উত্তরবঙ্গে হারানো জমি পুনরুদ্ধার করতে জোরকদমে নেমেছে তৃণমূল কংগ্রেস। তাই কয়েকদিন আগে জলপাইগুড়িতে এসে সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেখানে সভা ও রোড–শো করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এখানে হাতছাড়া হয়েছে রাজবংশী ও আদিবাসী ভোট। তাছাড়া উত্তরবঙ্গের পাঁচ জেলায় বড় ফ্যাক্টর এই রাজবংশী ভোটই। সেখানে কুশমণ্ডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল। আজ, শনিবার দুপুরে ওই জনসভা হওয়ার কথা ছিল।
এদিকে রাজবংশী আবেগকে ধরতে ময়দানে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে নবজোয়ার কর্মসূচিতে এসে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির একাধিক এলাকায় তিনি জনসংযোগ করে গিয়েছেন। জনসংযোগ করেছেন দুই দিনাজপুরেও। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার ও জলপাইগুড়িতে সভা করেছেন। আজ আলিপুরদুয়ারে সভা করার কথা অভিষেকের। আর কুশমণ্ডিতে রোড–শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে জেলাজুড়ে মুষলধারে বৃষ্টি হয়েছে। খারাপ আবহাওয়ার জন্যই সভা বাতিল করা হয়েছে বলে জেলা তৃণমূল সূত্রে খবর।
ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস? অন্যদিকে এই সভা বাতিলের খবরে হতাশ হয়েছেন কর্মী–সমর্থকরা। এই বিষয়ে জেলা যুব সভাপতি অম্বরীশ সরকার বলেন, ‘এদিন সকাল থেকে বৃষ্টির কারণে স্কুলের মাঠে জল জমে যায়। আমরা পাম্প চালিয়ে সেই জল বের করে দিতে পেরেছি। রাতে ফের ভারী বৃষ্টি হয়েছে। জল জমলে সেই জল বের করে দিতে দু’টি পাম্প রাখা হয়েছিল। তাই সভা করা কঠিন।’ সূত্রের খবর, কুশমণ্ডির সভার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ছিল ফালাকাটায়। তারপর হেলিকপ্টারে তাঁর দক্ষিণ দিনাজপুরে আসার কথা ছিল। বিধানসভা নির্বাচনেও ভাল ফল করেছিল বিজেপি। আর তৃণমূল কংগ্রেস ২০১৬ সালের মতো ভাল ফল করতে পারেনি একুশে। এই আবহে শুরু হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। তাই এখানে জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজ্যপালকে নালিশ করতে সার্কিট হাউসে নিশীথ প্রামাণিক, হাজির বাম–কংগ্রেসও
আর কী জানা যাচ্ছে? অভিষেকের সভা নিয়ে জেলার পুলিশ সুপার রাহুল দে বলেন, ‘বিকেলেই খবর আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল হচ্ছে।’ আর রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র সংবাদমাধ্যমে বলেন, ‘খারাপ আবহাওয়ার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বাতিল হয় কুশমণ্ডিতে। তার পরিবর্তে আমরা জেলা নেতৃত্ব বৈঠকে বসে ঠিক করেছি, একটি কুশমণ্ডিতে রোড–শো হবে। আর পরেরদিন অর্থাৎ রবিবার একই জায়গায় অভিষেকের সভা হবে।’