বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Karnataka Vote: ‘কর্ণাটকের সার্বভৌমত্ব’, সনিয়ার মন্তব্য ঘিরে এবার কমিশনের দ্বারস্থ বিজেপি, চড়ছে ভোটের পারদ

Karnataka Vote: ‘কর্ণাটকের সার্বভৌমত্ব’, সনিয়ার মন্তব্য ঘিরে এবার কমিশনের দ্বারস্থ বিজেপি, চড়ছে ভোটের পারদ

নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি, টার্গেটে কংগ্রেস।

বিজেপির তরফে সোমবার সনিয়া গান্ধীর ‘কর্ণাটকের সার্বভৌমত্ব’ মন্তব্য ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপির প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট সনিয়া গান্ধীর এক মন্তব্য ঘিরে কর্ণাটক বিধানসভা নির্বাচন কার্যত তোলপাড় হয়েছে। সদ্য সনিয়া গান্ধী কর্ণাটকে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে ‘কর্ণাটকের সার্বভৌমত্ব’ মন্তব্য করেছেন তাঁর বক্তব্যে। এই শব্দ বন্ধনী নিয়ে বিজেপি টার্গেট করতে ছাড়ছে না কংগ্রেসকে।

বিজেপির তরফে সোমবার সনিয়া গান্ধীর ‘কর্ণাটকের সার্বভৌমত্ব’ মন্তব্য ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপির প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মিডিয়ার সামনে মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, ‘তিনি (সনিয়া গান্ধী) জেনে শুনে সার্বভৌমত্ব শব্দটি ব্যবহার করেছেন। কংগ্রেসের ইস্তেহার হল টুকড়ে টুকড়ে গ্যাংয়ের উদ্দেশ্য। কারণ তারাই এই সমস্ত শব্দ ব্যবহার করছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন এই জাতি বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ কেন্দ্রীয় মন্ত্রী শোভা কারান্দলাজে বলেন, ‘ আজ আমরা নির্বাচন কমিশনে সনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। তিনি হুবলিতে একটি বক্তৃতা দিয়েছিলেন, যেখানে তিনি কর্ণাটকের সার্বভৌমত্বের কথা বলেছিলেন। আমরা দেশের জন্য সার্বভৌমত্ব ব্যবহার করি। তিনি 'টুকদে-টুকদে' গ্যাংয়ের প্রধান। আমরা তাঁর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার দাবি জানিয়েছি।’

( ৩২ লাখের হিরের জায়গায় পার্সেলের ভিতর মিলল গুটখা! প্রতারণার দায়ে ধৃত ১)

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের পর এই প্রথমবার কোনও ভোট প্রচারের ময়দানে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীকে দেখা গেল। হুবলির ওই ভোটের প্রচারে তিনি বলেন, ‘ কর্ণাটকের সুনাম, সার্বভৌমত্ব বা অখণ্ডতার জন্য কাউকে হুমকি হয়ে দাঁড়াতে দেবে না কংগ্রেস।’ এরপরই নরেন্দ্র মোদী এই ইস্যুটিকে তাঁর ভাষণে উত্থাপন করেন। মোদী প্রশ্ন তোলেন, তাহলে কি কংগ্রেস কর্ণাটককে দেশ থেকে আলাদা করতে চাইছে? এই ইস্যুতে ১০ মে কর্ণাটকে ভোটের আগে তুঙ্গে রাজনৈতিক তোলপাড়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন