বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > লোকসভা ভোটে বদলা হবে, কাঁথিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি বিরোধী দলনেতার

লোকসভা ভোটে বদলা হবে, কাঁথিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি বিরোধী দলনেতার

শুভেন্দু অধিকারী

রবিবার বিকেলে কাঁথির পদ্মপুখুরিয়ায় তৃণমূলের ভোটলুঠের প্রতিবাদে পথ অবরোধ শুরু করে বিজেপি। গাছের গুঁড়ি ফেলে বসে পড়েন মহিলারা।

পুরসভা ভোটে রাজ্যজুড়ে তৃণমূলি তাণ্ডবের বদলা হবে লোকসভা নির্বাচনে। রবিবার কাঁথিতে ভোটলুঠের প্রতিবাদের বিজেপির পথ অবরোধে অংশগ্রহণ করে এমনই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে তিনি জানিয়েছেন, ভোট বাতিলের দাবিতে আদালতে যাচ্ছে বিজেপি।

রবিবার বিকেলে কাঁথির পদ্মপুখুরিয়ায় তৃণমূলের ভোটলুঠের প্রতিবাদে পথ অবরোধ শুরু করে বিজেপি। গাছের গুঁড়ি ফেলে বসে পড়েন মহিলারা। খবর পেয়ে সন্ধ্যায় সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে কর্মীদের তিনি বলেন, ‘পুলিশ তো লুঠ করিয়েছে। গোটা রাজ্য থেকে পুলিশ নিয়ে এসেছে। তৃণমূল শেষ লোকসভার ভোটে বদলা নেব’।

সঙ্গে শুভেন্দুবাবু বলেন, সমস্ত জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ভোট বাতিলের দাবিতে আদালতে যাবে বিজেপি।

বলে রাখি, ভোটে বেলাগাম হিংসার প্রতিবাদে সোমবার ৬ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বনধে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

 

বন্ধ করুন