নির্বাচন ঘিরে সরগরম গুজরাট। এবার বিজেপির বিরুদ্ধে সরব হয়ে সেখানে রাজনৈতিক পারদ চড়াল কংগ্রেস। বিজেপির প্রচারে সদ্য ভাইরাল হয়েছে এক ছোট্ট মেয়ের ভিডিয়ো। যাকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এই ভিডিয়ো ঘিরে 'অপব্যবহার' অভিযোগে সরব কংগ্রেস।
ছোট্ট শিশুকে দিয়ে রাজনৈতিক প্রচার করানোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এবার শিশু সুরক্ষা কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা শ্রীনাতে এই বিষয়ে এনসিপিসিআর-এর দ্বারস্থ হয়েছেন। যে ভিডিয়ো নিয়ে এই তুমুল উত্তেজনা, সেখানে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদীর সঙ্গে একটি ভিডিয়োতে সেই ছোট্ট মেয়েটি গুজরাতের সরকারের ভালো কাজ নিয়ে বক্তব্য রাখছে। অন্যদিকে, তার গলায় বিজেপির দলীয় উত্তরীয় রয়েছে। যা নিয়ে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, ছোট্ট মেয়েটিকে দিয়ে রজনৈতিক স্বার্থে তার ‘অপব্যবহার’ করছে বিজেপি। প্রিয়াঙ্কা শ্রীনাতে বলেন, ‘গুজরাটে প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী প্রচারে শিশুদের অপব্যবহারের বিরুদ্ধে আমরা NCPCR-এর প্রিয়াঙ্ক কানুনগোর কাছে অভিযোগ দায়ের করেছি।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনী বিধিভঙ্গের একটি কপিও জমা করা হয়েছে। মিস্টার কানুনগো.. আপনি অনেকদিন ধরে বেশ চুপচাপ রয়েছেন।’
এছাড়াও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্ক কানুনগো অভিযোগ তুলেছেন যে এনসিপিআরের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো ‘শাখা’ সদস্য। তিনিও আরএসএস থেকে এসেছেন বলে অভিযোগ সুর চড়া করেন প্রিয়াঙ্কা শ্রীনাতে। কংগ্রেস নেত্রী টুইটে লেখেন, নাবালক শিশুর গান গাওয়া এবং বিজেপির পক্ষে প্রচারণার ভিডিওটি সমর্থন করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। কংগ্রেসের নেত্রী শ্রীনাতের দাবি, এর ফলে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে, উল্লিখিত ভিডিওটিতে নাবালক শিশুটি নরেন্দ্র মোদীর বিজেপির নির্বাচনী প্রচারে ব্যবহার করা হচ্ছে। এরপর এনসিপিএর কোন পথে পদক্ষেপ নেয় সেদিকে, তাকিয়ে কংগ্রেস। প্রসঙ্গত, আগামী ১ ও ৫ ডিসেম্বর গুজরাটে রয়েছে ভোট।