অর্জুন সিংয়ের দুর্গ ভাটপাড়াতে ৩৪টি আসনেই বয়ে গিয়েছে সবুজ ঝড়। পুরসভা নির্বাচনের ফলাফল সেটাই বলছে। আর রাতেই ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনা নিয়ে রীতিমতো এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে। এই ভাঙচুরের ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, নির্বাচনের ফলপ্রকাশের পর যখন গড় ধরে রাখতে পারেননি সাংসদ অর্জুন সিং তখন তিনি বলেছিলেন এই নির্বাচনে ছাপ্পাশ্রী জয়ী হয়েছে। তারপরই রাতে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করা হয়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জগদ্দল থানায় অভিযোগ দায়ের হয়।
এই কার্যালয় ভাঙচুর নিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর মনোজ কুমার পাণ্ডে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কার্যালয়ের টেবিল, চেয়ার ভাঙচুর করা হয়েছে। এই ঘটনাটি যারা ঘটিয়েছে তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’ এই ঘটনার সঙ্গে অর্জুন–বাহিনীর যোগ আছে বলে অনেকে মনে করছেন।
এখানের পুরসভা নির্বাচনে ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩৪টি ওয়ার্ড জিতেছে তৃণমূল কংগ্রেস। একটি ওয়ার্ডের ভোট স্থগিত রাখা হয়েছে। যেহেতু সেখানে প্রার্থী প্রয়াত হয়েছেন। এই ফল বলে দিচ্ছে আর অর্জুনের গড় বলে ভাটপাড়ায় কিছু নেই। এটা মেনে নিতে না পেরেই এমন আক্রমণ করা হয়েছে বলে মনে করছেন শাসকদলের নেতারা।