বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Election Result 2022: যত দোষ EVM'র! দিল্লিতে বিক্ষোভ শুরু কংগ্রেস কর্মীদের

Election Result 2022: যত দোষ EVM'র! দিল্লিতে বিক্ষোভ শুরু কংগ্রেস কর্মীদের

দিল্লিতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। (এএনআই)

ব্যানারে লেখা হয়েছে, ইভিএমের মাধ্যমে গণতন্ত্রের হত্যা করা হচ্ছে।

পাঁচ রাজ্য়ে  একেবারে ধরাশায়ী কংগ্রেস। চরম হতাশাজনক ফলাফল। অন্তত পঞ্জাব ও গোয়া নিয়ে আশায় বুক বেঁধেছিলেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু সেখানেও ব্যাকফুটে চলে গিয়েছে কংগ্রেস। পঞ্জাবে সরকার গড়ার পথে আপ।  সরকার গড়ার ম্যাজিক ফিগারের ধারে কাছে পৌঁছতে পারেনি কংগ্রেস। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। তার আগে এই শক্তি নিয়ে কীভাবে কংগ্রেস লড়াই করবে তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এবার ভোটের ফলাফলে শোচনীয় পরাজয়ের পরে ইভিএমে কারচুপির অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেসের নেতা কর্মীরা। দিল্লিতে দলীয় কার্যালয়ের পরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন কংগ্রেস কর্মীরা। রীতিমতো পোস্টার নিয়ে কংগ্রেস কর্মীরা দলে দলে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে যান। তাঁদের অভিযোগ ইভিএমের কারচুপির জেরেই এই পরাজয় হচ্ছে। ব্যানারে লেখা হয়েছে, ইভিএমের মাধ্যমে গণতন্ত্রের হত্যা করা হচ্ছে।

তবে বিরোধী পক্ষের পালটা দাবি, হারলেই ইভিএমে কারচুপির অভিযোগ তুলছে পরাজিত শিবির, এটা একাধিক রাজ্যেই দেখা যাচ্ছে। আর জিতলেই সেই কারচুপির প্রসঙ্গ এড়িয়ে যায় শাসকদল। এটাই ট্রেন্ড। আর সেই ট্রেন্ড মেনেই পাঁচ রাজ্যে পরাজয়ের পরে সেই ইভিএমের ঘাড়েই দায় চাপালেন কংগ্রেসের নেতা কর্মীরা। 

 

বন্ধ করুন