বাংলা নিউজ > ভোটযুদ্ধ > EC notice to AAP: মোদীকে 'আদানির হাতে পুতুল' আখ্যা দিয়ে পোস্টের জের, কেজরিকে নোটিশ নির্বাচন কমিশনের

EC notice to AAP: মোদীকে 'আদানির হাতে পুতুল' আখ্যা দিয়ে পোস্টের জের, কেজরিকে নোটিশ নির্বাচন কমিশনের

আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (PTI)

নির্বাচন কমিশনের নোটিশ অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টার মধ্যে আম আদমি পার্টিকে সেই পোস্টের ব্যাখ্যা করে জবাব দিতে হবে। আম আদমি পার্টির বিরুদ্ধে অভিযোগ, বিজেপির 'তারকা প্রচারক' নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এহেন সোশ্যাল মিডিয়া পোস্টে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে 'আপত্তিকর' পোস্টের জেরে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। সম্প্রতি আম আদমি পার্টির অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছিল, যেখানে দেখানো হয়েছিল - নরেন্দ্র মোদী হলেন গৌতম আদানির 'হাতের পুতুল'। সেই পোস্টের ব্যাকগ্রাউন্ডে 'মোদীর কণ্ঠস্বর' শোনা যাচ্ছিল। যেখানে তাঁকে বলতে শোনা যায়, 'আমি আর জনগণের জন্যে কাজ করি না। আমি কাজ করি আমার মালিকের জন্য।' এই পোস্টেই আপত্তি ছিল বিজেপির। এই আবহে নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছিল গেরুয়া শিবির। সেই অভিযোগের ভিত্তিতেই আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নামে নোটিশ পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নোটিশ অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টার মধ্যে আম আদমি পার্টিকে সেই পোস্টের ব্যাখ্যা করে জবাব দিতে হবে। আম আদমি পার্টির বিরুদ্ধে অভিযোগ, বিজেপির 'তারকা প্রচারক' নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এহেন সোশ্যাল মিডিয়া পোস্টে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে। এই আবহে কেন আম আদমি পর্টির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না, তাই জানতে চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের নোটিশে। নির্বাচন কমিশনের সিনিয়র প্রিন্সিপাল সেক্রেটারি নরেন্দ্র এন বুটোলিয়ার ইস্যু করা নোটিশে আরও বলা হয়েছে, সময়ের মধ্যে যদি আম আদমি পার্টি নোটিশোর জবাব না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে 'উপযুক্ত পদক্ষেপ' করা হবে।

নির্বাচন কমিশনের তরফ থেকে আম আদমি পার্টিকে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে সোশ্যাল মিডিয়া পোস্টটি দেখে বোঝা যাচ্ছে যে তাতে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে। উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকেই ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম এবং তেলাঙ্গানায় জারি করা হয়েছে নির্বাচনী আদর্শ আচরণ বিধি। এর আগে গত ২ মে নির্বাচনী দলগুলির উদ্দেশে জারি করা এক নির্দেশিকায় নির্বাচন কমিশন বলেছিল, প্রচারের সময় তারকা প্রচারকদের সম্মানহানী যাতে না করা হয়। সেই মর্মেই আম আদমি পার্টিকে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ১০ নভেম্বর আম আদমি পার্টির তরফ থেকে করা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছিল বিজেপি। গত ৮ নভেম্বর নরেন্দ্র মোদীকে 'আদানির হাতের পুতুল' কটাক্ষ করে সেই পোস্টটি করা হয়েছিল। এই আবহে গেরুয়া শিবিরের অভিযোগ, নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এই পোস্টে। পাশাপাশি এই পোস্টের মাধ্যমে মানুষের মনে ভ্রান্ত ধারণা তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ বিজেপির।

ভোটযুদ্ধ খবর

Latest News

‘কংগ্রেসের ভোট ব্যাঙ্ক হবেন না,’ মুসলিমদের সতর্ক করলেন রিজিজু নভেম্বরে ৫ দেশের দল নিয়ে শুরু গ্লোবাল সুপার লিগ! ওয়েস্ট ইন্ডিজে খেলবে KKR-CSK? ঘুরিয়ে খলিস্তানের দাবি নাকচ কানাডার, এখনও নিজ্জর খুনে পেল না ভারত যোগের প্রমাণ এখনও পার্টনার জোগাড় হয়নি?মেষ সহ কোন ৫রাশির জাতকরা এবারও একাই পুজো কাটাতে পারেন তফসিলি স্বীকৃতি আদায়ে একজোট বাংলা-সিকিমের গোর্খা উপজাতিরা, পাশে বিজেপি সাংসদ! চিকিৎসায় ২০২৪-এর নোবেল পেলেন ২ মার্কিন বিজ্ঞানী, গবেষণা করেন মাইক্রো RNA নিয়ে যেন ঝিনুকের মাঝে মুক্তো বা ফোয়ারা! নাতাশার প্যারিস গালার সাজ দেখে হেসে খুন সবাই ফ্রনফুটে এসে অজি তারকার মাথার ওপর ছয়! দঃ আফ্রিকার স্মৃতি মনে করালেন শ্রীসন্থ… পুজোর আগেই ঘরে শ্যামা পোকার উপদ্রব শুরু হয়েছে? মুক্তি পেতে মাথায় রাখুন এই টিপস এখনই টিম পাঠান, মহিলারা খুব আতঙ্কে রয়েছেন, জয়নগরের ঘটনায় কেন্দ্রকে চিঠি সুকান্তর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.