আরিয়ান প্রকাশ
ছত্তিশগড়ে ভোট। সেখানেই প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন উন্নয়নের জন্য় কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহার করছে না সরকার।
পরিবর্তন মহা সংকল্প সভা হয় বিলাসপুরে। তিনি দলীয় কর্মীদের বলেন, আপনাদের স্বপ্ন পূরণের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আপনাদের স্বপ্ন সেদিনই পূরণ হবে যেদিন বিজেপি সরকার ক্ষমতায় আসবে। আমরা দিল্লি থেকে যতই চেষ্টা করি না কেন, এখানে এসে সব ব্য়র্থ হয়ে যাচ্ছে। গত পাঁচ বছরে হাজার হাজার কোটি টাকা পাঠানো হয়েছে। রাস্তা, বিদ্যুৎ, রেল, অনেক প্রকল্প দেওয়া হয়েছে। রাজ্যের জন্য কোনও অর্থের অভাব রাখা হয়নি।
সেই সঙ্গেই কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তাঁর মতে, কংগ্রেস মদের ক্ষেত্রে দুর্নীতি করেছে। এমনকী গোবরও ছাড়েনি। পিএম গরিব কল্যাণ যোজনায় যে রেশন দেওয়া হয় সেখানেও দুর্নীতি করেছে ছত্তিশগড় সরকার। এদিকে ডেপুটি সিএম জানিয়েছিলেন উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কোনও বৈষম্য করে না। মোদী বলেন, ডেপুটি সিএম বলছেন এটা সভা। এখানে জনতার জীবন তাদের বাস্তবতাকে আড়াল করা হবে না। ডেপুটি সিএম বলছেন দিল্লি কোনও অযৌক্তিক কাজ করেনি। এটা একটা সুখের ব্যাপার। তবে কংগ্রেসের কাছে একটা হারিকেন আছে। ভারত সরকার ছত্তিশগড়কে কোটি কোটি টাকা পাঠিয়েছিল। কিন্তু সেই কাজে ওরা দেরি করেছে অথবা থমকে দিয়েছে।
মোদী বলেন, আমরা দিল্লি থেকে যাই পাঠাই না কেন এখানকার সরকার সেটা আপনাদের কাছে পৌঁছতে দেবে না।
তবে এবার বদল আসবেই। ছত্তিশগড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর কংগ্রেসকে নয়। তারই প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। বললেন মোদী।
এই বছরের শেষে রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরামে ভোট। এবার লোকসভা ভোটের আগে সেই রাজ্যগুলিতে ভোটের ফলাফল কী হয় সেটাই দেখার। শেষ পর্যন্ত বিজেপি ছত্তিশগড়ে কতটা প্রভাব ফেলতে পারে, কতটা এগিয়ে যেতে পারে গেরুয়া শিবির সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।