আরব সাগরের তীরের কেন্দ্রশাসিত অঞ্চল গোয়ায় বিধানসভা আসনের সংখ্যা ৪০ টি। সেখানে প্রথমবার বিধানসভার রাজনৈতিক অঙ্কে দাগ কাটার চেষ্টা রয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিকে, গোয়া রাজনীতিতে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে রয়েছে বহু ছোট আঞ্চলিক দল। গোয়া ভোটকে পাখির চোখ করেছে দিল্লির শাসকদল আম আদমি পার্টিও। তবে তারই মাঝে গোয়ার বুকে রাজনীতির মূল লড়াই সম্ভবত বিজেপি বনাম কংগ্রেসের মধ্যেই হতে চলেছে। উল্লেখ্য, ৫ রাজ্যের ভোটে ৭ মার্চ সম্পন্ন হতে চলেছে ভোট পর্ব। আজই উত্তরপ্রদেশে শেষ দফার ভোট। আর ভোট মিটতেই গোটা দেশের নজর ৫ রাজ্যের বিধানসভা ভোটের পাশাপাশি আসবে মণিপুরের ভোটের বুথ ফেরত সমীক্ষা (এক্সিট পোল) এর দিকে থাকছে। তারই মাঝে গোয়া ভোটের সমীকরণ একনজরে।সরকার গড়ার ম্যাজিক ফিগার ২১। গোয়ায় পোলস্টার্ট, এবিপি সিভোটার, রিপাবলিক সিএনএক্স, মাই অ্যাক্সিস ইন্ডিয়ার উত্তরাখণ্ডের ভোট বুথ ফেরত সমীক্ষা একনজরে। এছাড়াও ৭ মার্চ প্রকাশ্যে আসছে পঞ্জাব, উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোটের বুথ ফেরত সমীক্ষা।
1/6গোয়ার ভোটে বুথ ফেরৎ সমীক্ষা জানা যাবে মাই অ্যাক্সিস ইন্ডিয়া, এবিসি সিভোটার, সিএনএক্স, টিভি পোল স্টার্ট এর তরফে। ছবি সৌজন্য- (ANI Photo) (Atish Naik)
2/6 উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা ভোটের নিরিখে গোয়াতে ৮২.৫৬ শতাংশ ভোট পড়েছিল। কংগ্রেস জিতেছিল ১৭ আসনে, আর বিজেপি দখলে রাখে ১৩টি আসন। এরপরও ভোট-গণিতের সমীকরণে শেষ হাসি হাসে বিজেপি। কিছু আঞ্চলিক দল ও নির্দলদের সঙ্গে জোট গড়ে সরকার গড়েছিল বিজেপি। এবার বিজেপির লক্ষ্য জমি পোক্ত করা, একক সংখ্যা গরিষ্ঠতার দিকে এগিয়ে যাওয়া। অন্যদিকে কংগ্রেস মসনদ ছিনিয়ে নিতে মরিয়া। (ANI Photo) (Atish Naik)
3/6 গোয়া বিধানসভার ভোটে এবারের অন্যতম রাজনৈতিক ফ্যাক্টর হিসাবে তৃণমূল কংগ্রেস কতটা উজ্জ্বল হতে পারে সেদিকে নজর রয়েছে সকলের। সেই জায়গা থেকে বুথ ফেরত সমীক্ষার গুরুত্বও রয়েছে অপরিসীম। ANI Photo (Atish Naik)
4/6Republic PMark- গোয়ায় তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে আম আদমি পার্টি হতে পারে কিং মেকার। বলছে রিপাবলিক সিএনএক্সের সমীক্ষা। গোয়াতে এই বছর হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে কংগ্রেস জোট ও বিজেপি জোটের মধ্যে। সেক্ষেত্রে আম আদমি পার্টি বড় ভূমিকা নিতে পারে। (ANI Photo) (Atish Naik)
5/6Republic PMark- রিপাবলিকের সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১৩-১৭ টি আসন ও কংগ্রেসও পেতে পারে ১৩ থেকে ১৭ টি আসন। আম আদমি পেতে পারে ২-৬ টি আসন, তৃণমূল-এমজিপি জোট পেতে পারে ২-৪ টি আসন। (ANI Photo) (Atish Naik)
6/6 Axis My India- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে ৪০ আসনের গোয়াতে কংগ্রেস পেতে পারে ১৫ থেকে ২০ টি আসন। অন্যদিকে বিজেপি পেতে পারে ১৪ থেকে ১৮ টি আসন। ANI Photo (Atish Naik)