১৫৫-রও বেশি আসনে জয় পেয়ে রেকর্ড জয় নিশ্চিত করেছে ব... more
১৫৫-রও বেশি আসনে জয় পেয়ে রেকর্ড জয় নিশ্চিত করেছে বিজেপি। ২৭ বছর ক্ষমতায় থাকার পর টানা সপ্তমবার গুজরাট জয় করল গেরুয়া শিবির। কিন্তু কোন অঙ্কে এই বিশাল জয় পেল বিজেপি?
1/5নরেন্দ্র মোদী: গুজরাট মানেই এককালে ছিল গান্ধীর রাজ্য, এখন তা মোদীর রাজ্য। গুজরাটের এই নির্বাচনের ফল নতুন করে ‘ব্র্যান্ড মোদী’র জনপ্রিয়তা স্থাপিত হল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে গুজরাটে বিপুল জয়ের পর ২০১৭ সালে ধাক্কা পেয়েছিল বিজেপি। তবে ২০১৯ সালে ঘুরে দাঁড়িয়েছিল বিজেপি। আর এবার তো মোদীর প্রচার ঝড়ে বিরোধীরা গুজরাট থেরে প্রায় উড়েই গেল। (AP)
2/5সংগঠন: গুজরাটে বিজেপির শক্তিশালী সংগঠনের ফল এই ১৫৫-র বেশি আসন। ২১ নভেম্বর থেকে মোদী ৩১টি সভা করেছেন গুজরাটে। এই সভা অনুষ্ঠিত করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল দলের সংগঠন। শুধু তাই নয়। গুজরাটে এবার এক কোটি মানুষের সঙ্গে যোগাযোগ করে ইস্তেহার সংক্রান্ত পরামর্শ নিয়েছেন বিজেপির কর্মীরা। (AP)
3/5আম আদমি পার্টি: ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে গুজরাটে কংগ্রেসের ভোট শতাংশ ছিল ৪১.৪৪ শতাংশ। অপরদিকে ২০২২ সালের নির্বাচনে কংগ্রেসের ভোট শতাংশ নেমে হল ২৭ শতাংশ। এদিকে ২০১৭ সালে নির্বাচনে না লড়াই করা আম আদমি পার্টি এবার গুজরাটে ১২ শতাংশ ভোট পেয়েছে। এই আবহে অনেকটাই ভোট শতাংশ বেড়েছে বিজেপিরও। এই কারণে মনে করা হচ্ছে, আম আদমি পার্টির উদয়ে লাভবান হয়েছে বিজেপি। (AP)
4/5মুখ্যমন্ত্রী বদলে ‘ড্যামেজ কন্ট্রোল’: কোভিডের পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে এবং সরকারকে কালিমমুক্ত করতে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সহ গোটা মন্ত্রিসভাকেই বদলে দিয়েছিল বিজেপি। এই ফর্মুলাতে এর আগে উত্তরাখণ্ডেও ক্ষমতা ধরে রেখেছিল বিজেপি। গুজরাটেই সেই ফর্মুলা কাজে দিয়েছে। (AP)
5/5কংগ্রেসের ‘অনুপস্থিতি’: ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে কড়া টক্কর দিয়েছিল কংগ্রেস। তবে এবার গুজরাটে সেভাবে নজরই দেয়নি কংগ্রেস। সেভাবে প্রচারও করা হয়নি এই রাজ্যে। অশোক গেহলটকে দায়িত্ব দেওয়া হলেও রাহুল গান্ধী সাকুল্যে একবার মাত্র গিয়েছিলেন গুজরাটে। এই পরিস্থিতি কংগ্রেস খুবই বাজে ফল করেছে। এবং এর কারণে বড় লাভ পেয়েছে বিজেপি। (AP)