২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুজরাটের ২৬টির সবকটি আ... more
২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুজরাটের ২৬টির সবকটি আসনেই জিতেছিল বিজেপি। সেই নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ৬২.২১ শতাংশ। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে যাবতীয় রেকর্ড ভাঙা বিজেপি অবশ্য ২০১৯ সালের সেই ভোট শতাংশের কাছাকাছিও পৌঁছতে পারল না।
1/5২০২২ সালের বিধানসভা নির্বাচনে গুজরাটে ১৫৬টি আসনে জয় পেয়েছে বিজেপি। মোট ৫২.৫ শতাংশ ভোট পেয়েছে গেরুয়া শিবির। এদিকে কংগ্রেস পেয়েছে ২৭.৩ শতাংশ ভোট। এদিকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৩২ শতাংশ ভোট। (PTI)
2/5এদিকে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের তুলনা করলে এবার বেশি ভোট পেয়েছে বিজেপি। ২০১৭ সালের নির্বাচনে বিজেপি গুজরাটে ৪৯.০৫ শতাংশ ভোট পেয়েছিল। সেবারে বিজেপির ঝুলিতে এসেছিল ৯৯টি আসন। অপরদিকে সেবার কংগ্রেস পেয়েছিল ৪১.৪৪ শতাংশ। (PTI)
3/5এদিকে গুজরাটে বিজেপি এবার আসনের নিরিখে সর্বকালের রেকর্ড ভেঙেছে বিজেপি। ১৯৮৫ সালে গুজরাটে মাধবসিংহ সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস ১৪৯টি আসনে জয় লাভ করেছিল। তবে এবার বিজেপি সেই রেকর্ডও ভেঙে ১৫৬টি আসনে জিতেছে। (PTI)
4/5এতদিন পর্যন্ত গুজরাটে বিজেপি-র সর্বাধিক আসন সংখ্যা ছিল ১২৭। ২০০২ সালে গুজরাট দাঙ্গার ঠিক পরই অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ১২৭টি আসনে জিতে সরকার গড়েছিলেন নরেন্দ্র মোদী। আজ বিজেপির সেই দলগত রেকর্ডও ভাঙল। (PTI)
5/5এদিকে বিগত ২৭ বছর ধরে বিজেপি সরকারে রয়েছে গুজরাটে। এই নির্বাচনে জয়ের ফলে গুজরাটে ৩২ বছর ধরে ক্ষমতায় থাকা নিশ্চিত করেছে বিজেপি। ভারতে একটানা ৩৪ বছর সরকার চালানোর রেকর্ড ছিল বাংলায় বামেদের। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনেও যদি বিজেপি জিততে পারে, তাহলে বাংলার রেকর্ড ভেঙে দিতে পারবে গুজরাট। (PTI)