বাংলা নিউজ > ভোটযুদ্ধ > আসন দূরের কথা, গোয়ায় ৬ শতাংশ ভোটও জোটেনি, খালি হাতেই ফিরছে TMC

আসন দূরের কথা, গোয়ায় ৬ শতাংশ ভোটও জোটেনি, খালি হাতেই ফিরছে TMC

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

বিজেপি বার বার দাবি করত, তৃণমূল গোয়ায় বহিরাগত। গোয়ায় বেড়াতে যাচ্ছিল তৃণমূল। দাবি করেছিল বিজেপি।

গোয়া দখলকে পাখির চোখ করে ঝাঁপিয়েছিল তৃণমূল। বিজেপির কাছেও গোয়া ছিল এবার মর্যাদার লড়াই। আর ভোটের ফলাফল ঘোষণা হতেই দেখা গেল তৃণমূলের স্বপ্ন কার্যত ভেঙে চুড়মার। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় গোয়া নিয়ে যে দাবি করেছিলেন তার ধারেকাছেও যেতে পারেনি তৃণমূল। এমনকী যাদের নিয়ে ভোটে নেমেছিল তৃণমূল সেই এমজিপিও দুটি আসন দখল করে বিজেপির হাত ধরার উদ্যোগ নিচ্ছে। এমনটাই দাবি বিজেপির। আর সব মিলিয়ে খালি হাতেই সাগরপাড় থেকে ফিরতে হচ্ছে তৃণমূলকে। এতদিন বিজেপি বার বার দাবি করত, তৃণমূল গোয়ায় বহিরাগত। গোয়ায় বেড়াতে যাচ্ছিল তৃণমূল। দাবি করেছিল বিজেপি। কিন্তু গোয়া থেকে একেবারে খালি সুটকেশ নিয়েই ফিরছে তৃণমূল।

আসনের নিরিখে বিজেপি পেয়েছে বিজেপি পেয়েছে ২০টি আসন, কংগ্রেস ও তার সহযোগী ১২টি আসন, তৃণমূলের মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ২টি আসন, তৃণমূল-০ আপ-২টি আসন, রেভলিউশনারি গোয়ান পার্টি-১টি, নির্দল-৩টি আসন পেয়েছে।

ভোট শতাংশে নিরিখে দেখা যাচ্ছে বিজেপি ৩৩.৩১ শতাংশ ভোট পেয়েছে। কংগ্রেস পেয়েছে ২৩.৪৬ শতাংশ ভোট। এমজিপি পেয়েছে ৭.৬০ শতাংশ ভোট। তৃণমূল একটি আসনও পায়নি। তাদের ভোট শতাংশ ৫.২১ শতাংশ ভোট। গোয়া ফরওয়ার্ড পার্টি পেয়েছে ১.৮৪ শতাংশ ভোট। এনসিপি ১.১৪ শতাংশ ও শিবসেনা ০.১৮ শতাংশ ভোট। রেভলিউশনারি গোয়ান পার্টি ও নির্দল মিলিয়ে ১৯.৩৭ শতাংশ ভোট। আর নোটায় ভোট গিয়েছে ১.১২ শতাংশ ভোট।

 

বন্ধ করুন