বাংলা নিউজ > ভোটযুদ্ধ > চান্নি যখন ইউপিকে অপমান করছিলেন,তখন মঞ্চে বসে হাততালি দিচ্ছিল গান্ধী পরিবার:মোদী

চান্নি যখন ইউপিকে অপমান করছিলেন,তখন মঞ্চে বসে হাততালি দিচ্ছিল গান্ধী পরিবার:মোদী

নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী. (ANI Photo) ( pixchd 1 )

সমাজবাদী পার্টির বিরুদ্ধেও খড়্গহস্ত হন তিনি। সমাজবাদি পার্টিকে পরিবারতান্ত্রিক পাটি বলে তিনি উল্লেখ করেন।

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে গান্ধী পরিবারকে নিশানা করলেন খোদ নরেন্দ্র মোদী। মোদী বলেন, যখন তাদের মুখ্য়মন্ত্রী উত্তরপ্রদেশের মানুষকে অপমান করছিলেন তখন মঞ্চে বসে হাততালি দিচ্ছিল গান্ধী পরিবার। আর আজ তারা ইউপিতে এসে ভোট চাইতে এসেছেন। ওদের বিরুদ্ধে আপনাদের রক্ষণ গড়ে তুলতে হবে। ফতেপুরের সভা থেকে এভাবেই তোপ দাগেন তিনি। ওই একই ইস্য়ুতে লখিমপুর খেরি থেকেও কংগ্রেসকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত ইউপি বিহারের ভাইয়োদের ঢুকতে দেবেন না, যারা পঞ্জাব শাসন করতে আসে প্রচারে বেরিয়ে কিছুটা এমন মন্তব্যই করেছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

এদিকে মোদী বলেন, পঞ্জাবে প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি দীর্ঘদিন পঞ্জাবে কাজ করেছি। কিন্তু এবার বিজেপির প্রতি মানুষ যেভাবে উৎসাহ দেখাচ্ছেন তা অত্যন্ত আনন্দের। তিন তালাক প্রসঙ্গে তিনি বলেন, যখন আমরা তিল তালাক নিয়ে বিল এনেছিলাম তখন ওরা বিরোধিতা করেছিল। এরা এতটাই স্বার্থপর যে যারা তাদের ভোটে জেতায় তাদের কথাও ভাবে না।তিনি এদিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিন তালাক নিয়ে যখন ভেবেছি তখন ভোটে কী হবে, না হবে সেসব ভাবিনি। সমাজবাদী পার্টির বিরুদ্ধেও খড়্গহস্ত হন তিনি। সমাজবাদি পার্টিকে পরিবারতান্ত্রিক পাটি বলে তিনি উল্লেখ করেন। 

 

ভোটযুদ্ধ খবর

Latest News

পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.