বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Bypoll Results: বিহারে ‘টাই’ BJP-RJD'র, মর্যাদার লড়াইয়ে জয়ের পথে উদ্ধব শিবির

Bypoll Results: বিহারে ‘টাই’ BJP-RJD'র, মর্যাদার লড়াইয়ে জয়ের পথে উদ্ধব শিবির

গত ৩ নভেম্বর বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং ওড়িশায় মোট ৭টি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় হয়। আজ সেই ৭টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা চলছে। এই সাত আসনের মধ্যে তিনটিতে এগিয়ে আছে বিজেপি। এদিকে বিহারে আরজেডি এগিয়ে দুটি আসনে। মর্যাদার লড়াইয়ে এগিয়ে উদ্ধব ঠাকরের শিবিরের প্রার্থী।