হর্ষিত সওয়ারবাল
দোরগোড়ায় গুজরাট ভোট। দাপিয়ে প্রচার করছে রাজনৈতিক দলগুলিও। দফায় দফায় প্রচারে আসছেন মোদী-শাহ। আর এবার নরেন্দ্র মোদীর প্রচার নিয়েই তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট। তাঁর মতে গুজরাটের প্রতি রাস্তায় মিটিং করছেন মোদী।
গেহলট জানিয়েছেন, বিজেপি রাজ্য়ের জন্য় কিছু করেনি। মৌরবি দুর্ঘটনায় ১৩৫জন মারা গেলেন। অথচ এনিয়ে কোনও তদন্ত হল না।
আর গুজরাট জুড়ে মোদীর লাগাতার প্রচার নিয়ে গেহলট বলেন, যখন তার নামই যথেষ্ট তখন তিনি কেন এতবার প্রচারে আসছেন গুজরাটে। আসলে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। আমি শুনেছি যে বিজেপির মধ্যে ৩০-৩৫জন বিদ্রোহী রয়েছেন। দলের মধ্যে ক্ষোভের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে।
গুজরাটে এবার প্রতিষ্ঠান বিরোধিতার ভোট হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, নরেন্দ্র মোদী ও অমিত শাহের এত প্রচার সত্ত্বেও এবার গুজরাটের ভোটের ফলাফল চমকপ্রদ হবে।
কার্যত জমে উঠেছে ভোটের ময়দান।দুটি পর্বে ভোট হবে গুজরাটে। ১ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর। ৮ ডিসেম্বর ভোট গণনা হবে গুজরাটে। হিমাচল প্রদেশেও সেদিন ভোট গণনা করা হবে।