বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Gujarat Assembly Election:'কেউ আমায় রাক্ষস বলছেন, কেউ আরশোলা বলছেন', মোদী ফুঁসে উঠলেন 'রাবণ' মন্তব্য বিতর্কে

Gujarat Assembly Election:'কেউ আমায় রাক্ষস বলছেন, কেউ আরশোলা বলছেন', মোদী ফুঁসে উঠলেন 'রাবণ' মন্তব্য বিতর্কে

গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে মোদী (ANI Photo) (ANI)

বিজেপির সভা থেকে নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস নেতাদের মধ্যে ‘প্রতিযোগিতা চলছে যে, কে মোদীকে সবচেয়ে বেশি কুকথা শোনাতে পারেন, কে বেশি ধারালো আক্রমণ করতে পারেন।’ উল্লেখ্য, কংগ্রেস নেতা মধুসূদন মিস্ত্রি বলেন, মোদীকে ‘অউকাত’(নিজের জায়গা) দেখাবে গুজরাটের ভোট। এছাড়াও রাবণের সঙ্গে নরেন্দ্র মোদীকে তুলনা করে একটি মন্তব্য সদ্য করেছেন মল্লিকার্জুন খার্গে।

হাইভোল্টেজ গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ চলেছে ১ ডিসেম্বর। আর সেই দিনই গুজরাটের কালোলে বিজেপির সভা থেকে কংগ্রেসকে ফের একবার একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ‘রাবণ’ মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক। সেই প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদী বলেন, ‘কংগ্রেস কোনও দিনওই বিশ্বাস করেনি শ্রীরামে।’

গুজরাটের কলোলে ভোটগ্রহণ ৫ ডিসেম্বর। দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ সেখানে হতে চলেছে। সেখানে বিজেপির সভা থেকে নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস নেতাদের মধ্যে ‘প্রতিযোগিতা চলছে যে, কে মোদীকে সবচেয়ে বেশি কুকথা শোনাতে পারেন, কে বেশি ধারালো আক্রমণ করতে পারেন।’ উল্লেখ্য, কংগ্রেস নেতা মধুসূদন মিস্ত্রি বলেন, মোদীকে ‘অউকাত’(নিজের জায়গা) দেখাবে গুজরাটের ভোট। এছাড়াও রাবণের সঙ্গে নরেন্দ্র মোদীকে তুলনা করে একটি মন্তব্য সদ্য করেছেন মল্লিকার্জুন খার্গে। সেই প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, ‘ শ্রদ্ধেয় খারগেজি আমায় রাবণের সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ রাক্ষক বলছেন, কেউ আরশোলা বলছেন আমায়।’ এরপর মোদী বলেন, ‘যাঁরা কখনও শ্রীরামে বিশ্বাস করেননি, তাঁরা রামায়ণ থেকে রাবণকে তুলে আনছেন। আর আমার অবাক লাগছে, তাঁরা তা নিয়ে দুঃখিত নন। এমন কিছু শব্দ আমার সম্পর্কে ব্যবহারের পর তাঁরা ভুলেও গিয়েছেন ক্ষমা চাইতে।’ 

প্রসঙ্গত, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে সদ্য গুজরাটে বিধানসভা ভোটে প্রচারের সময় বলেন, সমস্ত ভোটেই কি বিজেপি মোদীর মুখরে ব্যবহার করবে? কর্পোরেশনের ভোট থেকে সাংসদ নির্বাচন বিধায়ক নির্বাচনে মোদীর মুখ ব্যবহার করছে বিজেপি, বলে আক্রমণ শানান খার্গে। তিনি বলেন, যেন ‘কারোর দিকে তাকাবেন না শুধু দেখুন মোদীকে!’ এরপরই খার্গে বলেছেন, 'মোদীর কি ১০০ টা মুখ আছে বারণের মতো?এটা কী হচ্ছে?'এই নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন নরেন্দ্র মোদী। সেই ইস্যুতে একাধিক বিষয়ে কথা বলে ক্ষোভ জাহির করে দেন নরেন্দ্র মোদী। সব মিলিয়ে আপাতত গুজরাট বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে। 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন