বাংলা নিউজ > ভোটযুদ্ধ > 'গোয়াতে সরকার গড়বে বিজেপি!' ফর্মুলা জানিয়ে দিল গেরুয়া শিবির

'গোয়াতে সরকার গড়বে বিজেপি!' ফর্মুলা জানিয়ে দিল গেরুয়া শিবির

গোয়াতে জিতলেন প্রমোদ সাওয়ান্ত। (এএনআই)

কংগ্রেসও একেবারে আদা জল খেয়ে ময়দানে নেমেছিল। ভোট গণনার আগের দিন সাউথ গোায়ার রিসর্টে কংগ্রেস প্রার্থীদের লুকিয়েও রাখা হয়েছিল। তৃণমূলও গোয়া নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল প্রথম থেকেই।

গোয়ায় ক্ষমতার মসনদে কারা বসবেন তা নিয়ে জল্পনার অন্ত ছিল না। কংগ্রেসও একেবারে আদা জল খেয়ে ময়দানে নেমেছিল। ভোট গণনার আগের দিন সাউথ গোায়ার রিসর্টে কংগ্রেস প্রার্থীদের লুকিয়েও রাখা হয়েছিল। তৃণমূলও গোয়া নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল প্রথম থেকেই। তবে নির্বাচনের পরে কিছুটা সুর বদল করা শুরু করে ঘাসফুল শিবির। তবে শেষ পর্যন্ত গোয়াতে সরকার গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। আর কোন ফর্মুলায় সরকার গোয়ায় সরকার গড়বে বিজেপি সেটাও জানিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এবারের বিজয়ী বিজেপি প্রার্থী প্রমোদ সাওয়ান্ত। একের পর এক আসন বিজেপি দখল করতেই সরকার গড়ার সমীকরণ জানিয়ে দিলেন প্রমোদ সাওয়ান্ত।

কী সেই বিশেষ ফর্মুলা? প্রমোদ জানিয়েছেন, ‘বিজেপিই গোয়াতে সরকার গড়বে। আমরা এমজিপি ও নির্দল প্রার্থীদের আমাদের সঙ্গে নেব।’ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা বিজেপি নেতা প্রমোদ সাওয়ান্ত। তবে এমজিপির সঙ্গে বিজেপির গতবারে জোট ছিল। তবে এবার তৃণমূলের ঘনিষ্ট হয়ে উঠেছিল এমজেপি। সেক্ষেত্রে ভোটের ফলাফল বের হওয়ার পরে এমজেপি কাদের সঙ্গে থাকবে তানিয়ে বড় প্রশ্ন উঠছে।

এদিকে ভোট গণনার সর্বশেষ ফলাফল অনুসারে দেখা যাচ্ছে ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় ১৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্য়দিকে কংগ্রেস এগিয়ে রয়েছে ১১টি আসনে।আম আদমি পার্টি ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এগিয়ে রয়েছে একটি করে আসনে। 

 

ভোটযুদ্ধ খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.