বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Gujarat Election Dates: গুজরাটে দুই দফায় অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন, ঘোষণা করা হল দিনক্ষণ

Gujarat Election Dates: গুজরাটে দুই দফায় অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন, ঘোষণা করা হল দিনক্ষণ

ইভিএম (প্রতীকী ছবি) (HT_PRINT)

আজ দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার জানান, গুজরাটে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বহু প্রতিক্ষার পর আজ ঘোষণা করা হল গুজরাট বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। আজ দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার জানান, গুজরাটে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মুখ্য নির্বাচক কমিশনার রাজীব কুমার জানান, গুজরাটে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। দ্বিতীয় দফায় নির্বাচন হবে ৫ ডিসেম্বর। ভোট গণনা ৮ ডিসেম্বর। সেদিনই ভোটগণনা হবে হিমাচল নির্বাচনেরও। 

প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে গুজরাটে টানা ক্ষমতায় রয়েছে বিজেপি। ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভা নির্বাচনে ২০১৭ সালে অবশ্য খুব সংখ্যক আসনের ব্যবধানে জয়ী হয়েছিল বিজেপি। ২০১৭ সালে ৪৭ শতাংশ ভোট পেলেও বিজেপির আসন সংখ্যা ছিল ৯৯। কংগ্রেস সেখানে জিতেছিল ৭৭টি আসন। তবে এবারের নির্বাচনে আম আদমি পার্টি যেভাবে ঝাঁপিয়েছে, তাতে ত্রিমুখী নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে গুজরাটে। গত একবছরে যেখানে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী ১২ বার গুজরাটে গিয়েছেন, সেখানে অরবিন্দ কেজরিওয়াল ২০ বার গুজরাটে পা রেখেছেন সাম্প্রতিককালে। তবে রাহুল গান্ধী গুজরাটে গিয়েছেন মাত্র ৩ বার। 

এদিকে আজ নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনের আগেই গুজরাটের গান্ধীনগরে বিজেপির কোর কমিটির বৈঠক বসে। বৈঠকের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্য বিজেপির সভাপতি। আজকের বৈঠকে মূলত ১৩টি জেলার ৪৭টি আসনের প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা যাচ্ছে। রাজকোট, মৌরবি নিয়েও আলোচনা হচ্ছে আজকের বৈঠকেই। জানা গিয়েছে, প্রার্থী বাছাইয়ের জন্য প্রাথমিক তালিকা আজ তৈরি হবে। পরে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি সেই নামগুলিকে স্বীকৃতি দেবে।

অপরদিকে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনের কয়েক মিনিট আগেই এক টুইট করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে টুইট করে কংগ্রেসের ৮টি ‘সংকল্পে’র ঘোষণা করেন। এলপিজি সিলিন্ডার মিলবে মাত্র ৫০০ টাকায়। তাছাড়া ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে মিলবে। ১০ লাক টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন গুজরাটবাসী। এদিকে কৃষকদের ৩ লাখ টাকার ঋণ মাফ করা হবে। এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করা হবে। ৩ হাজার সরকারি ইংরেজি মাধ্যমের স্কুল তৈরি করা হবে। এছাড়া সমবায় সমিতিতিতে দুধে ৫ টাকা ভর্তুকি দেওয়া হবে। এবং সর্বশেষ, কোভিডে মৃত ৩ লাখ গুজরাটবাসীর পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।  

ভোটযুদ্ধ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.