বাংলা নিউজ > ভোটযুদ্ধ > BJP in Gujarat Assembly Election: ছুটির দিনে মনোনয়ন পেশের আর্জি BJP-র, ‘হবে না’, সাফ বলল নির্বাচন কমিশন

BJP in Gujarat Assembly Election: ছুটির দিনে মনোনয়ন পেশের আর্জি BJP-র, ‘হবে না’, সাফ বলল নির্বাচন কমিশন

বিজেপি কর্মী-সমর্থকদের উল্লাস, প্রতীকী ছবি (Samir Mohanty Twitter)

নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে ছুটির দিন মনোনয়ন গ্রহণ করা যাবে না বলে ক্ষমতাসীন দলকে স্পষ্ট জানিয়ে দিল কমিশন।

সরকারি ছুটির দিন গুজরাট নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করার আর্জি জানিয়েছিল বিজেপি। তবে গেরুয়া শিবিরের সেই আবেদন খারিজ করল নির্বাচন কমিশন। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে ছুটির দিন মনোনয়ন গ্রহণ করা যাবে না বলে ক্ষমতাসীন দলকে স্পষ্ট জানিয়ে দিল কমিশন।

উল্লেখ্য, গুজরাট বিজেপি নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছিল যাতে আগামী ১২ নভেম্বর তাঁদের দলের প্রার্থীদের মনোনয়ন গ্রহণ করা হয়। তবে সেদিন মাসের দ্বিতীয় শনিবার হওয়ার দরুণ সরকারি ছুটি। এই আবহে গুজরাটের মুখ্য নির্বাচনী আধিকারিক পি ভারতী জানান, সরকারি ছুটির দিন কোনও মনোনয়ন গ্রহণ করা হবে না। ভারতী বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলাম (বিজেপির অনুরোধের বিষয়ে)। কমিশন এই অনুরোধে না বলেছে। কারণ এটি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে একটি সরকারি ছুটির দিন।’

উল্লেখ্য, আগামী ১ (৮৯ আসনে) এবং ৫ নভেম্বর (৯৩ আসনে) দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে গুজরাটে। নির্বাচন কমিশনের জারি করা ভোটের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৪ নভেম্বর। মনোনয়ন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল ৭ নভেম্বর। এদিকে দ্বিতীয় দফার ভোটগ্রহণের জন্য মনোনয়ন পেশের প্রক্রিয়া শুরু হবে ১০ নভেম্বর। তা শেষ হবে ১৭ নবেম্বর। দুই দফায় মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ যথাক্রমে ১৭ এবং ২১ নভেম্বর।

 

বন্ধ করুন