বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Karnataka elections: মিথ্য়ে কথাতেও কাজ হচ্ছে না, এবার….কর্ণাটকে প্রচারের শেষবেলায় কংগ্রেসকে নিশানা করে তির ছুঁড়লেন মোদী

Karnataka elections: মিথ্য়ে কথাতেও কাজ হচ্ছে না, এবার….কর্ণাটকে প্রচারের শেষবেলায় কংগ্রেসকে নিশানা করে তির ছুঁড়লেন মোদী

মাইসুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ANI Photo) (ANI)

প্রধানমন্ত্রী মোদীকে এদিন একটা হনুমানের মূর্তি ও একটি গেরুয়া রঙের শিবাজি পাগড়ি উপহার দেওয়া হয়। কংগ্রেসকে মিথ্য়ের ফানুস বলে উল্লেখ করেন মোদী। তিনি বলেন এসব আর কাজ করবে না। এবার একেবারে বার্স্ট করবে।

কর্ণাটক ভোটের প্রচারে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে। মিথ্যে কথাও আর কাজ করছে না। সেকারণে এখন আবার সোনিয়া গান্ধীর মতো বর্ষীয়ান নেত্রীকে ডেকে আনছেন। তবে এনিয়ে তিনি সরাসরি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নাম উল্লেখ করেননি।

শিবামোগাতে নির্বাচনী প্রচার শেষ করলেন মোদী। হুবিলা ধারাওয়ার এলাকায় মিছিল করেছিলেন সোনিয়া। এবার তা নিয়েই তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন বিজেপি নেতা জগদীশ সেত্তার ওই এলাকায় কংগ্রেস প্রার্থী হয়েছেন। এদিকে ৭৬ বছর বয়সী সোনিয়া গান্ধী সেই ২০১৯ এর লোকসভা ভোটের পর থেকে আর নির্বাচনী সভায় বিশেষ বের হননি। তবে এবার সেই সোনিয়া গান্ধীকেই দেখা গেল কর্ণাটকে ভোট প্রচারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এখন কংগ্রেস এতটাই ভীত কারণ তাদের মিথ্যেও আর কাজ করছে না। এতদিন যাঁরা প্রচারে আসতেন না তাঁদেরও তারা ডেকে আনছেন। এখন কংগ্রেস তাদের পরাজয়ের দায় একে অপরের ঘাড়ে চাপাতে চাইছেন।

এদিকে প্রধানমন্ত্রী মোদীকে এদিন একটা হনুমানের মূর্তি ও একটি গেরুয়া রঙের শিবাজি পাগড়ি উপহার দেওয়া হয়। কংগ্রেসকে মিথ্য়ের ফানুস বলে উল্লেখ করেন মোদী। তিনি বলেন এসব আর কাজ করবে না। এবার একেবারে বার্স্ট করবে।

আগে বেঙ্গালুরুর রোড শোতে যে সাড়া মোদী পেয়েছেন তা নিয়ে মোদী সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞতা জানান। তিনি বজরং বলী কি জয় বলে স্লোগান দেন। কংগ্রেসের প্রতিও তির ছোঁড়েন তিনি। কর্ণাটকের মানুষের কাছ থেকে আমি প্রচুর সাড়া পেয়েছি।কিন্তু এখানকার ভাষা আমার কাছে কোনওভাবেই অন্তরায় হচ্ছে না।

সেই সঙ্গেই মোদী জানিয়েছেন, রাজনীতি আর উন্নয়ন দুটোই কংগ্রেসের কাছে খালি পেপার ওয়ার্ক। তারা কোনওদিনই কর্ণাটকের উন্নয়ন চাননা। তারা শুধু মিথ্য়া কথা বলেন। অতীতে কর্ণাটকের নারীদের শুধু অবহেলা করা হয়েছে। তারা কৃষকদের জন্য় কোনও উন্নয়ন করেনি। কিন্তু বিজেপি এই রাজ্যের কৃষকদের জন্য় কাজ করেছে।

 

বন্ধ করুন