এবার পুরভোটের প্রার্থী তালিকাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে ব্যাপক প্রার্থী অসন্তোষ দেখা গিয়েছে। দল থেকে টিকিট না পাওয়ায় চলেছে বিক্ষোভ, আন্দোলন। অনেকেই নির্দল হিসেবে ভোট দাঁড়িয়ে আছেন। বিশেষ করে রাজপুর সোনারপুর পুরসভায় অনেকেই নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন। ৪৮ ঘণ্টার মধ্যে এই সমস্ত নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সে ক্ষেত্রে তারা মনোনয়নপত্র না করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে, তৃণমূল প্রার্থী, কর্মী-সমর্থকদের ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।
রাজপুর সোনারপুর পুরসভা নিয়ে মঙ্গলবার দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল নেতা তথা দলের মুখপাত্র কুনাল ঘোষ, শওকত মোল্লা, অরূপ বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী প্রমুখ নেতারা। প্রার্থীদের সঙ্গে বৈঠকে দলের ভাবমূর্তি যাতে কোনওভাবেই নষ্ট না হয় সে বিষয়টির ওপর নজর দিতে বলা হয়েছে। দলীয় নেতাদের স্পষ্ট বার্তা ‘জোর করে ভোট করানো যাবে না। মানুষ নিজেদের ইচ্ছায় যে ভোট দেবে তার একটাও বেশি ভোট করানোর প্রয়োজন নেই।’ সেক্ষেত্রে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন তৃণমূল নেতারা। এ প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন, ‘আমরা যেখানে এক হাজারটা ভোট পাব সেখানে ১০০১ টা ভোট করার কোনও প্রয়োজন নেই। আমরা মানুষের ভোটে জিতব।’
দলীয় প্রার্থী কর্মী-সমর্থকদের বটেই তৃণমূল ছেড়ে যারা নির্দল হিসেবে এবার ভোটে দাঁড়িয়েছেন তাদেরকে মনোনয়ন প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এ দিনের বৈঠকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, ‘লিফলেট বিলি করে ৪৮ ঘণ্টার মধ্যে মনোনয়নপত্র না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।’