বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > WB Panchayat election Latest News: আমডাঙায় তৃণমূল - সিপিএম সংঘর্ষে মুড়িমুড়কির মতো পড়ল বোমা, আহত ৫

WB Panchayat election Latest News: আমডাঙায় তৃণমূল - সিপিএম সংঘর্ষে মুড়িমুড়কির মতো পড়ল বোমা, আহত ৫

রাস্তায় পড়ে রয়েছে বোমার সুতলি। 

তৃণমূলের সঙ্গে সংঘর্ষ বাঁধে সিপিএম ও ISF-এর। যার জেরে এলাকায় মুড়ি মুড়কির মতো বোমা পড়ে বলে অভিযোগ। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোটের দিন ঝরেছিল রক্ত, ব্যতিক্রম হল না ভোটের পরের দিনটাও। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার আমডাঙা। রবিবার সেখানে তৃণমূল – ISF সংঘর্ষে মুড়ি মুড়কির মতো বোমা পড়ে। এই ঘটনায় ২ পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী।

শনিবার ভোটগ্রহণে অশান্তির পর রবিবার সকালে নতুন করে সংঘর্ষ শুরু হয় আমডাঙার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর গ্রামে। তৃণমূলের সঙ্গে সংঘর্ষ বাঁধে সিপিএম ও ISF-এর। যার জেরে এলাকায় মুড়ি মুড়কির মতো বোমা পড়ে বলে অভিযোগ। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে রবিবার সকাল থেকে থমথমে গোটা গ্রাম। রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য।

শনিবারও সিপিএমের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার আমডাঙা। একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছিল ২ পক্ষ। রবিবারও জারি রইল সেই উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যায়নি। তাতেই সাহস আরও বেড়েছে দুষ্কৃতীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। তবে গ্রামের ছবি বলছে, তাতে আস্থা নেই স্থানীয়দের।

 

বন্ধ করুন