বিহারে কুরহানি বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা সম্পন্ন হতেই জয়ের দাবি করল বিজেপি। দিনভর এই আসনে সাপ সিঁড়ির লড়াই চলেছে। তবে শেষ পর্যন্ত খুব কম ব্যবধানে নীতীশের জেডিইউকে এই আসনে হারিয়ে দেন বিজেপি প্রার্থী। ভোট গণনার শেষ পর্বে দেখা যায়, ২১তম রাউন্ডের গণনার পরে বিজেপির কেদার গুপ্তা ১৭৬৭ ভোটে এগিয়ে রয়েছেন। জেডিইউ-এর মনোজ কুশওয়াহা রয়েছেন দ্বিতীয় স্থানে।
এই আসনে জয়ের দাবি করার পাশাপাশি বিজেপি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদত্যাগেরও দাবি করেছেন। এদিকে গুজরাটে পাঁচ আসনে আম আদমি পার্টি জিততেই তা জাতীয় পার্টির তকমা পেল। এই আবহে নীতীশকে বিজেপি খোঁচা দিয়েছেন। এক সংবাদ চ্যানেলে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ এই নিয়ে বলেন, ‘নীতীশ কুমার তো গোটা দেশের বিরোধী দলকে একত্রিত করার কথা বলেছিলেন। এদিকে আম আদমি পার্টি জাতীয় পার্টি হয়ে গিয়েছে। এবার যান, সবাইকে একত্রিত করে দেখান।’
এদিকে বিহারে জিতলেও বাকি রাজ্যের উপনির্বাচনে খুব একটা ভালো ফল করেনি বিজেপি। শ্বশুর মুলায়মের আসনে জয়ী অখিলেশ পত্নী ডিম্পল যাদব। মুলায়ম সিং যাদবের প্রয়াণে খালি হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সমাজবাদী পার্টির গড় হিসেবে পরিচিত মৈনপুরী লোকসভা কেন্দ্রে। সেই আসনে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছিল অখিলেশের কাকা তথা মুলায়মের ভাই শিবপাল যাদবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রঘুরাজ সিং শখ্য। তবে এই আসনে বিপুল ভোটে জেতেন ডিম্পল।
এছাড়া রাজস্থানের সর্দারশহর কেন্দ্র থেকে বিজেপি পিছিয়ে কংগ্রেসের থেকে। উত্তরপ্রদেশের খাতৌলি কেন্দ্রে আরএলডির বিপক্ষে পিছিয়ে বিজেপি। এদিকে রামপুর বিধানসভা কেন্দ্রে সমাজবাদী পার্টির থেকে এগিয়ে বিজেপি। এদিকে ওড়িশার পদ্মপুরে বিজু জনতা দল এগিয়ে বিজেপির বিপক্ষে।