইপ্যাক, এখানকার পুলিশ এবং এখানকার স্থানীয় নেতৃত্ব ফায়দা লুটছেন।’

ভোটযুদ্ধ খবর

Latest News

আজ জিতলেই ম্যানোলোর কোচিংয়ে প্রথম Intercontinental Cup জিতবে ভারত, সামনে সিরিয়া… ৫১টি স্কুলের প্রাক্তনীরা আরজি করের বিচারের দাবিতে গেলেন গড়িয়াহাট থেকে রাসবিহারী 'মেয়ে বাড়ি ফিরুক, চান তো?', ‘প্রশ্নফাঁস’ নিয়ে বলায় MBBS কলেজের অধ্যক্ষকে হুমকি নেশনস লিগে বড় জয় স্পেনের! জিতল ক্রোয়েশিয়াও! আজ মাঠে নামছে দুই বিশ্বচ্যাম্পিয়ন… ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করুন’‌, ইডিকে চিঠি লিখে দাবি বিজেপি সাংসদের ‘মেরুদণ্ড বহু মানুষের থেকে বেশি সোজা’, মিছিলে ৯৫এর বৃদ্ধা,ভিডিয়ো শেয়ার সুদীপ্তার 'দখলের রাতে' এবার রব উঠল 'জস্টিস ফর কোন্নগর', কিন্তু মশাল হাতে ওরা কারা? ‘‌থ্রেট কালচার’‌ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও, প্রাক্তনীদের অভিযোগে তুমুল আলোড়ন নন্দীগ্রাম–এগরায় সমবায় নির্বাচন ব্যাপক জয় তৃণমূল কংগ্রেসের, ধাক্কা গেরুয়া শিবিরে নৈহাটিতে নৈরাজ্য, 'দাঁড়িয়ে দেখল পুলিশ', ফের উর্দিধারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.