প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন বিজেপি নেতারা ঝাড়খণ্ডে বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন। এনিয়ে তারা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বারবার আক্রমণ করেছেন। তবে সেই সংক্রান্ত কোনও কিছুই প্রকাশ পেল না বিজেপির নির্বাচনী ইস্তেহারে। শনিবার ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। যার নাম দেওয়া হয়েছে ‘পঞ্চ প্রাণ’। এই ইস্তেহারে ৫ টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কোনও কিছুই বলা হয়নি।
আরও পড়ুন: ঝাড়খণ্ডে NRC হবে, ভারতীয় প্রমাণ না করতে পারলেই পাঠানো হবে বাংলাদেশে- হিমন্ত
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে ঝাড়খণ্ড বিজেপির প্রধান বাবুলাল মারান্ডি দলের ইস্তেহারের পাঁচটি মূল বিষয় ঘোষণা করেন। তাতে মহিলাদের মৌলিক আয়, রান্নার জ্বালানি, চাকরি, বেকারত্ব ভাতা এবং আবাসন প্রদানের উপর জোর দেওয়া হয়েছে।
কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে?
বিজেপির প্রকাশিত ইস্তেহারে বলা হয়েছে দল ক্ষমতায় এলে ‘গোগো দিদি যোজনা’ চালু করবে, যার অধীনে প্রতি মাসের ১১ তারিখে ঝাড়খণ্ডের প্রতিটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,১০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এছড়াও ‘লক্ষ্মী জোহর যোজনা’ চালু করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এতে বলা হয়েছে, এক বছরে বিনামূল্যে দুটি সিলিন্ডার ছাড়াও সমস্ত পরিবারকে ৫০০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ দেওয়া হবে।
এছাড়াও কর্মসংস্থানের ওপর জোর দিয়েছে বিজেপি। বলা হয়েছে বিজেপি ক্ষমতায় এলে ‘নিশ্চিত কর্মসংস্থান’ শুরু করবে, যার অধীনে পাঁচ বছরে যুবকদের জন্য পাঁচ লক্ষ স্ব-কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এছাড়াও, ২.৮৭ লক্ষ সরকারি পদে সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ করা হবে। ২০২৫ সালের নভেম্বরের মধ্যে দেড় লক্ষ্য সরকারি পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন বাবুলাল। শুধু তাই নয়, স্নাতক এবং স্নাতকোত্তর যুবকদের দু বছরের জন্য প্রতিমাসে ২ হাজার টাকা করে ‘যুব সাথী’ ভাতা দেওয়া হবে।
পাশপাশি, ‘ঘর সাকার’ কর্মসূচি চালু করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এই কর্মসূচির অধীনে বাড়ি তৈরির জন্য বিনামূল্যে বালি সরবরাহ করা হবে। আর সেইসঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে সঠিকভাবে বাস্তবায়ন করবে। ২১ লক্ষ বাড়ি তৈরি করা হবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। তাছাড়া, এই কর্মসূচির অধীনে পরিবারকে বাড়ি তৈরির জন্য অতিরিক্ত এক লক্ষ টাকা দেওয়া হবে।
এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে শাসক দল জেএমএম। দলের নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বিজেপিকে বোঝাতে হবে গোগো শব্দের অর্থ কী? তবে, ঝাড়খণ্ডে নির্বাচনে মূলত বাংলাদেশি অনুপ্রবেশকেই হাতিয়ার করে লাগাতার শাসক দলকে আক্রমণ করছে বিজেপি। ইস্তেহারের প্রথম দফায় সেটি প্রকাশ পায়নি। তবে বিজেপি নেতারা জানিয়েছেন, আরও দুটি দফায় তারা ইস্তেহার প্রকাশ করবে। ফলে পরবর্তী ক্ষেত্রে বিজেপির ইস্তেহারে অনুপ্রবেশের বিষয়টি উল্লেখ করা হবে কিনা সেটাই দেখার।