বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > ৩ পুরণিগমের মেয়র কাকে করা হবে! জাতীয় কর্মসমিতির বৈঠকে আজ সিদ্ধান্ত নেবে তৃণমূল

৩ পুরণিগমের মেয়র কাকে করা হবে! জাতীয় কর্মসমিতির বৈঠকে আজ সিদ্ধান্ত নেবে তৃণমূল

৩ পুরণিগমের মেয়র কাকে করা হবে? জাতীয় কর্মসমিতির বৈঠকে আজ সিদ্ধান্ত নেবে তৃণমূল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

নতুন জাতীয় কর্ম সমিতি গঠনের পর আজ শুক্রবার তার প্রথম বৈঠক। এই বৈঠকে মমতা ছাড়া কমিটির বাকি ১৯ জন সদস্যকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে

৪ পুরনিগমের ভোটে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী হওয়ার পরেই শিলিগুড়ি পুরনিগমে গৌতম দেবকে মেয়র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বিধাননগর, আসানসোল এবং চন্দননগর পুরনিগমের মেয়র কাকে করা হবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি তৃণমূল কংগ্রেস। এ নিয়ে আজ শুক্রবার নতুন জাতীয় কর্মসমিতির সদস্যদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেবে দল। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এখানে বাকি ৩ পুরনিগমের মেয়র পদপ্রার্থীর নাম চূড়ান্ত করা হবে।

আগে মনে করা হতো যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেই সব কিছু বিষয়ে সিদ্ধান্ত নেন। এখন সে বিষয়ে কিছু বদল আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। নতুন জাতীয় কর্ম সমিতি গঠনের পর আজ শুক্রবার তার প্রথম বৈঠক। এই বৈঠকে মমতা ছাড়া কমিটির বাকি ১৯ জন সদস্যকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে বৈঠকে তিন পুরনিগমে মেয়রের নাম চূড়ান্ত করার পাশাপাশি দলের সাংগঠনিক বিষয়েও আলোচনা হতে পারে।

তবে তিন পুরনিগমের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে বিধাননগর পুরনিগম। এই পুরনিগমের মেয়র পদপ্রার্থী হিসেবে কৃষ্ণা চক্রবর্তী এবং সব্যসাচী দত্তের নাম উঠে আসছে। এর আগে বিধাননগর পুরনিগমের মেয়র ছিলেন কৃষ্ণা চক্রবর্তী। সব্যসাচী দত্তও মেয়রের দায়িত্ব সামলেছেন। দুজনেই নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে কালীঘাটে দেখা করে এসেছেন। এই দুজনের মধ্যে কাকে মেয়র করা হতে পারে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

চন্দননগর এবং আসানসোল পুরসভাতেও মেয়র পদপ্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে আসছে। যার মধ্যে চন্দননগরে মেয়র পদপ্রার্থী হিসেবে তিনজনের নাম শোনা যাচ্ছে। এই তিনজন হলেন রাম চক্রবর্তী, পার্থসারথি দত্ত এবং অনিমেষ বন্দ্যোপাধ্যায়। রাম চক্রবর্তীকে চন্দননগরের মেয়র করা হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। আসানসোল পুরনিগমের মেয়র পদপ্রার্থী হিসেবে অমিতাভ বসু, তপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটকের নাম শোনা যাচ্ছে। তবে কাকে মেয়র করা হবে সে বিষয়ে আজ তৃণমূলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।

বন্ধ করুন