বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > অস্ত্র সহ দুই বহিরাগতকে তাড়া করে ধরল পুলিশ, বাইক বাহিনী জড়ো হচ্ছে বিধাননগরে?

অস্ত্র সহ দুই বহিরাগতকে তাড়া করে ধরল পুলিশ, বাইক বাহিনী জড়ো হচ্ছে বিধাননগরে?

বিধাননগর পুরভোটের আগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ (প্রতীকী ছবি) (HT_PRINT)

কেন তারা ভোটের আগে বিধাননগরে এসেছিল? তার কোনও সদুত্তর তারা দিতে পারেনি।

পুরভোটে অশান্তি পাকানোর জন্য বহিরাগতদের জড়ো করা হচ্ছে বিধাননগরে। এনিয়ে বার বারই অভিযোগ তুলেছেন বিরোধীরা। এদিকে  ১২ই ফেব্রুয়ারি বিধাননগর পুরভোট। তার আগে লেকটাউন থানার গোলাঘাটা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই বহিরাগতকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম তন্ময় মুখোপাধ্যায় ও সম্রাট পাল। এদিকে তাদের এদিক ওদিক ঘুরতে দেখে বাসিন্দাদের সন্দেহ হয়। তারাই পুলিশে খবর দেন। পুলিশ তাড়া করে তাদের। এরপর পুলিশের জালে ধরা পড়ে তারা। 

দেখা যায় তন্ময় বেলেঘাটার ও সম্রাট ফুলবাগানের বাসিন্দা। কিন্তু কেন তারা ভোটের আগে বিধাননগরে এসেছিল? তার কোনও সদুত্তর তারা দিতে পারেনি। তবে তাদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল ও একটি কার্তুজ পুলিশ বাজেয়াপ্ত করেছে। বাসিন্দাদের দাবি এলাকায় চমকানোর জন্যই তারা এসেছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এদিকে ভোটের আগে বিধাননগরের প্রবেশপথে অন্তত ২২টি পয়েন্টে নাকা চেকিং আছে। সেক্ষেত্রে তারা পুলিশের চোখ এড়িয়ে কীভাবে বিধাননগরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। এদিকে ২০১৫ সালে বিধাননগরে ব্যপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। প্রকাশ্য রাস্তায় সেই গন্ডগোলের ঘটনাকে ঘিরে শাসকদলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। বিরোধীদের দাবি, ফের সেই সন্ত্রাসের ছবি ফিরছে বিধাননগরে। 

বন্ধ করুন