বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Gujarat Assembly Election Result: আদিবাসী এলাকায় BJP'র জয়জয়কার, কারণটা কী?

Gujarat Assembly Election Result: আদিবাসী এলাকায় BJP'র জয়জয়কার, কারণটা কী?

গুজরাট ভোটে বিজেপির জয়জয়কার। (PTI Photo) (PTI)

এবার গুজরাট ভোটের আগে আদবাসীদের মন জয়ে কার্যত ঝাঁপিয়ে পড়়েছিল বিজেপি। মোদী ম্যাজিকও কাজ করে আদিবাসী এলাকায়। শুরু হয়েছিল গৌরব যাত্রা।

মেলভিন থমাস

গুজরাটের আদিবাসী অধ্য়ুষিত এলাকায় বড় জয় পেল বিজেপি। দক্ষিণ গুজরাটের আদিবাসী অধ্যুষিত এলাকায় বিজেপি একাধিক আসনে এগিয়ে রয়েছে। সুরাট, তাপি, ভারুচ জেলায় যথেষ্ট এগিয়ে রয়েছে বিজেপি।

পূর্ব গুজরাটে গোটা দেশের অন্তত ৮.১ শতাংশ তফশিলি জাতিভুক্ত মানুষরা থাকেন। আর সেখানেও চওড়া হাসি গেরুয়া শিবিরে। ২০১১এর জনগণনা অনুসারে গুজরাটের আদিবাসীর জনসংখ্যা প্রায় ৮৯.১৭ লাখ। অর্থাৎ মোট জনসংখ্যার ১৫ শতাংশ আদিবাসী জনসংখ্যা। এই আদিবাসী মানুষরা রাজ্যের ১৪টি পূর্বাঞ্চলীয় জেলায় ও ৪৮টি তালুকে ছড়িয়ে রয়েছেন।

পরিসংখ্যান বলছে সেই ২০০২ সাল থেকে পূর্ব গুজরাটে পা ফেলতে চাইছিল বিজেপি। কংগ্রেসেরই এখানে আধিপত্য ছিল এতদিন। ২০১৭সালে গুজরাটের ২৭টি এসটি সংরক্ষিত আসনের মধ্যে ১৫টিতে জয় পেয়েছিল কংগ্রেস। ৮টি আসনে জয় পেয়েছিল বিজেপি। ভারতীয় ট্রাইবাল পার্টি দুটি আসন পেয়েছিল। একজন নির্দল প্রার্থী পেয়েছিলেন ১টি আসন।

এদিকে এবার গুজরাট ভোটের আগে আদবাসীদের মন জয়ে কার্যত ঝাঁপিয়ে পড়়েছিল বিজেপি। মোদী ম্যাজিকও কাজ করে আদিবাসী এলাকায়। শুরু হয়েছিল গৌরব যাত্রা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার আদিবাসী এলাকায় ভোট কাটাকুটির খেলায় পেছনে পড়ে গিয়েছে কংগ্রেস। একাধিক আসনে মনে করা হচ্ছে আপ কংগ্রেসের প্রচুর ভোটে ভাগ বসিয়েছে। আর তার জেরে এগিয়ে গিয়েছে বিজেপি। একাধিক আদিবাসী এলাকায় দেখা যাচ্ছে একেবারে সরাসরি বিজেপি ও আপের মধ্য়ে লড়াই হচ্ছে।

রাজনৈতিক বিশেষজ্ঞ ঘনশ্যাম শাহ জানিয়েছেন, কংগ্রেসের পরাজয়ের একটা বড় কারণ আপ। আপ সহ অন্যান্য পার্টি ভোট কংগ্রেসের ভোট কেটেছে। যার জেরে এগিয়ে গিয়েছে বিজেপি। একাধিক ট্রাইবাল আসনে আপ কংগ্রেসের ভোটে ভাগ বসিয়েছে। যার জেরে জয় পেয়ে গিয়েছে বিজেপি। তাছাড়া একাধিক কংগ্রেসের ট্রাইবাল নেতা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন।

একটু পেছন ফিরলে দেখা যায় ৯০ এর দশকের শেষ দিকে স্বামী অসীমানন্দ আদিবাসী এলাকায় হিন্দুত্ব ভোটকে এককাট্টা করার চেষ্টা করেন। আর প্রশ্নাতীতভাবে নরেন্দ্র মোদী অত্যন্ত দক্ষতার সঙ্গে আদিবাসী ভোট ব্যাঙ্ককে নিজেদের অনুকূলে আনতে যথেষ্ট সচেষ্ট হয়েছিলেন। সমবায় ও ডায়েরি সংক্রান্ত একাধিক স্কিম আদিবাসীদের মন জয়ে সক্ষম হয়েছিল। আর তার ফলও মিলেছে এবার হাতে নাতে।

 

ভোটযুদ্ধ খবর

Latest News

চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার হচ্ছে, কমিশনে অভিযোগ জানাল সিপিএম মহিলাকে মারধর, নিজেকে মানসিক রোগী দাবি করেও মিলল না জামিন,আদালতেই অসুস্থ স্লেটার মধ্যপ্রাচ্যের অশান্তির প্রভাব কি পড়বে ভারতের রফতানির ওপর? চিন্তায় বাণিজ্য মহল আসছে হনুমান জয়ন্তী, কোন বিশেষ জিনিস নিবেদনে করবেন, জেনে নিন দরজা যখন ভাঙা হল, তখন সব শেষ! অকালেই চলে গেলেন তরুণ পরিচালক হিরণ একটি কারণের জন্য আজও সিঙ্গেল মিমি, ‘আলাপ’-এর প্রচারে এসে মনের কথা ফাঁস নায়িকার ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ ভারতই মেরেছে সরবজিতের হত্যাকারী ডনকে, 'প্যাটার্ন' তুলে ধরে দাবি পাকিস্তানের হাসি ভরা মুখে, হাতে ভর্তি শপিং ব্যাগ, হানিমুনে অনুপম-পত্নী প্রশ্মিতা? গেলেন কোথা 'ধর্মের নামে ভোট…',নির্বাচনী লড়াই থেকে মোদীকে নিষিদ্ধ করার দাবিতে আবেদন আদালতে

Latest IPL News

ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ একদিনের ব্যবধানে ম্যাচ, তার উপর গরম, বদলাবে KKR-এর একাদশ? বাটলার ফিরবেন RR দলে? 'MI ম্যাচে টসে কীভাবে কারচুপি হয়, দেখালেন ফ্যাফ, হতবাক কামিন্স', আগুনে পড়ল ঘি আমি গিয়ে ফ্যাফকে বলি..মানসিক,শারীরিকভাবে ফিট হতে আইপিএল থেকে বিরতি ম্যাক্সওয়েলের ১০৮ মিটারের বিশাল ছক্কা কার্তিকের, চোখ কপালে তুললেন কামিন্স, হল রেকর্ডও- ভিডিয়ো চোখে মুখে রাগ,অভিমান, যন্ত্রণা স্পষ্ট,টানা পাঁচ ম্যাচ হারের পর হতাশ বিরাট-ভিডিয়ো RCB vs SRH: যদি ব্যাটার হতাম- ম্যাচ জেতার পরেও আফসোসের সুর কামিন্সের গলায় টানা হার আত্মবিশ্বাসে ধাক্কা দেয়-দলের মানসিক চাপের কথা স্বীকার করলেন RCB অধিনায়ক IPL-এর দ্বিতীয় ইনিংসে ব্যাট করে সর্বনিম্ন এবং সর্বোচ্চ রানের নজিরের মালিক RCB-ই গত বছরও বিশ্বাস করতে পারতাম না, আমি এই জায়গায় থাকব- T20 WC-এর প্রসঙ্গে রিয়ান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.