বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Gujarat Election Result: গুজরাটে রেকর্ড জয়ের পরই মোদীর গলায় ‘২০০২’
বিজেপির সদর দফতরে নরেন্দ্র মোদী (PTI)

Gujarat Election Result: গুজরাটে রেকর্ড জয়ের পরই মোদীর গলায় ‘২০০২’

১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভা নির্বাচনে এবারও জয়ী বিজেপি। আড়াই দশকেরও বেশি সময় পর আজও সেই রাজ্যে অব্যাহত মোদী ম্যাজিকই।

বিগত ২৭ বছর ধরে গুজরাটে টানা ক্ষমতায় থেকেছ বিজেপি। ১৯৯৫ সাল থেকে গুজরাটে টানা ক্ষমতায় রয়েছে বিজেপি। ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভা নির্বাচনে এবারও জয়ী বিজেপি। আড়াই দশকেরও বেশি সময় পর আজও সেই রাজ্যে অব্যাহত মোদী ম্যাজিকই। তারই প্রতিফলন দেখা যাচ্ছে গুজরাটের ভোটবাক্সে। প্রাথমিক ট্রেন্ডে ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে বিজেপি। শেষ পর্যন্ত কত ব্যবধানে বিজেপি জেতে সেটাই দেখার। গত একবছরে যেখানে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী ১২ বার গুজরাটে গিয়েছেন, সেখানে অরবিন্দ কেজরিওয়াল ২০ বার গুজরাটে পা রেখেছেন সাম্প্রতিককালে। তবে রাহুল গান্ধী গুজরাটে গিয়েছেন মাত্র ৩ বার। এই আবহে মোদী ম্যাজিক যে গুজরাটে এখনও বজায় রয়েছে তা দেখা যাচ্ছে ফলাফলে।

08 Dec 2022, 07:55:17 PM IST

মোদীর কণ্ঠে ‘২০০২’

নরেন্দ্র মোদী: ২০০২ সালের পর আমার ধজ্জিয়া ওড়ানো হয়েছিল। কেউ নিরপেক্ষ হয় না। অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। আজকে গুজরাটের ফলাফলের পর আরও সমালোচনা করা হবে বিজপির।

08 Dec 2022, 07:53:15 PM IST

মোদীর কণ্ঠে চরৈবেতি মন্ত্র

কয়েকদিন আগে সুন্দরবন থেকে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় এক ফেসবুক পেস্টে নিজের চরৈবেতি মন্ত্র বাতলে দিয়েছিলেন। আজ গুজরাট জয়ের পর মোদীর গলায় চরৈবেতি মন্ত্র। তিনি আজও কংগ্রেসের পরিবারতন্ত্র, আম আদমি পার্টির সমালোচনা করেন।

08 Dec 2022, 07:46:06 PM IST

‘গুজরাটের ফলাফল প্রমাণ করেছে…’

নরেন্দ্র মোদী: গুজরাটের ফলাফল প্রমাণ করেছে যে উন্নত ভারতের জন্য সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কতটা প্রবল। এই ফলাফলের স্পষ্ট বার্তা, দেশের সামনে যখনই কোনও চ্যালেঞ্জ আসে, লোকেরা বিজেপিকে বিশ্বাস করে।

08 Dec 2022, 07:40:30 PM IST

আদিবাসী এলাকায় বিজেপির জয়জয়কার

নরেন্দ্র মোদী: আদিবাসী এলাকায় ৪০-এর মধ্য়ে ৩৪টি আসন জিতেছে বিজেপি। আজ আদিবাসীরা বিজেপির ওপর ভরসা করে। কারণ বিজেপি তাদের আকাঙ্খা পূরণ করেছে। আদিবাসী কল্যাণে বাজেট বাড়িয়েছে বিজেপি সরকার। আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়ন করেছে সরকার।

08 Dec 2022, 07:38:16 PM IST

‘ভারত প্রথম’

নরেন্দ্র মোদী: সমাজে বিভেদ তৈরি করে তৎকালীন লাভ তুলতে চাওয়া দলকে দেশের জনগণ চিনে গিয়েছে। লড়াই করার জন্য অনেক কারণ হতে পারে, কিন্তু জোটবদ্ধ হতে একটাই কারণ যথেষ্ঠ - এই দেশ, আমাদের মাতৃভূমি। বাঁচতে বা মরার ক্ষেত্রে এই দেশের থেকে বড় কারণ হতে পারে না। ‘ভারত প্রথম’ নীতি নিয়ে চলতে হবে আমাদের। 

08 Dec 2022, 07:34:52 PM IST

‘দেশ শর্টকাট চায় না’

নরেন্দ্র মোদী: দেশ শর্টকাট চায় না। দেশ জানে শর্টকাট রাজনীতির কত বড় দাম চুকোতে হতে হবে দেশকে। দেশ সমৃদ্ধ হলে সবাই সমৃদ্ধ হবে। 

08 Dec 2022, 07:32:41 PM IST

কোন কোন কারণে গুজরাটে রেকর্ড জয় পেল BJP?

১৫৫-রও বেশি আসনে জয় পেয়ে রেকর্ড জয় নিশ্চিত করেছে বিজেপি। ২৭ বছর ক্ষমতায় থাকার পর টানা সপ্তমবার গুজরাট জয় করল গেরুয়া শিবির। কিন্তু কোন অঙ্কে এই বিশাল জয় পেল বিজেপি? পড়ুন বিস্তারিত

08 Dec 2022, 07:31:54 PM IST

গুজরাটে জমানত বাজেয়াপ্তের রেকর্ড গড়েই ‘বড় জয়’ AAP-এর 

সরকার গঠনের দাবি জানিয়ে শেষ পর্যন্ত ঝুলিতে এসেছে মাত্র পাঁচটি আসন। তবে তাতেই খুশি আম আদমি পার্টি। কারণ এই পাঁচ আসনের দৌলতেই এবার জাতীয় পার্টির তকমা পেতে চলেছে কেজরির আম আদমি পার্টি। গুজরাটে কংগ্রেসের ঘর ভাঙিয়ে অনেক ভোট পেলেও সেই অর্থে আসন পায়নি আম আদমি পার্টি। তবে তাতে তাদের মাথা ব্যথা নেই। বিস্তারিত পড়ুন

08 Dec 2022, 07:30:49 PM IST

২০১৯-এর তুলনায় গুজরাটে ১০ শতাংশ কম ভোট পেয়েছে BJP

২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুজরাটের ২৬টির সবকটি আসনেই জিতেছিল বিজেপি। সেই নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ৬২.২১ শতাংশ। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে যাবতীয় রেকর্ড ভাঙা বিজেপি অবশ্য ২০১৯ সালের সেই ভোট শতাংশের কাছাকাছিও পৌঁছতে পারল না। বিস্তারিত পড়ুন

08 Dec 2022, 07:26:39 PM IST

‘যুব সমাজ বিজেপির উন্নয়নের রাজনীতি পছন্দ করে’

নরেন্দ্র মোদী: যুব সমাজ বিজেপির উন্নয়নের রাজনীতি পছন্দ করে। ওরা পরীক্ষা করে, খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেয়। প্রশ্ন করে। ওরা বিজেপিকেই দেখেছে। কংগ্রেসের কুশাসন দেখেনি। তাও তারা বিজেপির ওপরই ভরসা রেখেছে।

08 Dec 2022, 07:23:22 PM IST

‘প্রতিটি পরিবারের সদস্য বিজেপি’

নরেন্দ্র মোদী: জাতি, বর্ণ, সম্প্রদায়, ধর্মের বিভেদ ভুলে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে বিজেপিকে। বিজেপি সেই রাজ্যে প্রতিটি পরিবারের সদস্য। 

08 Dec 2022, 07:22:12 PM IST

‘গুজরাট ইতিহাস গড়েছে’

নরেন্দ্র মোদী: পরিবারবাদের বিরুদ্ধে মানুষের আক্রোশ বাড়ছে। গুজরাট চমৎকার করে দিয়েছে। সব বিজেপি কর্মীদের অভিনন্দন দিতে চাই। আমি গুজরাটেন জনগণকে প্রণাম করতে চাই। আমি বলেছিলাম, এবার যেন নরেন্দ্রের রেকর্ড ভাঙে। আর বলেছিলাম, ভূপেন্দ্র যাতে নরেন্দ্রর রেকর্ড ভাঙে তার জন্য নরেন্দ্র জীবন দিয়ে কাজ করবে। গুজরাট ইতিহাস গড়েছে।

08 Dec 2022, 07:19:44 PM IST

‘বিজেপির দম আছে’

নরেন্দ্র মোদী: বিজেপি যে সমর্থন পেয়েছে তা ভবিষ্যতের আকাঙ্খার প্রতীক। দলিত, পিছিয়ে পড়া ব্যক্তিদের শক্তিশালী করার জন্য বিজেপিকে সমর্থন করা হয়েছে। দেশের স্বার্থে বড় এবং কড়া সিদ্ধান্ত নেওয়ার দম আছে বিজেপির।

08 Dec 2022, 06:55:55 PM IST

বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী মোদী

গুজরাটে বিজেপির বিশাল জয় উদযাপন করতে দিল্লিতে দলের সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

08 Dec 2022, 06:31:25 PM IST

গুজরাটকে ধন্যবাদ জানালেন কেজরি

ভিডিয়ো বার্তায় আজ কেজরিওয়াল বলেন, ‘গুজরাটকে বিজেপির ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয় এবং আমরা সেই দুর্গ লঙ্ঘন করতে পেরেছি। মাত্র ১০ বছর আগে আমাদের দল গঠিত হয়েছিল এখন এরই মধ্যে দুই রাজ্যে সরকার গঠন করেছে। এবং আজ, এটি একটি জাতীয় দল হয়ে গিয়েছে। এটি একটি বিস্ময়কর অর্জন।’

08 Dec 2022, 06:09:22 PM IST

ক্রেডিট আমার না: খড়গে

বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেন, ‘যা হয়ে গিয়েছে, ওটার ক্রেডিট তো আর আমার হতে পারে না। যারা জিতেছে তাদের অভিনন্দন, যারা হেরেছে, সেটা স্বীকার করতে হবে। আমাদের ভবিষ্যতে আরও লড়াই করে যেতে হবে। গণতন্ত্রে একদিনের হার-জিত চিরস্থায়ী হয় না। গণতন্ত্রে হার-জিত হয়। তবে নিজের নৈতিকতা তো ত্যাগ করব না আমরা। এটা আমাদের নীতির লড়াই। এতে হার-জিত হবে। আমরা সেটা খতিয়ে দেখে ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। যেখানে খামতি রয়েছে, সেখানে ঠিক করব। এবং লড়াই জারি রাখব।’

08 Dec 2022, 06:08:36 PM IST

আবেগতাড়িত মোদী

গুজরাটের জয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, ‘ধন্যবাদ গুজরাট। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। জনগণ উন্নয়নের রাজনীতিকে আশীর্বাদ করেছে। এই উন্নয়নকে আরও গতিশীল করতে চায় বলে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে আম জনতা। আমি গুজরাটের জনশক্তিকে প্রণাম করি।’

08 Dec 2022, 02:20:23 PM IST

সোমবার শপথগ্রহণ গুজরাটের মুখ্যমন্ত্রীর

গুজরাট বিজেপি প্রধান সিআর পাতিল জানান, আগামী ১২ ডিসেম্বর সোমবার গান্ধীনগরে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন ভূপেন্দ্র প্যাটেল। এদিকে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

08 Dec 2022, 02:18:59 PM IST

গোধরায় জয়ী বিজেপি

গোধরা থেকে ৬০ শতাংশেরও বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী চন্দ্র সিং রাউলজি। বিলকিস বানোর ধর্ষণকারীদের মুক্তির পক্ষে যাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম চন্দ্র সিং রাউলজি। পরবর্তীতে বিলকিসের দোষীদের ‘সংস্কারি ব্রাহ্মণ’ বলেও সার্টিফিকেট দিয়েছিলেন তিনি। বিস্তারিত পড়ুন

08 Dec 2022, 11:54:12 AM IST

ভূপেন্দ্র প্যাটেল, সিআর পাতিলকে ফোন মোদীর

গুজরাট বিজেপি প্রধান সিআর পাতিল এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই জনকেই অভিনন্দ জানান মোদী।

08 Dec 2022, 11:52:09 AM IST

বিজেপিতে এগিে মৌরবি

সেতু ভেঙে ১৪০ জনের মৃত্যু। তাও মৌরবিতে নিজেদের পায়ের তলায় জমি ধরে রাখল বিজেপি। মৌরবি থেকে এবার প্রাক্তন বিধায়ক কান্তিলাল আমরুতিয়াকে টিকিট দিয়েছিল বিজেপি। বিস্তারিত পড়ুন

08 Dec 2022, 11:25:28 AM IST

১৯৮৫ সালের রেকর্ড ভাঙার পথে BJP

১৯৮৫ সালে গুজরাটে মাধবসিংহ সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস ১৪৯টি আসনে জয় লাভ করেছিল। তবে এবার বিজেপি সেই রেকর্ডও ভেঙে দিতে চলেছে বলে মনে করা হচ্ছে।  

08 Dec 2022, 10:33:33 AM IST

গুজরাটে ১৫০ ছুঁল বিজেপি

গুজরাটে ১৫০-র গণ্ডি পার করল বিজেপি। ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় ম্যাজিক ফিগার ৯২। এই আবহে গুজরাটের যাবতীয় রেকর্ড ভাঙতে চলেছে গেরুয়া শিবির।

08 Dec 2022, 10:07:59 AM IST

বিজেপি ১৫০ ছুঁই ছুঁই

গুজরাটে আপাতত ১৪৭টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২৬টি আসনে। আম আদমি পার্টি এগিয়ে ৮টি আসনে।

08 Dec 2022, 10:06:59 AM IST

সুরাটে বিজেপি এগিয়ে 

সুরাট অঞ্চলে মোট ১৬টি আসনের মধ্যে ১৪টিতে এগিয়ে বিজেপি। ২টি আসনে এগিয়ে কংগ্রেস।

08 Dec 2022, 10:05:42 AM IST

আমদাবাদ অঞ্চলে বিজেপির জয়জয়কার

আমদাবাদ অঞ্চলে বিজেপির জয়জয়কার। এই অঞ্চলের মোট ২১টি আসনের ২০টিতেই এগিয়ে বিজেপি। মাত্র একটিতে এগিয়ে কংগ্রেস।

08 Dec 2022, 10:03:47 AM IST

পিছিয়ে জিগ্নেশ মেভানি

ভাদগাম থেকে পিছিয়ে রয়েছেন জিগ্নেশ মেভানি। এবারে কংগ্রেসের টিকিটে লড়ছিলেন তিনি। 

08 Dec 2022, 09:58:10 AM IST

এগিয়ে গিয়েছেন রিভাবা

জামনগরের চতুর্থ রাউন্ডের গণনার পর এগিয়ে গিয়েছেন জাদেজা পত্নী রিভাবা।

08 Dec 2022, 09:49:13 AM IST

মৌরবিতে পিছিয়ে বিজেপি

মৌরবিতে পিছিয়ে পড়ল বিজেপি। কংগ্রেস এই কেন্দ্রে এগিয়ে। এই কেন্দ্রে প্রাক্তন বিধায়ক কান্তিলাল আমরুতিয়াকে টিকিট দিয়েছিল বিজেপি।

08 Dec 2022, 09:44:42 AM IST

তৃতীয় স্থানে নেমে গেলেন জাদেজা

জামনগর উত্তরে তৃতীয় স্থানে রিভাবা জাদেজা। ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী ৩ বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেখানকার বিদায়ী বিধায়ক রাজ্যের মন্ত্রী ছিলেন। তাঁকে বিজেপিকে বসিয়ে রেখে টিকিট দেওয়া হল জাদেজার স্ত্রীকে। মেকানিক্য়াল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী রিভাবা এর আগে রাজস্থানে কর্নি সেনার হয়ে কাজ করেছেন। তবে এই প্রথম সক্রিয় রাজনীতিতে পথ চলা শুরু হবে রিভাবার। 

08 Dec 2022, 09:42:54 AM IST

সৌরাষ্ট্রে লড়াই দিচ্ছে আপ

সৌরাষ্ট্রে বিজেপি ৩৪টি আসনে এগিয়ে। এই অঞ্চলে আম আদমি পার্টি ৬টি এবং কংগ্রেস ৭টি আসনে এগিয়ে।

08 Dec 2022, 09:31:14 AM IST

বজায় রয়েছে মোজী ম্যাজিক

বিগত ২৭ বছর ধরে গুজরাটে টানা ক্ষমতায় থেকেছ বিজেপি। ১৯৯৫ সাল থেকে গুজরাটে টানা ক্ষমতায় রয়েছে বিজেপি। ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভা নির্বাচনে ২০১৭ সালে অবশ্য খুব সংখ্যক আসনের ব্যবধানে জয়ী হয়েছিল বিজেপি। ২০১৭ সালে ৪৭ শতাংশ ভোট পেলেও বিজেপির আসন সংখ্যা ছিল ৯৯। কংগ্রেস সেখানে জিতেছিল ৭৭টি আসন। তবে এবারের নির্বাচনে আম আদমি পার্টি যেভাবে ঝাঁপিয়েছে, তাতে ত্রিমুখী লড়াইয়ে আখেড়ে লাভ হচ্ছে বিজেপিরই।

08 Dec 2022, 09:27:37 AM IST

এগিয়ে গেলেন হার্দিক

প্রথমে পিছিয়ে পড়েও আপাতত ৬ হাজার ভোটে এগিয়ে গেলেন হার্দিক প্যাটেল।

08 Dec 2022, 09:14:55 AM IST

পিছিয়ে হার্দিক প্যাটেল

পাতিদার আন্দোলনের ‘মুখ’ হার্দিক প্যাটেল বিগত দিনে কংগ্রেসে ছিলেন। তবে নির্বাচনের আগে তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। তিনি বীরাগ্রাম আসন থেকে লড়ছেন। এই আসনে তিনি কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন। প্রাথমিক ট্রেন্ডে তিনি পিছিয়ে পড়েছেন। 

08 Dec 2022, 09:14:30 AM IST

এগিয়ে ভূপেন্দ্র প্যাটেল

বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল লড়ছেন ঘাটলোদিয়া আসন থেকে লড়ছেন। আমদামাদ অঞ্চলের এই আসন থেকে এগিয়ে তিনি। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিকে গতবছরই সরিয়ে দিয়ে ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। তবে মুখ্যমন্ত্রী হওয়ার কয়েকদিন পরপরই চাপে পড়েন ভূপেন্দ্র প্যাটেল। তবে তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রেখে নির্বাচনে নামে লড়াই।

08 Dec 2022, 08:41:05 AM IST

১১৮টি আসনে এগিয়ে বিজেপি

প্রাথমিক ট্রেন্ডে বিজেপি ১১৮টি আসনে এগিয়ে গেলেন। সৌরাষ্ট্রে বিজেপি ২৬টি এবং কংগ্রেস ১৬টি আসনে এগিয়ে। আমদাবাদ এলাকায় বিজেপি এগিয়ে ১৭টি আসনে। কংগ্রেস এগিয়ে মাত্র ৪টি আসনে।  মেহসানা অঞ্চলে বিজেপি এগিয়ে ১১টি আসনে। 

08 Dec 2022, 08:28:30 AM IST

প্রথম ওভারে ম্যাজিক ফিগার পার বিজেপির

পোস্টাল ব্যালটের গণনার নিরিখে বিজেপি ম্যাজিক ফিগার পার করে গিয়েছে। এদিকে কংগ্রেস ৪০-এর গণ্ডি পার করেছে। আম আদমি পার্টি অবশ্য সিঙ্গল ডিজিটে আটকে। 

08 Dec 2022, 08:15:39 AM IST

পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পোস্টাল ব্যালটে আপাতত ৩০টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৮টি আসনে। তৃতীয় স্থানে ৩টি আসনে এদিয়ে আম আদমি পার্টি।

08 Dec 2022, 08:10:06 AM IST

প্রথম বলেই খাতা খুলল বিজেপির

ভোটগণনা শুরু হতেই দু'টি আসনে এগিয়ে গেল বিজেপি। কংগ্রেস আপাতত এগিয়ে একটি আসনে।

08 Dec 2022, 07:54:10 AM IST

পাতিদার ফ্যাক্টর

কচ্ছ-সৌরাষ্ট্রে পাতিদার ভোটাররা বেশ প্রভাব ফেলে। গতবার পাতিদার নেতা হার্দিক প্যাটেল ছিলেন কংগ্রেসে। তবে এবার তিনি দল বদলে বিজেপিতে। এদিকে আম আদমি পার্টিও পাতিদার ভোটারদের মন জয় করার চেষ্টা করেছে প্রচারে। অপরদিকে দক্ষিণ গুজরাটের আদিবাসী অধ্যুষিত এলাকায় ভালো ফল করার আশায় কংগ্রেস।

উল্লেখ্য, পতিদার সম্প্রদায়ের আন্দোলনের বিরাট প্রভাব দেখা গিয়েছিল গত বিধানসভা নির্বাচনে। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন হার্দিক প্যাটেল। পরে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তবে কয়েকমাস আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন হার্দিক। গুজরাতে প্রায় ৪০টি এমন আসন রয়েছে, যেখানে পতিদার ভোটাররা একটি নির্ধারক ভূমিকা পালন করেন। প্যাটেল সম্প্রদায় গুজরাতের জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ।

08 Dec 2022, 07:54:10 AM IST

বুথফেরত সমীক্ষা

এবিপি নিউজ ও সি ভোটার বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি ১২৮ থেকে ১৪০ টি আসনে জিততে পারে। নিউজ২৪ এবং টুডে'স চাণক্যের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ১৫০ টি আসন পেতে পারে বিজেপি। ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি জিততে পারে ১২৯ থেকে ১৫১ টি আসন। টাইমস নাও-ইটিজি বুথফেরত সমীক্ষা অনুযায়ী, গুজরাটে ১৩১ টি আসনে জিততে পারে বিজেপি। টিভি৯ ভারতবর্ষের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, গুজরাটে ১২৫ থেকে ১৩০ টি আসনে জিততে পারে বিজেপি।

08 Dec 2022, 07:54:11 AM IST

গতবারের নির্বাচনের ফল

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে, বিজেপি ৯৯টি এবং কংগ্রেস ৭৭টি আসন জিতেছিল। দু'টি আসন জিতেছিল বিটিপি, একটি এনসিপি এবং তিনটি জিতেছিলেন নির্দল প্রার্থীরা। তবে গত পাঁচ বছরে কংগ্রেসের টিকিটে জয়ী ২০ জন বিধায়ক বিজেপিতে চলে যাওয়ার পরে বিধানসভায় বিজেপির বিধায়কের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ এবং কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৬০-এর নীচে নেমে যায়।

08 Dec 2022, 07:54:11 AM IST

গুজরাটের ম্যাজিক ফিগার

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, আম আদমি পার্টির (এএপি) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধভি, যুব নেতা হার্দিক প্যাটেল, অল্পেশ ঠাকুর, জিগনেশ মেভানি সহ মোট ১৬২১ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে বৃহস্পতিবার। উল্লেখ্য, গুজরাটের ১৮২ টি আসনের নির্বাচনে ৯২ সংখ্যাটি হল ম্যাজিক ফিগার। 

08 Dec 2022, 07:54:11 AM IST

গুজরাটে ৬৬.৩১ শতাংশ ভোট পড়েছে এবার

গুজরাটে গত ১ এবং ৫ ডিসেম্বরে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ৷ ভোটারের উপস্থিতির হার ছিল ৬৬.৩১ শতাংশ, যা ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের চেয়ে কম (২০১৭ সালে ভোটারদের উপস্থিতির হার ছিল ৭১.২৮ শতাংশ)৷ 

08 Dec 2022, 07:54:19 AM IST

টানা সপ্তমবার গুজরাটে জিতবে বিজেপি?

গুজরাটের ৩৩ জোলায় ৩৭টি গণনাকেন্দ্রে চলবে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এই রাজ্যে টানা সপ্তমবার ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। এদিকে কংগ্রেস নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াইতে নেমেছে গান্ধীর স্মৃতি আঁকড়ে। ‘ওয়াইল্ড কার্ড’ আম আদমি পার্টি নিজেদের উপস্থিতির জানান দিতে চায় গুজরাটে।

ভোটযুদ্ধ খবর

Latest News

বামনেতা কলতানকে 'শ্রীকৃষ্ণ' বলল রাজ্য! জামিন রুখতে কাকে অর্জুন অ্যাখ্যা দিল? FIFA Ranking- ২ ধাপ নেমে ১২৬ নম্বরে ভারত! শীর্ষে আর্জেন্তিনা,পাঁচ নম্বরে ব্রাজিল মা হিসাবে ঐশ্বর্য জিতে গেছে! বিচ্ছেদ জল্পনার মাঝেই মেয়ের জন্য গর্বিত রাই-সুন্দরী তিরুমালার লাড্ডুতে মেশোনো হচ্ছিল পশুর চর্বি! চন্দ্রবাবুর নিশানায় পূর্বতন সরকার এনিমি প্রপার্টিতে বেআইনি নির্মাণ করার অভিযোগ, সমীক্ষা করে ভাঙল স্বরাষ্ট্রমন্ত্রক কুঁকড়ে ছিলেন ব্যাটাররা! অশ্বিন-জাদেজা এসেই শুরু পাল্টা মার! পেটালেন শাকিবকে… পাঁচ বল খেলে শূন্য রানে আউট! ব্যাট হাতে ফের ব্যর্থ KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার পুজো কি তিন দিনের নাকি চার দিনেরই? ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজোর তারিখ জেনে নিন ‘আমি বেশ্যা, ২৪ বছরের কেরিয়ারে এতবার শুনেছি আর…’,আরজি কর আবহে বিস্ফোরক স্বস্তিকা 2 ওভার শেষে England-র স্কোর 7/0

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.