বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Election Early Trend: গোয়া-উত্তরাখণ্ডে জোরদার লড়াইয়ে কংগ্রেস! পঞ্জাবের ভোট গণিত কী বলছে? প্রাথমিক ট্রেন্ড একনজরে

Election Early Trend: গোয়া-উত্তরাখণ্ডে জোরদার লড়াইয়ে কংগ্রেস! পঞ্জাবের ভোট গণিত কী বলছে? প্রাথমিক ট্রেন্ড একনজরে

কংগ্রেসের দ্রুত গমন তিন বিঝানসভা ভোটের ফলাফলে। (HT_PRINT)

এদিকে, উত্তরাখণ্ডের ভোট অঙ্কে আলাদা করে ছাপ রেখেছে কংগ্রেস। অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে তারা। সকাল থেকেই কংগ্রেসের হরিশ রাওয়াতের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে। তাঁর দাবি, কংগ্রেস সেখানে ৪৮ টি আসন জিতবে। অন্যদিকে, গোয়ায় কার্যত 'খেলা' ঘোরাতে শুরু করেছে তৃণমূল জোট।

ভোট গণনা শরু হওয়ার পর কেটে গিয়েছে ১ ঘণ্টা। আর ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল গণনার প্রথম এক ঘণ্টার ট্রেন্ডে কার্যত জোরদার লড়াইয়ের বার্তা দিয়েছে কংগ্রেস। প্রাথমিক ট্রেন্ডে ১১৭ আসনের পঞ্জাব বিধানসভা নির্বাচনে ৩২ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ৪০ আসনের গোয়াতে ১৭ আসনে এগিয়ে কংগ্রেস, যেখানে বিজেপির দখলে রয়েছে ১৪ আসন। অন্যদিকে, ৭০ আসনের উত্তরাখণ্ডে বিজেপি এগিয়ে ১২ টিতে ১৩ আসনে দখল রেখেছে কংগ্রেস।

প্রসঙ্গত, বুথ ফেরত সমীক্ষার অঙ্ক অনুযায়ী, আগেই ভবিষ্যদ্বাণী ছিল যে পঞ্জাবে কংগ্রেসকে মাত দিতে পারে আম আদমি পার্টি। সেই ফর্মুলা কার্যত বাস্তব করে সকাল থেকেই পঞ্জাবে কংগ্রেসকে ছাপিয়ে এগিয়ে রয়েছেন আম আদমি পার্টির একাধিক প্রার্থী। শুধু তাই নয়, প্রাক্তন কংগ্রেস নেতা তথা লোককংগ্রেস প্রধান অমরিন্দর সিংকেও পাতিয়ালায় মাত দিয়েছেন আপ প্রার্থী। এদিকে, উত্তরাখণ্ডের ভোট অঙ্কে আলাদা করে ছাপ রেখেছে কংগ্রেস। অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে তারা। সকাল থেকেই কংগ্রেসের হরিশ রাওয়াতের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে। তাঁর দাবি, কংগ্রেস সেখানে ৪৮ টি আসন জিতবে। অন্যদিকে, গোয়ায় কার্যত 'খেলা' ঘোরাতে শুরু করেছে তৃণমূল জোট। অন্যদিকে, তাবড় দাপটে এগিয়ে চলছে কংগ্রেস। সেই জায়গা থেকে প্রাথমিক ট্রেন্ডে একমাত্র উত্তরপ্রদেশ ঘিরেই বিজেপি নিশ্চিন্ত হতে পারছে।

প্রাথমিক ট্রেন্ডের নিরিখে যদি ২০১৭ সালে এই তিন রাজ্যের পরিস্থিতি দেখা যায়, তাহলে লক্ষ্য করা যাবে, ২০১৭ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচনে অমরিন্দরের নেতৃত্বের তৎকালীন কংগ্রেস পেয়েছিল ৭৭ টি আসন। আপ পেয়েছিল ২০ আসন। শিরোমণি অকালি দল পেয়েছিল ১৫ আসন, বিজেপির দখলে ছিল ৩ আসন। ২০১৭ সালে উত্তরাখণ্ড বিধানসভা ভোটে ৭০ আসনের মধ্যে ৫৭ টি আসনে বিজেপি জিতেছিল। কংগ্রেস পেয়েছিল ১১ আসন। উল্লেখ্য, ৪০ আসনের গোয়া বিধানসভা ভোটে, ১৭ টিতে কংগ্রেস দখল রেখেছিল, বিজেপি পেয়েছিল ১৩ আসন। গোয়া ফরোয়ার্ড পার্টি দখলে রাখে ৩ টি আসন। তবে সেবার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে এলেও, গোয়ায় সরকার গড়তে পারেনি কংগ্রেস। তবে এবার হাত শিবিরের 'ফিঙ্গার ক্রসড'। তিন রাজ্যের ভোট গণিতে নজর একাধিক মহলের।

বন্ধ করুন