গুজরাট বিধানসভা নির্বাচন ২০২২ সালের ভোট গ্রহণের দ্বিতীয় পর্ব সমাপ্ত হতেই এক্সিট পোলে উঠে আসে সেরাজ্যের রাজনৈতিক মানচিত্র ঘিরে কিছু আভাস। একাধিক এক্সিট পোলে দাবি করা হচ্ছে, ফের একবার গেরুয়া নিশান দাপট দেখাতে চলেছে গুজরাটে। ফলে এক্সিট পোলের খতিয়ান অনুযায়ী সপ্তমবারের জন্য গুজরাটে সরকার গড়ার সম্ভাবনা রয়েছে বিজেপির। এক্সিট পোলের পরিসংখ্যান নিয়ে মুখ খোলেন গুজরাটে বিজেপির পার্টি প্রধান সিআর পাটিল।
উল্লেখ্য, ভোটের আগে বহু সমীক্ষা রিপোর্ট দাবি করেছে, গুজরাটে বিধানসভা ভোটে কংগ্রেস শিবিরের ভোটব্যাঙ্কে থাবা কষাতে পারে আম আদমি পার্টি। যার জেরে বিজেপির পথ অনেকটাই মসৃণ হতে পারে। এদিকে, ভোটের পর এক্সিট পোলে দেখা যাচ্ছে বড় অঙ্কের আসন সঙ্গে নিয়ে গুজরাটে ফের একবার মসনদে আসতে চলেছে বিজেপি। গুজরাটে বিজেপি প্রধান সি আর পাটিল বলছেন, 'গুজরাটে বিজেপি সরকার গড়বে রেকর্ড মার্জিনের আসন নিয়ে।'
গুজরাট বিধানসভা নির্বাচনের এক্সিট পোল একনজরে:
গুজরাট বিধানসভা নির্বাচনের এক্সিট পোলে টিভি ৯ এর সমীক্ষা বলছে, ১৮২ আসনের গুজরাট বিধানসভা নির্বাচনে ১২৫ থেকে ১৩০ টি আসন পাবে বিজেপি। কংগ্রেস পাবে ৩০ থেকে ৪০ টি আসন। আম আদমি পার্টি জিততে পারে ৩ থেকে ৫ টি আসন। এবিপি সি ভোটারের সমীক্ষা বলছে, গুডরাটে ৪৩ শতাংশ ভোট বিজেপির ঝুলিতে যেতে পারে। কংগ্রেস ৩৭ শতাংশ ভোট পেতে পারে। আপ পেতে পারে ১৭ শতাংশ ভোট। এবিপি- সিভোটারের সমীক্ষা অনুযায়ী গুজরাটে বিজেপি ১২৮ থেকে ১৪০ টি আসন পেতে পারে। কংগ্রেস ৩১ থকে ৪৩, আপ ৩ থেতে ১১। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই মিডিয়ার সমীক্ষা বলছে, বিজেপি গুজরাটে ১২৯ থএকে ১৫১ টি আসনে দখল রাখতে পারে। কংগ্রেস ১৬ থেকে ৩০ টি, আপ ৯ থেকে ২১ টি আসন দখলে রাখতে পারে।
গুজরাটের ম্যাজিক ফিগার
সরকার গড়তে গেলে গুজরাটে সংখ্যাগরিষ্ঠ দলকে পার করতে হবে ম্যাজিক ফিগার। গুজরাট বিধানসভা নির্বাচনের নিরিখে সেই সংখ্যাটি হল ৯২ টি আসন। এক্সিট পোলে দেখা যাচ্ছে সেই সংখ্যা ছাপিয়ে গুজরাটে গেরুয়া ঝড় তুলতে চলেছে বিজেপি।