বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > ‘মমতার সব প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেব’ চন্দননগরের মেয়র হয়ে জানালেন রাম

‘মমতার সব প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেব’ চন্দননগরের মেয়র হয়ে জানালেন রাম

রাম চক্রবর্তী। ফাইল ছবি।

এর আগে চন্দননগরের মেয়র পদের দায়িত্বে তিনিই ছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল।

প্রত্যাশামতো এবার চন্দননগর পুরনিগমের মেয়র ঘোষণা করা হয়েছে রাম চক্রবর্তীকে। চন্দননগরে মেয়র প্রার্থী হিসেবে তিনজনের নাম উঠে আসলেও অভিজ্ঞতার কারণে তাঁকেই দ্বিতীয়বারের জন্য মেয়র করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকের তাঁর নাম ঘোষিত হওয়ার পরেই চন্দননগরকে আরও উন্নত করার সংকল্প নিকেন রাম চক্রবর্তী। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে আরও ভালোভাবে চন্দননগরের মানুষের মধ্যে পৌঁছে দেব।’

এর আগে চন্দননগরের মেয়র পদের দায়িত্বে তিনিই ছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এর পরেই তাকে মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রাম চক্রবর্তী ছাড়াও আরও বেশ কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে সেই সময় দূর্নীতির অভিযোগ উঠলো এবার তাদের প্রত্যেককেই তৃণমূলের টিকিট দেওয়া হয় এবং তারা সকলেই ভোটে জিতেছেন।

দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও রাম চক্রবর্তীকে পুনরায় মেয়র করা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তৃণমূলের দাবি, রাম চক্রবর্তী একজন অভিজ্ঞ নেতা। বাম আমলেও তিনি চন্দননগর পুরনিগমে বিরোধীদলনেতার ভূমিকা পালন করেছেন। এই অবস্থায় মেয়র পদের দায়িত্ব রাম চক্রবর্তীর মত একজন অভিজ্ঞ নেতাকে দেওয়াটা ঠিক হবে বলে মনে করেছে তৃণমূলের জাতীয় কর্মসমিতি।অন্যদিকে, বিধাননগর পুরনিগমে কৃষ্ণা চক্রবর্তীকে পুনরায় মেয়র করেছে তৃণমূল কংগ্রেস। চেয়ারপার্সন করা হয়েছে সব্যসাচী দত্তকে। তাছাড়া আসানসোলের মেয়র করা হয়েছে বিধান উপাধ্যায়কে। এছাড়া, গৌতম দেবকে আগেই শিলিগুড়ি পুরসভার মেয়ের ঘোষণা করেছিকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বন্ধ করুন