হরিয়ানায় দলের একটি সমাবেশে প্রকাশ্যে এক মহিলা নেত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দলের এক কর্মীর বিরুদ্ধে। আর শনিবার সেই ঘটনা ঘটেছে কংগ্রেস সাংসদ দীপিন্দর হুডা এবং অন্যান্য নেতাদের উপস্থিতিতে। এই ঘটনার মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। কংগ্রেসকে মহিলা-বিরোধী দল বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। সেই বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্কে জড়িয়েছে নারনাউন্ডের কংগ্রেস প্রার্থী জাসি পেটোয়ার। এই ঘটনায় অভিযোগ উঠেছে তাঁর এক সমর্থকদের বিরুদ্ধে। এনিয়ে বিতর্ক শুরু হতেই এই ঘটনায় জড়িত ব্যক্তিকে অবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সিরসার কংগ্রেস সাংসদ কুমারী সেলজা।
আরও পড়ুন: TMC নেতার ভাইঝির শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
জানা গিয়েছে, ওই এলাকার একটি শস্য বাজারে জনসভার আয়োজন করেছিল কংগ্রেস। সেখানেই কংগ্রেসের স্থানীয় মহিলা নেত্রীকে বারবার অনুপযুক্তভাবে স্পর্শ করার অভিযোগ ওঠে। এই ঘটনায় সিরসার কংগ্রেস সাংসদ কুমারী সেলজা দলের ওই মহিলা নেত্রীকে খারাপভাবে স্পর্শ করার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি এই ধরনের নেতাদের দল থেকে বহিষ্কার করার জন্য দলীয় হাইকমান্ডের কাছে আবেদন জানান এবং এটিকে রাজ্য রাজনীতিতে একটি নির্লজ্জ ঘটনা বলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জানান।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মহিলা নেত্রীর পিছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বারবার তাঁর বুক স্পর্শ করার চেষ্টা করছেন। তবে, মঞ্চে নেত্রীর পাশে দাঁড়িয়ে থাকা তাঁর ভাই ওই কর্মীর হাত ধরে তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করার ক্ষেত্রে বাধা দেয়। এই ঘটনার সময় দীপিন্দর হুডা, সোনিপতের কংগ্রেস সাংসদ সাতপাল ব্রহ্মচারী, জাসি পেটোয়ার এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিন্দা করেছে বিজেপি।
যৌনহেনস্থার সম্মুখীন হওয়া নেত্রী জানান, তিনি এই ঘটনায় বিরক্ত এবং শীঘ্রই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি আরও জানান, এটি একটি পরিকল্পিত কাজ ছিল। যে এই কাজ করেছে তিনি কংগ্রেস প্রার্থীর ঘনিষ্ঠ সহযোগী। অভিযুক্ত এর আগেও বেশ কয়েকবার তাঁকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করেছিল। কিন্তু কেউ এই ঘটনার দিকে মনোযোগ দেয়নি। তবে তিনি খুব শীঘ্রই পুরো বিষয়টি জনগণের সামনে তুলে ধরবেন বলে জানান।
এদিকে, কুমারী সেলজা বলেন, ‘কীভাবে দলের একজন এমন কাজ করার সাহস করল তা ভেবে আমরা সবাই অবাক হয়েছি। কীভাবে একজন নারীকে স্পর্শ করার সাহস করল। আমি সেই কংগ্রেস নেত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি কঠোর পরিশ্রম করেছেন এবং রাজনীতিতে একজন মহিলা মুখ হিসাবে আবির্ভূত হয়েছেন। তিনি এই বিষয়ে ক্ষুব্ধ এবং বিরক্ত।’ এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।