বাংলা নিউজ > ভোটযুদ্ধ > ‘সোনিয়া আমাকেই CM করবেন’- তেলেঙ্গানায় দলের নেতার দাবিতে অস্বস্তিতে কংগ্রেস

‘সোনিয়া আমাকেই CM করবেন’- তেলেঙ্গানায় দলের নেতার দাবিতে অস্বস্তিতে কংগ্রেস

কংগ্রেস সাংসদ কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডি। 

ভিডিয়োতে কংগ্রেস সাংসদ কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডিকে বলতে শোনা যাচ্ছে, ‘কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আমাকে মুখ্যমন্ত্রী করতে চলেছেন।’ মঙ্গলবার নালগোন্ডায় একটি নির্বাচনী জনসভার আয়োজন করে কংগ্রেস। সেখানে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কংগ্রেস নেতা এই দাবি করেছেন বলে জানা গিয়েছে।

আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন। ভোটের দিন এগিয়ে আসতেই প্রচারে ঝড় তুলছে সমস্ত রাজনৈতিক দল।  রাজ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিআরএস, কংগ্রেস ও বিজেপির মধ্যে। যদিও কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি। তারই মধ্যে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী করা নিয়ে প্রবীণ এক কংগ্রেস নেতার মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। প্রবীণ ওই কংগ্রেস নেতা তথা নালগোন্ডার সাংসদ কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডি দাবি করেছেন, কংগ্রেস জিতলে তাঁকেই মুখ্যমন্ত্রী করবেন দলের নেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেস নেতার এই দাবির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: ভরা সভায় 'ক্ষমা' চাইলেন মোদী, জড়িয়ে ধরলেন কাঁদতে থাকা দলিত নেতাকে

ভিডিয়োতে কংগ্রেস সাংসদ কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডিকে বলতে শোনা যাচ্ছে, ‘কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আমাকে মুখ্যমন্ত্রী করতে চলেছেন।’ মঙ্গলবার নালগোন্ডায় একটি নির্বাচনী জনসভার আয়োজন করে কংগ্রেস। সেখানে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কংগ্রেস নেতা এই দাবি করেছেন বলে জানা গিয়েছে। তেলেগু ভাষায় তিনি বলেছিলেন, রাজ্যে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে সোনিয়া গান্ধী তাঁকে মুখ্যমন্ত্রীর পদ দেবেন এবং রাজ্যের কমান্ড তাঁর হাতে তুলে দেবেন। কেন তাকে মুখ্যমন্ত্রী করা হবে তার ব্যাখ্যাও দিয়েছেন প্রবীণ এই নেতা। তাঁর বক্তব্য, তিনি তেলেঙ্গানা কংগ্রেসের সবচেয়ে প্রবীণ। সেই কারণে তাঁকে মুখ্যমন্ত্রী করা হবে।

রাজ্যে ৩০ নভেম্বর বিধানসভা নির্বাচন হবে। আর তার আগে দলের নেতার এই মন্তব্যে অস্বস্তিতে পড়তে পারে কংগ্রেস। প্রকৃতপক্ষে কংগ্রেস দল এখনও তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ করেনি। তবে দলের মধ্যে এমন অনেক নেতা রয়েছেন যারা মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দাবিদার রয়েছেন। যার মধ্যে রয়েছেন রাজ্যের কংগ্রেস প্রধান রেভান্থ রেড্ডি, প্রাক্তন রাজ্য প্রধান উত্তম রেড্ডি এবং কংগ্রেস নেতা মধু যক্ষী গৌড়। 

উল্লেখ্য, কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডি ২০১৯ সাল থেকে ভুবনগিরি কেন্দ্রের সাংসদ রয়েছেন। ২০২২ সাল থেকে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির তারকা প্রচারক করা হয়েছে তাঁকে। এর পাশাপাশি, তিনি নালগোন্ডা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক। উল্লেখ্য, তেলেঙ্গানার ১১৯টি বিধানসভা আসনে কংগ্রেস, বিআরএস এবং বিজেপির মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে। ৩০ নভেম্বর রাজ্যে ভোট হবে, ভোট গণনা হবে ৩ ডিসেম্বর এবং ফলাফলও ঘোষণা করা হবে একই দিনে।

বন্ধ করুন