TMC in Election 2023 Results Highlights: ত্রিপুরায় ‘বিগ জিরো’, সাগরদিঘি উপ-নির্বাচনে অপ্রত্যাশিত হারের মধ্যে তৃণমূল কংগ্রেসকে কিছুটা ‘মলম’ জোগাল মেঘালয়। তবে মেঘালয়ে দিনের শুরুটা যেভাবে করেছিল, তা যত সময় এগিয়েছে, তত ফাঁপা আওয়াজ হয়ে গিয়েছে। একটা সময় ২০ টি আসনে এগিয়েছিল তৃণমূল। শেষপর্যন্ত পাঁচটি আসনে জিততে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাতে তৃণমূলের সান্ত্বনা যে গতবারের মতো সব আসনে জামানত জব্দ হয়নি। সেইসঙ্গে বিজেপির থেকে বেশি আসন মিলেছে। এবার ত্রিপুরা ও মেঘালয় বিধানসভা নির্বাচন এবং সাগরদিঘি উপ-নির্বাচনে তৃণমূল কীভাবে এগোল, তা দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলায় -
ত্রিপুরায় নোটার কাছেও 'হার' তৃণমূলের
ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ০.৮৮ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। কোনও আসন জোটেনি। প্রাপ্ত ভোট ২২,৩১৬। সেখানে নোটায় ভোট পড়েছে ১.৩৬ শতাংশ। প্রাপ্ত ভোট ৩৪,৪৪৯। তবে তৃণমূল ৫০ শতাংশ আসনেও প্রার্থী দেয়নি।
মেঘালয়ে প্রাপ্ত ভোটের হার
১) ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি): ৩১.৪৯ শতাংশ। ২) ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি: ১৬.২১ শতাংশ। ৩) তৃণমূল কংগ্রেস: ১৩.৭৮ শতাংশ। ৫) কংগ্রেস: ১৩.১৪ শতাংশ। ৬) বিজেপি: ৯.৩৩ শতাংশ।
মেঘালয় বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২৬ টি আসনে জিতেছে। পাঁচটি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি জিতেছে দুটি আসনে। হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি জিতেছে দুটি আসনে। নির্দল জিতেছে দুটি আসনে। কংগ্রেস জিতেছে পাঁচটি আসনে। পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট দুটি আসনে জিতেছে। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ১১ টি আসনে জিতেছে। ভয়েস অফ দ্য পিপল পার্টি চারটি আসনে জিতেছে।
মেঘালয়ে কোন কোন আসনে জিতেছে তৃণমূল?
১) আমপাতি থেকে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিয়নি শিরা। যিনি তৃণমূল নেতা মুকুল সাংমার মেয়ে। জয়ের ব্যবধান ২,২৭৭।২) নঙ্গথিম্মাই থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতলেন চার্লস পিঙ্গরোপ। ১,১৯৯ ভোটে জিতেছেন।৩) রাজাবালা থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী মিজানুর রহমান কাজি। ১০ ভোটে জিতেছেন।৪) দাদেঙ্গগ্রে থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী রূপা মারাক। জিতেছেন ১৮ ভোটে।৫) সোঙ্গসক থেকে জিতেছেন মুকুল সাংমা। ৩৭২ ভোটে জিতেছেন।
মেঘালয়ে ৫ আসনে জিতেছে তৃণমূল
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, যে ৫৯ টি আসনে ভোট হয়েছিল, সেগুলির মধ্যে ৫৭ টি আসনে ইতিমধ্যে ফল ঘোষণা করা হয়েছে। পাঁচটি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি জিতেছে দুটি আসনে। হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি জিতেছে দুটি আসনে। নির্দল জিতেছে দুটি আসনে। কংগ্রেস জিতেছে পাঁচটি আসনে। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২৪ টি আসনে জিতেছে। দুটি আসনে এগিয়ে আছেন। পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট দুটি আসনে জিতেছে। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ১১ টি আসনে জিতেছে। ভয়েস অফ দ্য পিপল পার্টি চারটি আসনে জিতেছে।
৪৮ টি আসনের ফল ঘোষণা মেঘালয়ে
মেঘালয় নির্বাচনের ফলাফল: ইতিমধ্যে ৪৮ টি আসনের ফলাফল ঘোষণা করা হয়ে গিয়েছে।
মেঘালয়ের একটি আসন থেকে ১০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী!
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: নঙ্গথিম্মাই থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতলেন চার্লস পিঙ্গরোপ। ১,১৯৯ ভোটে জিতেছেন। রাজাবালাতে ১০ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী মিজানুর রহমান কাজি। হারিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির আবদুস সালেহকে।
'কংগ্রেস বলেছে যে মমতা কংগ্রেসে আছে, তাই ধন্দ তৈরি হয়'
মমতা বন্দ্যোপাধ্যায়: মাত্র ছয় মাস আগে মেঘালয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা ১৫ শতাংশ ভোট পেয়েছি। যা আমাদের দলের সর্বভারতীয় স্বীকতি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। আমি মেঘালয়ের মানুষকে অভিনন্দন জানাচ্ছি। পরেববার আমরা আরও ভালো করবে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস নিয়ে মানুষের মনে একটা ধন্দ ছিল। কংগ্রেস বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেসে আছে। কারণ আমি আগে কংগ্রেসে ছিলাম। এটা আমরা সমাধান করে নেব।
বিজেপি ও বাম-কংগ্রেসের ‘অদৃশ্য’ জোট, সাগরদিঘি নিয়ে তোপ মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়: অবশ্যই আমরা সাগরদিঘি উপ-নির্বাচনে হেরে গিয়েছি। সেটা গণতন্ত্রে হতেই পারে। কিন্তু যে ব্যাপরটার আমি নিন্দা করছি, সেটা হল অদৃশ্য জোটের। বিজেপি নিজেদের ভোট বাম-কংগ্রেস জোটের কাছে স্থানান্তরিত করেছে।
মেঘালয়ে দ্বিতীয় স্থানে UDP!
ইতিমধ্যে সাতটি আসনে জিতে গিয়েছে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি)। চারটি আসনে এগিয়ে আছে। সাতটি আসনে জিতে গিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। ১৮ টি আসনে এগিয়ে আছে। একটি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। চারটি আসনে এগিয়ে তৃণমূল।
সাগরদিঘিতে হারল তৃণমূল
সাগরদিঘি উপ-নির্বাচনের ফলাফল: ২২,৯৮০ ভোটে জয়ী বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। হারলেন তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তৃতীয় হলেন বিজেপি প্রার্থী দিলীপ সাহা।
মমতা গিয়েও হল না রক্ষা, নোটার কাছেও ‘হারছে’ TMC
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল: নোটার থেকেও কম ভোট পেল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১.৩৬ শতাংশ ভোট পড়েছে নোটায় (৩৬,৯৬৮ ভোট)। সেখানে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ০.৮৯ শতাংশ (২২,১৩২ ভোট)। তবে সব আসনে প্রার্থী দেয়নি তৃণমূল।
মেঘালয়ে প্রাপ্ত ভোটের হারে তিনে তৃণমূল
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: প্রাপ্ত ভোটের হারের নিরিখে মেঘালয়ে তৃতীয় স্থানে আছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৩.৬৭ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি) পেয়েছে ১৬.৫ শতাংশ ভোট। পেয়েছে ৩১.১৬ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছে ১৩.৩৪ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ৯.০৯ শতাংশ ভোট।
ম্যাজিক ফিগারের কাছে NPP
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২৬ আসনে এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে পাঁচটি আসনে। তিনটি আসনে এগিয়ে বিজেপি। পাঁচটি আসনে এগিয়ে কংগ্রেস। মেঘালয়ে ম্যাজিক ফিগার হল ৩১। এবার ৫৯ টি আসনে ভোট হয়েছে।
মমতা-অভিষেক গিয়েও ত্রিপুরায় জুটল ০.৮৯% ভোট! মিলল হতাশা
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রিপুরায় একেবারেই দাঁত ফোটাতে পারেনি তৃণমূল কংগ্রেস। কোনও আসন পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রাপ্ত ভোটের হারেও যথেষ্ট মুখ পড়েছে। মাত্র ০.৮৯ শতাংশ ভোট পেয়েছে। যে রাজ্যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন।
সাগরদিঘিতে হার নিশ্চিত তৃণমূলের
সাগরদিঘি উপ-নির্বাচনের ফলাফল: একাদশ রাউন্ডের গণনার শেষে অনেকটা বেশি এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। জয় স্রেফ সময়ের অপেক্ষা। পরাজয় নিশ্চিত তৃণমূল কংগ্রেস।
মেঘালয়ে সান্ত্বনা পুরস্কার তৃণমূলের
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২৮ টি আসন এগিয়ে আছে। বিজেপি চারটি আসনে এগিয়ে আছে। তৃণমূল এগিয়ে আছে ছ'টি আসনে।
তৃণমূলের আশা নেই সাগরদিঘিতে
সাগরদিঘি উপ-নির্বাচনের ফলাফল: নবম রাউন্ডের শেষে বাম সমর্থিত কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস ১১,৭৮২ ভোটে এগিয়ে আছেন। বিজেপির প্রাপ্ত ভোট ১৬,৯৬৪, কংগ্রেসের প্রাপ্ত ভোট ৫০,১৬৭। তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩৮,৩৮৫।
মাত্র ৭৭ ভোটে এগিয়ে তৃণমূলের সেনাপতি
সোঙ্গসক থেকে মাত্র ৭৭ ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল সাংমা। যিনি টিকরিকিল্লা আসনে তৃতীয় স্থানে নেমে গিয়েছেন। মুকুল এবার মেঘালয়ে তৃণমূলের সেনাপতি।
ভালো শুরু করেও মেঘালয়ে ‘ব্রেকফেল’ তৃণমূলের
দিনের শুরুতে মেঘালয়ে ‘ঝটকা’ দিয়েছিল। কিন্তু যত সময় পেরোচ্ছে, তত মেঘের রাজ্যে হতাশা জুটছে তৃণমূল কংগ্রেস। মাত্র পাঁচটি আসনে এগিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এককভাবেই ম্যাজিক ফিগারের কাছে পৌঁছে গিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। তবে মেঘালয়ের থেকেও তৃণমূলের বেশি মুখ পুড়ছে ত্রিপুরা এবং সাগরদিঘি উপ-নির্বাচনে। সাগরদিঘিতে বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয় কার্যত নিশ্চিত। ত্রিপুরায় এক শতাংশ ভোট পেতেও নাকানি-চোবানি খেয়েছে তৃণমূল।
মুখ্যমন্ত্রীর ভাইকে হারাল TMC! মেঘালয়ে খাতা খুলল মমতার দল
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: তৃণমূল কংগ্রেস প্রার্থী রূপা মারাকের কাছে হেরে গেলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতা জেমস সাংমা। যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ভাই। দাদেঙ্গরে আসন থেকে জিতে গিয়েছেন তৃণমূল প্রার্থী। এবারের বিধানসভা নির্বাচনে তৃৃণমূলের এটাই প্রথম আসন জয়।
সাগরদিঘিতে হারের মুখে তৃণমূল
অষ্টম রাউন্ডের শেষে কংগ্রেসের প্রার্থী ৯,৩৬১ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৪২,৬৯০ টি ভোট। তৃণমূল কংগ্রেস ৩৩,৩২৯ টি ভোট পেয়েছে। ১১,৭৩৭ ভোট পেয়েছে বিজেপি।
সাগরদিঘিতে ৮,২১৫ ভোটে পিছিয়ে তৃণমূল
সাগরদিঘি উপ-নির্বাচনের ফলাফল: সপ্তম রাউন্ড শেষে ৮,২১৫ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী বাইরণ বিশ্বাস। দ্বিতীয় স্থানে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তৃতীয় স্থানে আছেন বিজেপি প্রার্থী।
সব আসনে জামানত জব্দ থেকে ৫ আসনে এগিয়ে - নৈতিক জয় জয় TMC-র?
গতবার মেঘালয়ের বিধানসভা নির্বাচনে তৃণমূল কোনও আসন পায়নি। সব আসনেই জামানত জব্দ হয়েছিল। সেখান থেকে পাঁচটি আসনে এগিয়ে আছে তৃণমূল।
তিনে নামলেন মেঘালয়ে TMC-র সেনাপতি! অন্য আসনে এগিয়ে ৩৭৯ ভোটে
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: পূর্ব-গারো পাহাড়ের টিকরিকিল্লায় প্রথম দুইয়েও নেই তৃণমূল কংগ্রেস নেতা মুকুল সাংমা। ওই আসনে এনপিপি এবং বিজেপি প্রার্থীর পর তৃতীয় স্থানে আছেন। তাঁর প্রাপ্ত ভোট ৪,৯২০। এনপিপি প্রার্থী পেয়েছে ৮,৫০৮ ভোট। বিজেপি প্রার্থী ৬,৪৬৪ ভোট পেয়েছেন। অন্যদিকে সোঙ্গসক আসন থেকে মাত্র ৩৭৯ ভোটে এগিয়ে আছেন।
মেঘালয়ে সরকার গঠনের কাছে NPP
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: ২৬ টি আসনে এগিয়ে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। পাঁচটি করে আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেস। ১৮ টি আসনে এগিয়ে অন্যান্যরা।
ত্রিপুরায় একটি আসনে এগিয়ে তৃণমূল
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল: একটি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।
মেঘালয়ে BJP, কংগ্রেসের থেকে পিছিয়ে TMC, হারছে সাগরদিঘিতে
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: ২৪ টি আসনে এগিয়ে আছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। পাঁচটি আসনে এগিয়ে আছে তৃণমূল। কংগ্রেস এবং বিজেপি এগিয়ে আছে ছ'টি আসনে।
সাগরদিঘিতে হারের মুখে TMC?
সাগরদিঘি উপ-নির্বাচনের ফলাফল: পঞ্চম রাউন্ডের শেষেও পিছিয়ে তৃণমূল কংগ্রেস। এগিয়ে আছেন বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। ৫,০০০-রও বেশি ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী।
মেঘালয়ে ৫ আসনে দ্বিতীয় স্থানে TMC
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মেঘালয়ে পাঁচটি আসনে দ্বিতীয় স্থানে আছে তৃণমূল কংগ্রেস। পূর্ব শিলং (ব্যবধান ৬১৫, এগিয়ে ন্যাশনাল পিপলস পার্টি), জোয়াই (৪,২৬০ ভোটে পিছিয়ে, এগিয়ে এনপিপি), রঙ্গসাকোনা (৪৯৫ ভোটে পিছিয়ে, এগিয়ে এনপিপি), রেসুবেলপাড়া (৩,৪৬৬ ভোটে পিছিয়ে, এনপিপি এগিয়ে), রঙ্গগারা সিজু (১,৯৩৫ ভোটে পিছিয়ে, এনপিপি এগিয়ে)
মেঘালয়ে এগিয়ে যাচ্ছে NPP
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: ২৪ টি আসনে এগিয়ে আছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। সাতটি আসনে এগিয়ে তৃণমূল। ২২ টি আসনে এগিয়ে অন্যান্যরা। চারটি আসনে এগিয়ে বিজেপি।
তৃণমূলের কী অবস্থা মেঘালয়ে?
প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, মেঘালয়ে প্রাপ্ত ভোটের নিরিখে বিজেপির থেকে এগিয়ে তৃণমূল কংগ্রেস। গারো পার্বত্য এলাকার কয়েকটি আসনে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে কয়েকটি আসনে ব্যবধানও কম।
সাগরদিঘিতে পিছিয়ে তৃণমূল প্রার্থী
সাগরদিঘি উপ-নির্বাচনের ফলাফল: তৃতীয় রাউন্ডের শেষেও পিছিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এগিয়ে আছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। ১,৯৫৯ ভোটে এগিয়ে তিনি।
মেঘালয় নিয়ে নির্বাচন কমিশন কী বলছে?
জাতীয় নির্বাচন কমিশনের আপডেট অনুযায়ী, ১৭ টি আসনে এগিয়ে আছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। পাঁচটি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। চারটি আসনে এগিয়ে বিজেপি। দুটি আসনে এগিয়ে কংগ্রেস। আপাতত মোট ৪৭ টি আসনের ট্রেন্ড এসেছে।
১ আসনে পিছিয়ে গেলেন মেঘালয়ে তৃণমূলের সেনাপতি
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: পূর্ব-গারো পাহাড়ের টিকরিকিল্লা থেকে পিছিয়ে তৃণমূল নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। সেই আসনে এগিয়ে আছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী জিমি সাংমা। তবে সোঙ্গসক থেকে এগিয়ে আছেন সাংমা।
ত্রিপুরায় শোচনীয় হাল তৃণমূলের
ত্রিপুরায় পুরোপুরি শোচনীয় অবস্থা তৃণমূল কংগ্রেসের। একটি আসনেও লিড মেলেনি। অথচ যে রাজ্যে একাধিকবার প্রচারে গিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের সাম্প্রতিক আপডেট অনুযায়ী, কোনও আসনে দ্বিতীয় স্থানেও নেই তৃণমূল।
মেঘালয়ে বাস্তবের মাটিতে আছড়ে পড়ছে TMC? লিড বাড়াল NPP
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: মেঘালয়ে কি বাস্তবের মাটিকে ফিরতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে? আপাতত ২৫ টি আসনে এগিয়ে আছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। ন'টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে আটটি আসনে। কংগ্রেস এগিয়ে ছ'টি আসনে। অন্যান্যরা ১১ টি আসনে এগিয়ে আছে।
পিছিয়ে মুকুল সাংমার ভাই
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: রঙ্গসাকোনা কেন্দ্র থেকে পিছিয়ে আছেন তৃণমূলের প্রার্থী জেনিথ সাংমা। যিনি তৃণমূল কংগ্রেস নেতা মুকুল সাংমার ভাই।
এগিয়ে তৃণমূল নেতা মুকুল সাংমা
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: সোঙ্গসক আসন থেকে এগিয়ে তৃণমূল নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। ওই আসন থেকেই লড়াই করতেন তিনি। যিনি পূর্ব-গারো পাহাড়ের টিকরিকিল্লা থেকেও লড়াই করছেন।
মেঘালয়ে এগিয়ে মুকুল সাংমার মেয়ে
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: আমপাত্তি থেকে এগিয়ে আছেন মুকুল সাংমার মেয়ে মিয়ানি শিরা। তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন মিয়ানি। আর মুকুল হলেন এবার মেঘালয়ে তৃণমূলের সেনাপতি।
খারকুট্টা আসনে এগিয়ে তৃণমূল
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: খারকুট্টা আসনে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী চেরাক মোমিন। পিছিয়ে পড়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী।
মেঘালয়ে ছুটছে TMC
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: ১৭ টি আসনে এগিয়ে আছে তৃণমূূল কংগ্রেস। ১৫ টি আসনে এগিয়ে আছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। আটটি আসনে এগিয়ে বিজেপি। ন'টি আসনে এগিয়ে কংগ্রেস।
জয় নিয়ে নিশ্চিত সাগরদিঘির কংগ্রেস প্রার্থী
সাগরদিঘি থেকে জয়ের বিষয়ে নিশ্চিত বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তাঁর দাবি, কঠিন জায়গার গণনা হয়ে গিয়েছে। এবার জয় নিশ্চিত। এবার পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম কংগ্রেস বিধায়ক হবেন বলে নিশ্চিত তিনি।
মেঘালয়ে ‘ফার্স্ট’ তৃণমূল! পিছিয়ে পড়ল শাসক দল NPP
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: ২০ টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। টক্কর দিল শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। ১৬ টি আসনে এগিয়ে কনরাড সাংমার দল। ১২ টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১০ টি আসনে।
মেঘালয়ে ১২ আসনে এগিয়ে তৃণমূল
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: প্রাথমিক ট্রেন্ডে ২৪ টি আসনে এগিয়ে। তৃণমূল কংগ্রেসে এগিয়ে ১২ টি আসনে। বিজেপি এগিয়ে ১২ টি আসনে।
সাগরদিঘিতে ৫২৭ ভোটে পিছিয়ে TMC
প্রথম রাউন্ডের গণনার শেষে সাগরদিঘিতে ৫২৭ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। পিছিয়ে আছে তৃণমূল কংগ্রেস। গতবার ৫০,২০৬ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী সুব্রত সাহা। তাঁর মৃত্যুর জেরেই উপ-নির্বাচন হচ্ছে।
নির্বাচন কমিশন কী বলছে?
জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপাতত মেঘালয় ও ত্রিপুরা বিধানসভা নির্বাচন এবং সাগরদিঘি উপ-নির্বাচনের কোনও তথ্য দেওয়া হয়নি। কোনও আসনে কোনও দল এগিয়ে আছে বলে তা দেখানো হয়নি। এখন স্রেফ প্রাথমিক পর্যায়ের গণনা চলছে।
মেঘালয়ে ‘টাফ ফাইট’ TMC-র, উঠে আসছে দ্বিতীয় দল হিসেবে
২৩ টি আসনে এগিয়ে আছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। ১২ টি এগিয়ে আছে বিজেপি। ১৫ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। সাতটি আসনে এগিয়ে আছে কংগ্রেস।
প্রাথমিক ট্রেন্ডে সাগরদিঘিতে পিছিয়ে তৃণমূল
প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, সাগরদিঘিতে আপাতত পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। বিজেপি আপাতত তেমন দাগ কাটতে পারেনি।
সাগরদিঘিতে এবার ত্রিমুখী লড়াই
সাগরদিঘি উপনির্বাচনে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে। বাম এবং কংগ্রেস জোট করেছে। লড়াই করছে বিজেপিও। তবে গত ২৭ ফেব্রুয়ারি ভোটের পর বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ কার্যত জানিয়ে দিয়েছেন, বিজেপির জয়ের কোনও সম্ভাবনা নেই। তবে জয়ের বিষয়ে নিশ্চিত তৃণমূল কংগ্রেস।
ত্রিপুরায় এখনও চরম ‘ফ্লপ’ TMC! মেঘালয়ে এগিয়ে ৮ আসনে
ত্রিপুরায় হুড়মুড়িয়ে এগিয়ে যাচ্ছে বিজেপি জোট। ৩৭ টি আসনে এগিয়ে বিজেপি জোট। আটটি এগিয়ে আসনে এগিয়ে বাম-কংগ্রেস জোট। তিপ্রা মোথা এগিয়ে আছে ১১ টি আসনে। কোনও আসনে এগিয়ে নেই তৃণমূল কংগ্রেস।
মেঘালয়ে ৮ আসনে এগিয়ে
প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, মেঘালয়ে ২৩ টি আসনে এগিয়ে আছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। আটটি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ১০ টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস এগিয়ে আছে আটটি আসনে। অন্যান্যরা চারটি আসনে এগিয়ে আছে।
মেঘালয়ে ১০ আসনে এগিয়ে TMC! টক্কর শাসক দল NPP-কে
মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল: মেঘালয় বিধানসভা নির্বাচন: প্রাথমিক ট্রেন্ডে ১০ টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ১৩ টি আসনে এগিয়ে আছে। যে রাজ্যে মোট বিধানসভা আসনের সংখ্যা ৬০। ম্যাজিক ফিগার ৩১। এবার ৫৯ টি আসনে ভোট হয়েছে।
ত্রিপুরায় এগিয়ে BJP জোট, শূন্য তৃণমূল
ত্রিপুরা বিধানসভা আসন: বিজেপি জোট ৩১ টি আসনে এগিয়ে। তিপ্রা মোথা ১০ টি আসনে এগিয়ে আছে। দুটি আসনে এগিয়ে অন্যান্যরা। বাম-কংগ্রেস জোট আটটি আসনে এগিয়ে আছে।
প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে
ইতিমধ্যে মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে। গণনা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের সাগরদিঘির বিধানসভা উপ-নির্বাচন কেন্দ্রেরও।
ত্রিপুরায় ২৮ আসনে লড়াই তৃণমূলের
এবার ত্রিপুরায় ২৮ টি বিধানসভা আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। তবে তাতে কতটা সাফল্য মিলবে, তা নিয়ে সন্দিহান আছে রাজনৈতিক মহল। কারণ গত বছর জুনে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল তৃণমূল। সেইসঙ্গে বাঙালি-অধ্যুষিত অঞ্চলেও তৃণমূলের তেমন প্রভাব দেখা যায়নি। বরং সেখানে বিজেপির পক্ষে হওয়া বইছে বলে মত সংশ্লিষ্ট মহলের।
২০১৮ সালে মেঘালয়ে চরম মুখ পুড়েছিল তৃণমূলের
এই প্রথম মেঘালয়ের বিধানসভা নির্বাচনে লড়াই করছ না তৃণমূল কংগ্রেস। ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল। তাতে অবশ্য ব্যর্থতার মুখে পড়তে হয়েছিল। ২৪ টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। ২৪ টি আসনেই জামানত জব্দ হয়েছিল। তবে এবার মেঘালয়ে তৃণমূলের সম্ভাবনা কিছুটা উজ্জ্বল হয়েছে।
মেঘালয়ে ৫৮ আসনে লড়াই তৃণমূলের
এবার মেঘালয় বিধানসভা নির্বাচনে ৫৮ টি আসনে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। যে রাজ্যে মোট বিধানসভা আসনের সংখ্যা ৬০। একাধিক বুথফেরত সমীক্ষা অনুযায়ী, এবার মেঘালয়ে তৃণমূলের আসন সংখ্যা ১০ হতে পারে। একটি বুথফেরত সমীক্ষায় তো তৃণমূলের প্রাপ্ত আসনের সংখ্যা ১৯-এ ঠেকতে পারে বলে দাবি করা হয়েছে।
‘সাফল্যের’ আশায় তৃণমূল, ত্রিপুরায় কী হবে?
সাগরদিঘি উপনির্বাচনে জয় কার্যত নিশ্চিত। তবে সেই বিধানসভা কেন্দ্রের ফলাফল ছাপিয়েও উত্তর-পূর্ব ভারতের দিকে তাকিয়ে আছে তৃণমূল কংগ্রেস। উত্তর-পূর্ব ভারতের যে তিন রাজ্যের (ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ড) বিধানসভা ভোটের আজ গণনা হচ্ছে, তার মধ্যে দুটি রাজ্যে (ত্রিপুরা এবং মেঘালয়) লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। একাধিক বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, ত্রিপুরায় খালি হাতে ফিরলেও মেঘালয়ে ১০ টি ছিনিয়ে আনতে পারে তৃণমূল।