শিয়রে লোকসভ ভোট ২০২৪। তার আগে, রাজ্যে শাসক ও বিরোধীদের কাছে ‘ক্লাস টেস্ট’ ছিল সোমবারের ধূপগুড়ি উপনির্বাচন। মূলত এই ভোটের লড়াই ত্রিমুখী। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায় জয়ী হন। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন। এখানে কংগ্রেস বামেরা জোট বদ্ধ হয়ে লড়ছে। ফলে কংগ্রেসের সমর্থিত হাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় লড়ছেন ওই জোটের তরফে। বিজেপির প্রার্থী কাশ্মীরে নিহত সেনা জওয়ানের স্ত্রী তাপসী রায়। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। ৮ সেপ্টেম্বর ভোটের ফলাফলের আগে ধূপগুড়ি উপনির্বাচনের ভোটগ্রহণ পর্বের নানান আপডেট দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলায়।
ভোটের ফলাফল ৮ সেপ্টেম্বর
২৬০টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ২,৬৯,৪১৬ জন ভোটদাতা রয়েছেন। মূলত এই লড়াই ত্রিমুখী। বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস ছাড়াও এখানে রয়েছেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী। '২১ এর বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়ের মৃত্যুর পর এই উপনির্বাচন। ৫ সেপ্টেম্বরের ভোট গ্রহণের পর, ভোটের ফলাফল ৮ সেপ্টেম্বর প্রকাশিত হতে চলেছে।
৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ধূপগুড়িতে ভোট
ধূপগুড়ি উপনির্বাচনে ২৬০টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ২,৬৯,৪১৬ জন ভোটদাতা। সেখানে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। সঙ্গে রয়েছেন রাজ্যপুলিশের কর্মীরাও। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কিছু উচ্চপদস্থ পুলিশ কর্তাও।
ধূপগুড়ির ২৬০ টি বুথে ভোট
প্রায় ৯ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে ধূপগুড়ির ভোটগ্রহণপর্বে। ২৬০ টি বুথে সেখানে চলছে ভোট। ভোট পর্ব এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির বিষ্ণুপদ রায় জয়ী হন। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন।
বিকেল ৩ টে পর্যন্ত কত ভোট পড়ল?
বিকেল ৩টে পর্যন্ত ৬৩.৪৫ শতাংশ ভোট পড়েছে। জানিয়েছে নির্বাচন কমিশন। ধূপগুড়ির ভোট পর্ব এখনও পর্যন্ত শান্তিপূর্ণ।
বিজেপি প্রার্থীর প্রশ্ন বুথে থাকা পুলিশকে ঘিরে
ধূপগুড়িতে সকাল থেকে ভোটপর্ব মোটের ওপর শান্তিপূর্ণ। তবে বেলা গড়াতেই পুলিশের সঙ্গে বচসা দেখা যায় বিজেপি কর্মীদের। বিজেপি প্রার্থীর সঙ্গে এডিশনাল এসপির বচসা বাঁধে। বুথ নম্বর ১৫/১৮৪ তে এই ঘটনা ঘটে। প্রার্থীর অভিযোগ, ইলেকশন কমিশনের রায় নেই যে সেখানে বুথের ভিতরে পুলিশ কর্মীরা থাকবে, তিনি বলেন পুলিশ কর্মীরা ২০০ মিটারের বাইরে থাকবে ভেতরে নয়। পুলিশের পদস্থ কর্তা ঘটনাস্থলে আসে। পুলিশের দাবি, বিজেপি প্রার্থী নিরাপত্তা ভঙ্গ করছেন।
১ পর্যন্ত ৫১.১২ শতাংশ ভোট পড়ল ধূপগুড়িতে
দুপুর ১ পর্যন্ত ৫১.১২ শতাংশ ভোট পড়ল ধূপগুড়িতে। এর আগে বেলা ১১টা পর্যন্ত ৩৪.২৬ শতাংশ ভোট পড়েছিল ধূপগুড়িতে।
১১টা পর্যন্ত ৩৪ শতাংশ ভোট পড়ল ধূপগুড়িতে
সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১৭ শতাংশ এবং ১১টা পর্যন্ত ৩৪.২৬ শতাংশ ভোট পড়েছে ধূপগুড়িতে।
ইভিএম বিকল হওয়ায় ভোগান্তি ভোটারদের
ধূপগুড়ি বৈরাতীগরি স্কুল ১৫/ ১৮২ নং বুথে দীর্ঘক্ষণ ধরে ইভিএম বিকল হয়ে থাকায় ভোগান্তিতে ভোটারদের। জানা যায়, আজ সকাল সাতটায় ভোট শুরু হওয়ার কিছু পরই মেশিন বিকল হয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে গরমের মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকেন ভোটাররা।
পুলিশ সুপারের সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর
পুলিশ সুপারের সঙ্গে বচসা বিজেপি প্রার্থী তাপসী রায়ের। গেরুয়া শিবিরের প্রার্থীর অভিযোগ, পুলিশ বুথের দরজায় দাঁড়িয়ে আছে। যা নিয়ে তিনি আপত্তি জানান। উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বুথের ২০০ মিটার দূরত্বে থাকার কথা পুলিশের। এই নিয়েই এসপির সঙ্গে কথা কাটাকাটি হয় বিজেপি প্রার্থীর।
ভোট দিলেন বিজেপি প্রার্থী
ভোট দিলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এখনও শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ পর্ব চলছে।
দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ে শুরু ভোটগ্রহণ
ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের তিনটি বুথের মধ্যে একটি বুথে দীর্ঘ ক্ষণ ভোটপর্ব বন্ধ থাকল ভোটযন্ত্র বিকল হয়ে পড়ায়। তবে অবশেষে সেই বুথে নতুন ইভিএম-এ শুরু হল ভোটগ্রহণ।
বুথের দরজায় পুলিশ, অভিযোগ বিজেপি প্রার্থীর
ধূপগুড়ির ২৪৬ নং বুথে পুলিশ দরজার সামনে দাঁড়িয়ে আছে বলে অভিযোগ করলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বুথের ২০০ মিটার দূরত্বে থাকার কথা পুলিশের।
বুথে অকেজো ইভিএম, লম্বা লাইন ভোটারদের
ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের তিনটি বুথের মধ্যে একটি বুথে দীর্ঘ ক্ষণ ভোটপর্ব বন্ধ থাকল ভোটযন্ত্র বিকল হয়ে পড়ায়। অভিযোগ, কয়েকজন ভোটার ভোট দেওয়ার পরই ইভিএম অকেজো হয়ে পড়ে। এই আবহে সেই বুথে লম্বা লাইন জমেছে।
EVM বিকল হওয়ার অভিযোগ
ভোটগ্রহণ পর্ব শান্তিতে শুরু হয়েছে ধূপগুড়িতে। তবে বেশ কিছু জায়গা যেতে ইভিএম বিকল হওয়ার অভিযোগ আসছে।
শুরু হল ভোটগ্রহণ
শুরু হয়ে গেল ধূপগুড়ি উপনির্বাচনের ভোটগ্রহণ। এদিকে পশ্চিমবঙ্গ-সহ আজ মোট ৬ রাজ্যের ৭ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ধূপগুড়ি উপনির্বাচনের ১০টি গুরুত্বপূর্ণ বিষয়
- বিজেপির জেতা আসন ধূপগুড়ি। ২০২১ সালের জয়ী প্রার্থী বিষ্ণুপদ রায়ের মৃত্যু হওয়ায় আজ সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
- ধূপগুড়ি উপনির্বাচনের ভোটগ্রহণে মূলত ত্রিমুখি লড়াই হবে। সেখানে বিজেপির সঙ্গে লড়াই হবে তৃণমূল ও বাম–কংগ্রেস জোটের।
- ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ৪১৬ জন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৩০৮ এবং পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৪ জন।
- ধূপগুড়ির মোট ২৬০টি বুথের মধ্যে ৭২টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
- সেখানে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ১ ও ২টি বুথ রয়েছে এমন জায়গায় ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আর তিন ও চারটি বুথ রয়েছে এমন জায়গায় ২ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
- ইন্ডিয়া জোট গঠনের পরও ধূপগুড়িতে তৃণমূলকে জমি ছাড়েনি বাম-কংগ্রেস। এই আসনে এবারে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে লড়াই করছেন ঈশ্বরচন্দ্র রায়।
- ধূপগুড়ির আকাশে বাইরন মেঘ। এই আবহে প্রচারসভায় মহম্মদ সেলিমের সামনে দাঁড়িয়ে মঞ্চে আনুগত্যর শপথ নিয়েছিলেন বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়।
- এবার ধূপগুড়ি বিধানসভা আসনে বিজেপির প্রার্থী কাকলি রায়। তাঁর স্বামী ছিলেন সেনা জওয়ান। কাশ্মীরের তিনি শহিদ হয়েছিলেন।
- উপনির্বাচনের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দীপেন প্রামাণিক।
- উপনির্বাচনের আগে সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়।
৭২টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে
ধূপগুড়ির মোট ২৬০টি বুথের মধ্যে ৭২টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। এই আবহে সেখানে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ১ ও ২টি বুথ রয়েছে এমন জায়গায় ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আর তিন ও চারটি বুথ রয়েছে এমন জায়গায় ২ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
ধূপগুড়ির আকাশে বাইরন মেঘ
ধূপগুড়িতে বাম প্রার্থী জিতলে সাগরদিঘির বাইরন বিশ্বাস হয়ে যাবেন না তো? অর্থাৎ নেতারা খেটেখুটে জিতিয়ে আনলেন আর তারপরের দিনই তিনি ঘাসফুল শিবিরে চলে গেলেন? এই আবহে প্রচারসভায় মহম্মদ সেলিমের সামনে দাঁড়িয়ে মঞ্চে আনুগত্যর শপথ নিয়েছিলেন বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়।
ধূপগুড়ির প্রচারে ছিলেন না অনন্ত
রাজবংশী অধ্যুষিত ধূপগুড়ি উপনির্বাচনে একবারের জন্যও প্রচারে দেখা যায়নি অনন্ত মহারাজকে। অথচ রাজবংশী ভোট পেতে মরিয়া বিজেপি। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ফায়দা তুলতে চেয়েছে গেরুয়া শিবির। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজবংশী ভোটকে পেতেই অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছে তারা। ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে তারকা প্রচারকদের তালিকায় ছিল অনন্ত মহারাজের নাম। কিন্তু তাঁকে দেখা গেল না।
উপনির্বাচনে বাহিনী মোতায়েন
২০৫টি জায়গায় ভোটগ্রহণ কেন্দ্রগুলি রয়েছে। সেখানে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ১ ও ২টি বুথ রয়েছে এমন জায়গায় ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আর তিন ও চারটি বুথ রয়েছে এমন জায়গায় ২ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
২টি ব্লক ও ১টি পুরসভার ২৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ আজ
২টি ব্লক ও ১টি পুরসভায় ২৬০টি ভোটগ্রহণ কেন্দ্রে ২,৬৯,৪১৬ জন ভোটদাতা ভোট দেবেন। ভোটের কাজে মোট ১,০২৪ জন ভোটকর্মী নিযুক্ত থাকবেন। এছাড়া অতিরিক্ত কর্মী মিলিয়ে মোট সংখ্যাটা প্রায় ১,২০০।
দলবদলের ‘খেলা’
উপনির্বাচনের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দীপেন প্রামাণিক। এদিকে সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়।
তৃণমূলকে জমি ছাড়েনি বাম-কংগ্রেস
ইন্ডিয়া জোট গঠনের পরও ধূপগুড়িতে তৃণমূলকে জমি ছাড়েনি বাম-কংগ্রেস। এই আসনে এবারে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে লড়াই করছেন ঈশ্বরচন্দ্র রায়।
২০২১-এ ধূপগুড়িতে জিতেছিল বিজেপি
বিজেপির জেতা আসন ধূপগুড়ি। ২০২১ সালের জয়ী প্রার্থী বিষ্ণুপদ রায়ের মৃত্যু হওয়ায় আজ সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার ধূপগুড়ি বিধানসভা আসনে বিজেপির প্রার্থী কাকলি রায়। তাঁর স্বামী ছিলেন সেনা জওয়ান। কাশ্মীরের তিনি শহিদ হয়েছিলেন।
ত্রিমুখী লড়াই
মঙ্গলবার ধূপগুড়ি উপনির্বাচনের ভোটগ্রহণে মূলত ত্রিমুখি লড়াই হবে। সেখানে বিজেপির সঙ্গে লড়াই হবে তৃণমূল ও বাম–কংগ্রেস জোটের।
জলপাইগুড়িতে তৈরি করা হয়েছে ডিসিআরসি
আজ ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ। সেজন্য জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে তৈরি করা হয়েছে ডিসিআরসি।
মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার
ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ৪১৬ জন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৩০৮ এবং পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৪ জন। এছাড়াও আছেন ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার।