বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > WB Panchayat Election Result 2023: ‘‌দেখ কেমন লাগে’‌, জেলা পরিষদে সাফল্য পেয়েই শুভেন্দুকে টুইট খোঁচা কুণালের‌

WB Panchayat Election Result 2023: ‘‌দেখ কেমন লাগে’‌, জেলা পরিষদে সাফল্য পেয়েই শুভেন্দুকে টুইট খোঁচা কুণালের‌

শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ।

একুশের নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন শুভেন্দু। এই জয় নিয়ে শুভেন্দু খোঁচা দেন মুখ্যমন্ত্রীকে। তার পাল্টা তৃণমূল কংগ্রেস বলে, লোডশেডিংয়ের ১৯৫৬। সেদিন গণনার সময় লোডশেডিং করে ১৯৫৬ ভোটের ব্যবধানে জিতেছিলেন শুভেন্দু বলে তাঁদের দাবি। এবার তৃণমূল ব্যাপক অক্সিজেন পেল।

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ হতে শুরু করে মঙ্গলবার। তখন থেকেই সকলের চোখ ছিল নন্দীগ্রামের দিকে। কারণ এখানে তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষকে ফেলে রেখেছিল। যিনি সরাসরি টক্কর দিচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এরপর ফল আসতে শুরু করে। নন্দীগ্রামের দুটি ব্লকে ১৭টি গ্রাম পঞ্চায়েতের ফলাফল প্রকাশ হতেই শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে বলেছিলেন, এখানে বিজেপি ছিলই না। নন্দীগ্রামে পদ্ম ফুটেছে। গ্রাম পঞ্চায়েতে ৯টি আসনে জিতেছে বিজেপি। আর বাকি ৮টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস। তারপর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ভোট গণনা শুরু হতেই দেখা গেল শুভেন্দুর হাঁকডাকই সার।

তারপর গণনা যতই এগিয়েছে ততই বিজেপির পক্ষে হতাশা তৈরি করেছে। চুপ করে গিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। এমনকী তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‌আমি এই ভোট মানি না। এতে মানুষের রায়ের প্রকৃত প্রতিফলন ঘটেনি।’‌ এবার আজ, বুধবার সকাল থেকে একের পর এক টুইট করে শুভেন্দুকে নিশানা করে চলেছেন কুণাল ঘোষ। তিনি সকালে লিখলেন, ‘‌লোডশেডিং বিধায়ক শুভেন্দু তো ‘ব্লক স্তরের নেতা’ হয়ে গেলেন! নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরে বেইমান বিধ্বস্ত। সুতরাং ১৯৫৬ ভোটে ভেসে ওঠা লোডশেডিং বিধায়ককে আবর্জনায় ফেলে দেওয়া উচিত।’‌ নন্দীগ্রামে পঞ্চায়েত সমিতির দুটি আসনের মধ্যে একটিতে জিতেছে বিজেপি এবং তৃণমূল জিতেছে একটি। কিন্তু জেলা পরিষদের ৫টি আসনের লড়াইয়ে তৃণমূলই এগিয়ে। নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে জেলা পরিষদে তিনটি আসনের মধ্যে তিনটিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস। আর ২ নম্বর ব্লকের দুটি জেলা পরিষদ আসন বিজেপি জিতেছে।

তারপর ঠিক কী ঘটল?‌ একুশের নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই জয় নিয়ে শুভেন্দু খোঁচা দেন মুখ্যমন্ত্রীকে। তার পাল্টা তৃণমূল কংগ্রেস বলে, লোডশেডিংয়ের ১৯৫৬। সেদিন গণনার সময় লোডশেডিং করে ১৯৫৬ ভোটের ব্যবধানে জিতেছিলেন শুভেন্দু বলে তাঁদের দাবি। তবে এবার তৃণমূল কংগ্রেস ব্যাপক অক্সিজেন পেল। জেলা পরিষদের ৫টি আসনের মোট ফলাফল বিচার করে দেখা যাচ্ছে, নন্দীগ্রাম বিধানসভায় ১০,৪৫৭ ভোটে পিছিয়ে পড়েছে বিজেপি। ব্যস, এটা নিয়ে আর একটা টুইট। সেখানে লেখা হয়েছে, ‘‌লোডশেডিং চক্রান্তের জবাব, নন্দীগ্রামে তৃণমূলের লিড ১০ হাজার ৪৫৭। দেখ কেমন লাগে।’‌

আরও পড়ুন:‌ ফেরানো হল নন্দীগ্রাম থানার আইসি–কে, পঞ্চায়েত নির্বাচনে ছুটিতে পাঠানো হয়

আর কী জানা যাচ্ছে?‌ নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েতে বিজেপি অন্তত ১৩টি আসন জিতবে বলে দাবি করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। কিন্তু সেটা হয়নি। তার মধ্যে জেলা পরিষদের ফল বাড়তি অক্সিজেন দিয়েছে। এই বিষয়ে সংবাদমাধ্যমে কুণাল ঘোষ বলেন, ‘‌এই ফলাফলেও আমার আফশোস রয়েছে। আমাদের কিছু কর্মী ভোটে অন্তর্ঘাত করেছে। সিপিএম ভোট কাটুয়ার কাজ করেছে। জেলা পরিষদে ভোট দেওয়ার সময়ে মানুষ শুধু প্রতীক দেখেছে। তাই তৃণমূল আর বিজেপির প্রতীকের মধ্যে বেশি সংখ্যক মানুষ জোড়াফুলকেই বেছে নিয়েছেন।’‌ নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে শুধু ভেকুটিয়াতে শুভেন্দু তথা বিজেপি ৪৮০০ ভোটের লিড পেয়েছিল। এবার জেলা পরিষদের ফলাফলে দেখা গিয়েছে ঘাটতি ৭১৮ ভোট। পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের ফলাফলে দেখা যাচ্ছে ৫৬টি আসন জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি জিতেছে ১৪টি আসনে।

ভোটযুদ্ধ খবর

Latest News

Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল… ‘একটি পর্যবেক্ষণে…',CBIকে ‘খাঁচা বন্দি পাখি’ বলে SCর মন্তব্যের পর সরব ধনখড় দেখুন, 'ওরা' আমার পেজে দলবেঁধে রিপোর্ট করছে, মহা বিপাকে কুণাল 'চোখ দিয়ে তাকাতেও যেন ভয় পায়..’, ঘাটাল থেকে জুনিয়র ডাক্তারদের কী বার্তা দেবের একাধিক ট্রেন বাতিল থাকবে ১ মাস! চলবে না বাংলার এক্সপ্রেসও, রইল পুরো তালিকা নতুন কুস্তি লিগের ঘোষণা সাক্ষী-গীতার, পাশে নেই ফেডারেশন ৫ বছরে নকল ভিসা তৈরি করে আয় ৩০০ কোটি টাকা! পুলিশের হাতে গ্রেফতার ৭ অভিযুক্ত সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধে হিন্ডেনবার্গের কটাক্ষ নিয়ে নির্মলা সীতারমন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.