বাংলার ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। সেই ৬টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। সিতাই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন দীপক কুমার রায়। মাদারিহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রাহুল লোহার। নৈহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রূপক মিত্র। হাড়োয়া কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী বিমল দাস। মেদিনীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী শুভজিৎ রায়। আর তালডাংরা থেকে বিজেপির প্রার্থী হচ্ছে শ্রীমতি অনন্যা রায় চক্রবর্তী।
এদিকে তৃণমূলের তরফ থেকে এখনও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তার আগেই বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। তবে এবার তৃণমূল প্রার্থী হিসাবে কাদের নাম ঘোষণা করে সেটাই দেখার।
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার একাধিক কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বিভিন্ন ইস্যুতে রাজ্য জুড়ে কিছুটা হলেও কোণঠাসা শাসক নেতৃত্ব। সেই নিরিখে এবার বিজেপি কতটা সুবিধা করতে পারে সেটাই দেখার। সেই সঙ্গেই আরজি কর ইস্যুকে সামনে রেখে কতটা রাজনৈতিক দিক থেকে সুবিধা করতে পারেন বিরোধীরা সেদিকেও তাকিয়ে রয়েছেন অনেকেই। সব মিলিয়ে এবারের উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।