বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Goa Assembly Election Exit poll 2022: গোয়ায় কংগ্রেস-বিজেপি 'টাফ ফাইট'! কী বলছে অ্যাক্সিসের সমীক্ষা?

Goa Assembly Election Exit poll 2022: গোয়ায় কংগ্রেস-বিজেপি 'টাফ ফাইট'! কী বলছে অ্যাক্সিসের সমীক্ষা?

আরব সাগরের তীরের কেন্দ্রশাসিত অঞ্চল গোয়ায় বিধানসভা আসনের সংখ্যা ৪০ টি। সেখানে প্রথমবার বিধানসভার রাজনৈতিক অঙ্কে দাগ কাটার চেষ্টা রয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিকে, গোয়া রাজনীতিতে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে রয়েছে বহু ছোট আঞ্চলিক দল। গোয়া ভোটকে পাখির চোখ করেছে দিল্লির শাসকদল আম আদমি পার্টিও। তবে তারই মাঝে গোয়ার বুকে রাজনীতির মূল লড়াই সম্ভবত বিজেপি বনাম কংগ্রেসের মধ্যেই হতে চলেছে। উল্লেখ্য, ৫ রাজ্যের ভোটে ৭ মার্চ সম্পন্ন হতে চলেছে ভোট পর্ব। আজই উত্তরপ্রদেশে শেষ দফার ভোট। আর ভোট মিটতেই গোটা দেশের নজর ৫ রাজ্যের বিধানসভা ভোটের পাশাপাশি আসবে মণিপুরের ভোটের বুথ ফেরত সমীক্ষা (এক্সিট পোল) এর দিকে থাকছে। তারই মাঝে গোয়া ভোটের সমীকরণ একনজরে।সরকার গড়ার ম্যাজিক ফিগার ২১। গোয়ায়  পোলস্টার্ট, এবিপি সিভোটার, রিপাবলিক সিএনএক্স, মাই অ্যাক্সিস ইন্ডিয়ার উত্তরাখণ্ডের ভোট বুথ ফেরত সমীক্ষা একনজরে। এছাড়াও ৭ মার্চ প্রকাশ্যে আসছে পঞ্জাব, উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোটের বুথ ফেরত সমীক্ষা

অন্য গ্যালারিগুলি