বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Karnataka election results: পথ দেখাল কর্ণাটক, কোন চার মন্ত্রে জয়ের পথে কংগ্রেস! বাংলাতে কাজ করবে ওই টোটকা?

Karnataka election results: পথ দেখাল কর্ণাটক, কোন চার মন্ত্রে জয়ের পথে কংগ্রেস! বাংলাতে কাজ করবে ওই টোটকা?

এভাবে রাহুল গান্ধীকে দেখা গিয়েছিল ফুড ডেলিভারি ম্যানের স্কুটারে বসে যেতে। একেবারে কমন ম্যান ইমেজ। (PTI Photo)  (PTI)

কর্ণাটকে যে ফ্য়াক্টরগুলি কাজে লাগিয়েছিল কংগ্রেস সেটা কি বাংলায় লাগু করা সম্ভব? কারণ বাংলাতেও তৃণমূল সরকারের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতি।

অরুণ দেব

কর্ণাটকে জয়ের পথে কংগ্রেস। কিন্তু প্রশ্ন একটাই কোন মন্ত্রে এভাবে বিজেপির মতো শক্তিকে কর্ণাটক থেকে সরিয়ে দিতে পারল কংগ্রেস? সেই ফ্য়াক্টরগুলি এবার দেখে নেওয়া যাক।

কংগ্রেস কর্মীদের চাঙা করা

প্রায় ১ বছর আগে থেকে কংগ্রেস ঘর গোছাতে শুরু করেছিল। একেবারে তৃণমূলস্তর থেকে শুরু হয় কাজ। কর্ণাটকে কাবেরি নদীতে মেকেদাতু প্রকল্পকে লাগু করার দাবিতে ২০১৯ সালে প্রচুর মানুষকে একজোট করে ফেলেছিল কংগ্রেস। কেপিসিসি প্রেসিডেন্ট ডিকে শিবকুমার হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন, রাহুল গান্ধী একটা সময় বলেছিলেন মানুষকে একজোট করার জন্য কিছু একটা করতে হবে। সেই সময় মেকেদাতু পদযাত্রা শুরু করি। তবে তার ফলও পেয়েছিলাম আমরা।

এআইসিসি সেক্রেটারি পিসি বিষ্ণুনাধ জানিয়েছেন, ওই পদযাত্রা সত্যি আমাদের দলে পরিবর্তন এনেছিল। এরপর ভারত জোড়ো যাত্রাও আমাদের অনেকটা সংগঠিত করেছে।

সুপরিকল্পিত প্রচার

প্রতিষ্ঠান বিরোধিতার প্রচার করে বাজিমাত করার চেষ্টা করে কংগ্রেস। তারা প্রচার করতে থাকে ৪০ শতাংশ সরকার। অর্থাৎ কর্ণাটকে ঠিকাদারদের সংগঠন অভিযোগ তুলেছিল বিজেপি নেতারা ৪০ শতাংশ কাটমানি খেয়ে নেয়। আর এই প্রচারটা এমন স্তরে নিয়ে যায় কংগ্রেস যে তার কোনও জবাব খুঁজে পায়নি বিজেপি।

এরপর PayCM লিখে শুরু হয় প্রচার। যেখানে মাঝে বোম্মাইয়ের মুখ। আর সেখানে ক্লিক করলেই দেখা যাচ্ছে বিজেপির দুর্নীতি। এছাড়া একাধিক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লাগাতার প্রচার করে কংগ্রেস। তারই ফসল ঘরে তুলছেন রাহুল গান্ধী।

ভোটের প্রতিশ্রুতি

একাধিক নজরকাড়া প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। যেমন বেকারদের জন্য় ভাতা, পরিবারের মহিলার জন্য ২০০০ টাকা, ২০০ ইউনিট পর্যন্ত ফ্রিতে বিদ্যুৎ, গরিবদের জন্য ১০ কেজি করে চাল।

দলের দ্বন্দ্বকে কমিয়ে আনা

কর্ণাটকে কংগ্রেস মানেই ডিকে শিবকুমার ও সিদ্ধারামাইয়ার মধ্য়ে লড়াই। মুখ্যমন্ত্রীর চেয়ারের দাবিদার দুজনেই। কিন্তু ২০২২ সালে কংগ্রেস কর্ণাটকে একটা বাসযাত্রা বের করেছিল। আর তখন সুকৌশলে দুই নেতাকেই তারা একজায়গায় এনে ফেলে। আর ভারত জোড়ো যাত্রাতেও দেখা যায় দুই নেতা একেবারে কাছাকাছি, পাশাপাশি। আর এই ছবি একেবারে মন্ত্রের মতো কাজে লাগে। কংগ্রেস কর্মীদের কাছে চলে যায় ঐক্যের বার্তা। এতে আরও সংকটে পড়ে বিজেপি শিবির।

এবার প্রশ্ন উঠছে কর্ণাটকে যে ফ্য়াক্টরগুলি কাজে লাগিয়েছিল কংগ্রেস সেটা কি বাংলায় লাগু করা সম্ভব? কারণ বাংলাতেও তৃণমূল সরকারের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতি। মানুষ বিকল্প রাস্তা খুঁজছেন। কিন্তু সেই রাস্তা কি দেখাতে পারবে কংগ্রেস?

 

ভোটযুদ্ধ খবর

Latest News

ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা! নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.