একেবারে ভরা বাজারে পাল্টি। সিপিএমের টিকিটে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন গীতা হাঁসদা। আজ, মঙ্গলবার দুপুরে এল জয়ের খবর। আর তারপরই গণনাকেন্দ্র থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গীতা হাঁসদা। পূর্ব বর্ধমান একদা সিপিএমের গড় ছিল। এবার সেখানের কালনা এক নম্বর ব্লকের কাঁকুড়িয়া পঞ্চায়েতে এমন ভরা বাজারে পাল্টি খাওয়ায় তাঁদের বাড়া ভাতে ছাই পড়ল। সহজপুরের ১৬৯ সংসদ থেকে জেতা সিপিএম প্রার্থী গীতা হাঁসদা। মাত্র ২৩ ভোটের ব্যবধানে সিপিএমের টিকিটে জয়লাভ করে। আর তারপরই তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি।
এদিকে সিপিএম ভাঙবে তবু মচকাবে না। এই ঘটনার পর সিপিএম দাবি করেছে, চাপের কারণেই এমন কাজ করেছেন গীতা। মোট ১৮টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৭টি আসনেই জয়লাভ করেছিল। আর একটি আসনে শুধু সিপিএম জয়লাভ করে। আর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসার পরই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানান সংবাদমাধ্যমে। সুতরাং সেই ১৮টি আসন হয়ে গেল তৃণমূল কংগ্রেসের। এই ঘটনা নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে। আজ, মঙ্গলবার নানা গণনাকেন্দ্রে শুরু হয় ভোটগণনা। রাজ্যের ২২টি জেলার গ্রামীণ মানুষজনের মতামত ব্যালট বাক্স থেকে বের করে গোনা হচ্ছে। সেগুলি ছিল ৭৬৭টি স্ট্রংরুমে। রাজ্যের বিভিন্ন জেলার মোট ৩৩৯টি ভোট গণনাকেন্দ্রে সেই ব্যালট বাক্স খুলে গোনা চলছে।
অন্যদিকে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ধারেকাছে কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না। প্রত্যেক কেন্দ্রে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ৩৩৯টি কেন্দ্রে গণনার প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা চলছে। ইতিমধ্যেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল জেলা পরিষদের আসন জিতে দেখিয়েছেন। এটা সৌমিত্র খাঁয়ের লোকসভা কেন্দ্র। সেখানেই সুজাতা জিতে যাওয়ায় মুখে ঝামা ঘষে দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘা খেলেন তৃণমূল বিধায়ক তাপস সাহা, তেহট্টে ধুন্ধুমার
ঠিক কী বলছেন গীতা? এই দলবদলের কথা স্বীকার করেছেন গীতা হাঁসদা। গীতা নিজে সংবাদমাধ্যমে বলেন, ‘আদতে তৃণমূল কংগ্রেসই করতাম আমি। তাই আবার সেই দলে ফিরে গেলাম। আমাকে কেউ কোনও চাপ দেয়নি। রেগে গিয়ে সিপিএমে যোগদান করেছিলাম। সেই রাগ আমার কেটে গিয়েছে। তাই ফিরে গেলাম।’ গীতার এই স্বীকারোক্তি সিপিএমের এখন অস্বস্তির কারণ। বর্ধমান জুড়ে এখন এই ঘটনা নিয়েই চর্চা তুঙ্গে উঠেছে।