বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Meghalaya Assembly Election 2023: কংগ্রেস প্রার্থী পদ প্রত্যাহার করে নেওয়ায় মেঘালয়ে এক আসনে জয় পেল বিজেপি

Meghalaya Assembly Election 2023: কংগ্রেস প্রার্থী পদ প্রত্যাহার করে নেওয়ায় মেঘালয়ে এক আসনে জয় পেল বিজেপি

নির্বাচন শুরুর আগেই মেঘালয়ে প্রথম জন পেল বিজেপি  . (PTI Photo) (PTI)

স্থানীয় রিটার্নিং অফিসার এই প্রার্থী প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। ৬৮ বছর বয়সী কিনিমি এই এলাকা থেকেই ২০১৮ সালে নির্বাচনে জেতেন।

মেঘালয় বিধানসভা নির্বাচনে প্রথম জয় পেল বিজেপি। ২৭ ফেব্রুয়ারি রাজ্যে নির্বাচন।তার আগেই খাতা খুলল গেরুয়া শিবির। জুনহেবোটো জেলার আকুলুতো আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় পেয়েছেন বিজেপি প্রার্থী কাজেতো কিনিমি। কংগ্রেস প্রার্থী এন খেকশে সুমি তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় পর বিজেপির এই জয় আসে।

স্থানীয় রিটার্নিং অফিসার এই প্রার্থী প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। ৬৮ বছর বয়সী কিনিমি এই এলাকা থেকেই ২০১৮ সালে নির্বাচনে জেতেন। সেই নির্বাচনে তিনি তৎকালীন নাগা পিপলস ফ্রন্টের বিধায়ক খেকাহো আসুমিকে ৭৩৫ ভোটে পরাজিত করেছিলেন। এর ফলে ওই এলাকা থেকে পুনর্নিবাচিত হলেন তিনি।

প্রার্থী প্রত্যাহারের বিষয়ে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করা হলেও এই নিয়ে কেউ মন্তব্য করতে চাননি। সদ্যই কংগ্রেসে যোগ দিয়েছিলেন সুমি। বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়ার জন্য রাজি করান প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে। তাঁর প্রার্থী পদ প্রত্যাহার নেওয়ার ফলে কংগ্রেস এখন ৬০টি আসনের মধ্যে ২৪টিতে প্রতিদ্বন্দ্বীতা করবে। জোট সঙ্গী ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (NDPP) আসন ভাগাভাগির চুক্তি অনুযায়ী ২০টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছে বিজেপি।

বন্ধ করুন