বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > ‘অশোকদাকে আর কী বলব? কাজ করে না’, শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যকে হারালেন আলম খান

‘অশোকদাকে আর কী বলব? কাজ করে না’, শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যকে হারালেন আলম খান

অশোক ভট্টাচার্যকে হারিয়ে বিজয় উল্লাসে মাতলেন আলম খান

আলম খান বলেন, আমি অশোক ভট্টাচার্যকে হারিয়েছি। এতেই আমি খুশি।

শিলিগুড়িতে বামেদের মুখ অশোক ভট্টাচার্যেরও শোচনীয় পরাজয়। বিধানসভা ভোটের পরে পুরভোটেও মুখ থুবড়ে পড়ল বাম শিবির। তৃণমূল প্রার্থী আলম খানের কাছে পরাজিত হলেন অশোক ভট্টাচার্য। ফলাফল বের হতেই উচ্ছাসে গা ভাসালেন তৃণমূল কর্মীরা। সবুজে সবুজ হল শিলিগুড়ির রাজপথ। ব্যান্ড পার্টির তালে নাচলেন তৃণমূল কর্মীরা। আর জয়ী তৃণমূল প্রার্থী বললেন, অশোক ভট্টাচার্যকে হারিয়েছি। এটাই আনন্দের।

এদিকে জয়ের পরেই প্রতিক্রিয়া দিলেন আলম খান। তিনি বলেন, জেতানোর জন্য সকলকে ধন্যবাদ। অশোকদাকে কী বলব? অশোকদা হেরে গিয়েছেন। আমি ৫০০ ভোটে লিড করেছি। তৃণমূল লিড করেছে। মা মাটি মানুষ লিড করেছে। মমতা বন্দ্য়োপাধ্যায় লিড করেছেন। অশোক ভট্টাচার্যের মতো লিডারকে হারিয়ে দিলেন, কী বলবেন? আলম খানের জবাব, কাজ করবে না। মানুষ তাঁকে চায় না। মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ এটাই চায়। আমরা কাজ করেছি। মানুষের পাশে ছিলাম। করোনার সময়তেও মানুষের পাশে ছিলাম। এজন্য মানুষ আমাকে জিতিয়েছেন। 

আলম খান বলেন, আমি অশোক ভট্টাচার্যকে হারিয়েছি। এতেই আমি খুশি। কিন্তু কোন স্ট্র্যাটেজিতে অশোক ভট্টাচার্যের মতো নেতাকে হারিয়ে দিলেন? আলম খানের জবাব, উনি কাজ করেননি। ওয়ার্ডে আসেননি। সেকারণেই মানুষ আমাদের জিতিয়েছে। এই জয় দিদিকে উৎসর্গ করলাম। 

 

বন্ধ করুন