বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Bihar Municipal Election Result 2022: বিহারের পুরসভা নির্বাচনে ধাক্কা খেলেন মন্ত্রী সুরেন্দ্র, হারলেন মা, চলছে গণনা
বিহারের পুরসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে আজ। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩৭ জেলার (শিবহর বাদ দিয়ে) ১৫৬ টি পুরসভার ভোটগণনা হচ্ছে। ইতিমধ্যে ভাগলপুর, কাটিহার, গোপালগঞ্জ, কিষানগঞ্জ, বক্সার, মাধেপুরা, বাঙ্কা, বৈশালি, সিওয়ান-সহ একাধিক জেলায় ফলাফল প্রকাশিত হয়ে গিয়েছে।
বিহারের পুরসভা নির্বাচনের আপডেট
- কাটিহার: জেলার পাঁচটি নগর পঞ্চায়েতের ফল ঘোষণা করে দেওয়া হবল। মণিহারিতে মুখ্য পরিষদ পদে জিতলেন রাজেশকুমার যাদব। উপ-মুখ্য পরিষদে জিতলেন শুভম কুমার।
- বক্সার জেলার ব্রহ্মপুরম পারিষদ পদে শ্বেতা সিংকে ৩,৫২১ ভোটে হারিয়ে দিয়েছেন সুমন দেবী।
আরও পড়ুন: Bihar hooch Tragedy: বিহারে বিষমদকাণ্ডে মৃত্যুমিছিল অব্যাহত! ট্রেন থেকে উদ্ধার দেহ, মৃত বেড়ে ৭০
- মাধেপুরা নগর পরিষদ নির্বাচন: মুখ্য পারিষদ - কবিতা কুমারী সাহা (জয়ী)। উপ-মুখ্য পারিষদ: পুষ্পলতা কুমারী (জয়ী)।
- ছাপরার দিঘওয়ারায় মন্ত্রী সুরেন্দ্র রামের মা কলাবতী দেবী বোর্র পরিষদের নির্বাচনে হেরে গিয়েছেন। হারের মুখে পড়েছেন তাঁর বড় ভাইয়ের স্ত্রীও। মুখ্য পারিষদের নির্বাচনে হেরে গিয়েছেন তিনি।
- জোগবনী নগর পরিষদের চারটি বোর্ডের ফলাফল: ১১ নম্বর ওয়ার্ডে জিতেছেন স্নেহা খাতুন, ১২ নম্বর ওয়ার্ডে জিতেছেন দুখিয়া দেবী, ১৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন মেহর খাতুন এবং ১৪ নম্বর ওয়ার্ডে জিতেছেন হুসেন আনসারি।
- ইতিমধ্যে ভাগলপুর, কাটিহার, গোপালগঞ্জ, কিষানগঞ্জ, বক্সার, মাধেপুরা, বাঙ্কা, বৈশালি, সিওয়ান-সহ একাধিক জেলায় ফলাফল প্রকাশিত হয়ে গিয়েছে।
- বিহারে পুরসভা নির্বাচনে মোট ১৫৬ টি আসন। মোট ২১,৭৮৭ জনের ভাগ্যপরীক্ষা হতে চলেছে।