কার্যত রাবণের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলনা করে বিতর্কে জড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়়গে। গুজরাট নির্বাচনের প্রচারে গিয়ে এভাবেই আক্রমণ করলেন তিনি। এবার তা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।
খাড়গে সভায় বলেন, প্রধানমন্ত্রীর কি রাবণের মতো ১০০টা মাথা আছে নাকি? এনিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের মতে, এই ধরনের মন্তব্য অত্যন্ত মর্যাদাহানিকর।
বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন, কংগ্রেস পার্টি শুধু গুজরাটের ভূমিপুত্রকে নন, গুজরাটিদের ভাবাবেগেও তিনি আঘাত দিয়েছেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীকে রাবণ বলে তিনি গুজরাটিদের অপমান করেছেন। পার্টির মানসিকতাও এর থেকে বোঝা যাচ্ছে।
সম্বিত পাত্র জানিয়েছেন, সোনিয়া গান্ধী এর আগে প্রধানমন্ত্রীকে মৃত্যুর ব্যবসায়ী বলে অপমান করেছিলেন। কংগ্রেস নেতা সুবোধ কান্ত সহায় বলেছিলেন প্রধানমন্ত্রীকে হিটলারের মতো মৃত্যুবরণ করতে হবে। সমস্ত গুজরাটিদের কাছে অনুরোধ যাদের সভাপতি মোদীকে অপমান করেছেন তাদের শিক্ষা দেওয়া দরকার। গুজরাটিরা কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়ে অপমানের জবাব দিন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী গরিব, পিছিয়ে পড়া মানুষদের উন্নতির জন্য় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দুটি পর্বে ভোট হবে গুজরাটে। ১ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর। আর ভোট যত এগিয়ে আসছে কংগ্রেস ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ ততই বাড়ছে।তবে কিছুক্ষেত্রে তা শালীনতার সীমাও ছাড়িয়ে যাচ্ছে।
এদিকে পশ্চিমবঙ্গেও মোদীকে নিশানা করে কটু কথা বলেছেন মালদার তৃণমূল নেত্রী। এবার গুজরাটভোটের মুখে দাঁড়িয়ে মোদীকে নিশানা করে আপত্তিকর শব্দ ব্যবহার করলেন কংগ্রেসের প্রবীন নেতা। পালটা কংগ্রেসকে বিঁধেছেন বিজেপি নেতৃত্ব। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজনীতিতে এই কুকথার স্রোত ক্রমশ বাড়ছে। ব্যক্তিগত আক্রমণও বাড়ছে ক্রমশ। অনেকক্ষেত্রে তা সীমানা পেরিয়ে যাচ্ছে। বাংলা থেকে গুজরাট ছবিটা সেই একই।