তিন রাজ্য়ে বিরাট জয় পেয়েছে বিজেপি। শোচনীয় পরাজয় কংগ্রেসের। এবার জেনে নিন চার রাজ্যে কংগ্রেস ও বিজেপি কে কত ভোট পেল। আর সেই পরিসংখ্যান দেখলে চমকে উঠবেন আপনিও।
দেখা যাচ্ছে তিন রাজ্যে কংগ্রেস পরাজিত হলেও চার রাজ্য়ের মোট প্রাপ্ত ভোটের নিরিখে এগিয়ে রয়েছে কংগ্রেস। আসলে মনে করা হচ্ছে তেলাঙ্গানায় এতটাই পিছিয়ে রয়েছে বিজেপি যে সেই ভোটের নিরিখে এগিয়ে গিয়েছে কংগ্রেস।
চার রাজ্যে কংগ্রেস মোট ভোট পেয়েছে ৪,৯০,৬৯,৪৬২। আর বিজেপি পেয়েছে ৪,৮১,২৯,৩২৫ ভোট। মানে তিন রাজ্য়ে জিতেও মোট ভোটের নিরিখে কম ভোট পেয়েছে গেরুয়া শিবির।
এবার রাজ্য ভিত্তিক ভোটের হিসাবটা দেখা যাক।
মধ্য়প্রদেশে কংগ্রেস পেয়েছে- ১,৭৫,৬৪,৩৫৩ ভোট
বিজেপি পেয়েছে- ২,১১,১৩,২৭৮টি ভোট
রাজস্থান
কংগ্রেস পেয়েছে- ১,৫৬,৬৬,৭৩১ ভোট
বিজেপি পেয়েছে- ১,৬৫,২৩,৫৬৮ ভোট
তেলাঙ্গানা
কংগ্রেস- ৯২,৩৫,৭৯২ ভোট
বিজেপি-৩২,৫৭,৫১১ ভোট
ছত্তিশগড়
কংগ্রেস পেয়েছে ৬৬,০২,৫৮৬ ভোট
বিজেপি পেয়েছে- ৭২,৩৪,৯৬৮ ভোট
এবার ভোট শতাংশের হিসেবটা জেনে নিন।
ছত্তিশগড়
কংগ্রেস পেয়েছে ৪২.২৩ শতাংশ ভোট
বিজেপি পেয়েছে ৪৬.২৭ শতাংশ ভোট
মধ্য়প্রদেশ
কংগ্রেস পেয়েছে ৪০.৪০ শতাংশ ভোট
বিজেপি পেয়েছে ৪৮.৫৫ শতাংশ ভোট
রাজস্থান
কংগ্রেস পেয়েছে ৩৯.৫৩ শতাংশ ভোট
বিজেপি পেয়েছে ৪১.৬৯ শতাংশ ভোট
তেলাঙ্গানা
কংগ্রেস পেয়েছে ৩৯.৪০ শতাংশ ভোট
বিজেপি পেয়েছে ১৩.৯০ শতাংশ ভোট
পরিসংখ্যান বলছে কংগ্রেস তিন রাজ্য়ে ডাহা ফেল কিন্তু মোট ভোটের নিরিখে ১০ লাখ ভোট বেশি পেয়েছে বিজেপির থেকে। তাহলে হলটা কী? রাজস্থান আর ছত্তিশগড়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে ২-৪ শতাংশ ভোটের নিরিখে জিতে গিয়েছে বিজেপি।
মধ্য়প্রদেশে বিজেপি পেয়েছে ৪৮ শতাংশ ভোট কিন্তু কংগ্রেসও এখানে পেয়েছে ৪০.৫ শতাংশ ভোট। মানে যে রাজ্য়ে বিজেপি ক্ষমতায় ছিল সেখানে খুব খারাপ ফল করেনি কংগ্রেস। কংগ্রেস নেতা বিজয় থোত্তাথিল এক্স হ্যান্ডেলে এই তথ্যগুলি পেশ করেছেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, শহরাঞ্চলে কংগ্রেস ভালো ফল করতে পারেনি। কেন এটা তারা করতে পারেনি সেটা পর্যালোচনা করা ও সংশোধন করা দরকার।