বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Dilip Ghosh on Abhishek Banerjee: 'বাকিদের আর উৎসব করার সুযোগ থাকবে না', ভিনরাজ্যে তৃণমূলের ফল নিয়ে কটাক্ষ দিলীপের

Dilip Ghosh on Abhishek Banerjee: 'বাকিদের আর উৎসব করার সুযোগ থাকবে না', ভিনরাজ্যে তৃণমূলের ফল নিয়ে কটাক্ষ দিলীপের

দিলীপ ঘোষ 

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় যাচ্ছেন। সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ওখানে হোটেল বুক করা আছে। টিকিট আগে থেকে কেনা আছে। যেতেই হবে।’

প্রাথমিক ভাবে মেঘালয়ে 'ফার্স্ট বয়' হিসেবে উঠে এসেছিল তৃণমূল কংগ্রেস। সবাইকে অবাক করে দিয়ে এনপিপি-কে পিছনে ফলে দিয়েছিল তৃণমূল। তবে বেলা গড়াতেই অঙ্ক ঘুরে যায়। সিঙ্গল ডিজিটে নেমে আসে ঘাসফুল শিবির। অপরদিকে ত্রিপুরায় ২৮টি আসনে লড়ে ১টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে আজ মেঘালয়ে যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে আজ নিউটাউন ইকোপার্কে মর্নিং ওয়াকে গিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। (আরও পড়ুন: মেঘের রাজ্যে মুকুলের হাত ধরে স্বপ্ন দেখছে ঘাসফুল, কড়া টক্কর দিচ্ছে তৃণমূল)

মেঘালয়-ত্রিপুরা নিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘সারা ভারতবর্ষে যেমন হচ্ছে... বিজেপি এগিয়ে আছে সব দিক দিয়ে। সেই জন্য বাকিদের আর উৎসব করার সুযোগ থাকবে না। কেউ কেউ খাতা খোলার চেষ্টা করছেন। কিন্তু পরিস্থিতি যা, মনে হচ্ছে তা সম্ভব নয়। যদি খাতা খুলতে পারেন তাহলে জিত মনে করবেন তাঁরা… আর কি।’

আরও পড়ুন: খাতা খোলার পর ‘দ্বিতীয় পরীক্ষা’র সামনে তৃণমূল, আজই মেঘালয়ে যাচ্ছেন অভিষেক

এদিকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় যাচ্ছেন। সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ওখানে হোটেল বুক করা আছে। টিকিট আগে থেকে কেনা আছে। যেতেই হবে। কিন্তু তাঁরা সারা ভারতবর্ষে চেষ্টা করছে। কিন্তু এখনও পর্যন্ত সাফল্য আসেনি। এমনকি যারা তাঁদের সঙ্গে মেঘালয়ে যোগ দিয়েছিলেন, তাঁরাও অনেকে সঙ্গ ছেড়ে চলে গিয়েছেন।’

এদিকে দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করলেও মেঘালয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিজেপির থেকে এগিয়ে ছিল তৃণমূল। এনপিপি একক বৃহত্তম দল হিসেবে এখানে নিজেদের প্রতিষ্ঠিত করতে চলেছে। এদিকে ত্রিপুরায় তিপ্রা মোথার উত্থানের ফলে চাপে পড়েছে বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াইতে বিজেপি কখনও ম্যাজিক ফিগার পার করছে তো কখনও পিছিয়ে পড়ছে। এই আবহে বাম-কংগ্রেস জোট তিপ্রা মোথার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে সূত্র মারফত।

 

বন্ধ করুন