বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কড়া নিরাপত্তা বিধাননগরে, থাকছে ২৩০০ পুলিশ

অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কড়া নিরাপত্তা বিধাননগরে, থাকছে ২৩০০ পুলিশ

ভোটের আগে বিধাননগরে রুটমার্চ পুলিশের। নিজস্ব ছবি।

ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন ৩২ জন। ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টর পদমর্যাদার ৪০০ জন পুলিশ মোতায়েন থাকবেন।

বিধাননগর পুর নিগমে শান্তিপূর্ণ এবং অবাধ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করে আসছিলেন বিরোধীরা। তবে শেষ পর্যন্ত রাজ্য পুলিশ দিয়েই সেখানে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাত পোহালেই ভোট রয়েছে বিধাননগরে। সেই কারণে পুর নিগমের ভোটে যাতে কোনও রকমের অশান্তি না ছড়ায় তার জন্য কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হচ্ছে বিধাননগরকে।

বিধাননগর পুরনিগমের ৪১টি ওয়ার্ডে মোট বুথের সংখ্যা রয়েছে ৪৬৮টি। মোট ভোটারের সংখ্যা চার লক্ষ ৪৬ হাজার ৬৪০ জন। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য মোট ২৩০০ পুলিশ মোতায়েন থাকছে বিধাননগরে। ইতিমধ্যেই বিধাননগরের বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং শুরু করে দিয়েছে পুলিশ। যে সমস্ত পুলিশ ভোটের জন্য মোতায়েন থাকবে তার মধ্যে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন ৩২ জন। ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টর পদমর্যাদার ৪০০ জন পুলিশ মোতায়েন থাকবেন। ১৯০০ জন পুলিশ কনস্টেবল মোতায়েন থাকার পাশাপাশি মহিলা কনস্টেবলও মোতায়েন থাকবেন বিভিন্ন বুথ এবং বুথ সংলগ্ন এলাকায়।

কুইক রেসপন্স টিম থাকছে ১৮টি। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে এই টিম। এছাড়াও থাকছে ১১ টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। ৪৮ জন সেক্টর অফিসারের পাশাপাশি ৩০টি আর টি মোবাইল ভ্যান মোতায়েন থাকছে বিধাননগরে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল বিধাননগর পুরভোটে কোনও ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি দেখা দিলে তারজন্য ব্যক্তিগতভাবে কমিশনার নিজেই দায়ী থাকবেন। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ এবং অবাধ ভোট করার জন্য নিরাপত্তার বজ্র আঁটুনিতে মুড়ে ফেলা হচ্ছে বিধাননগরকে।

বন্ধ করুন