গুজরাটে অলিম্পিক্স আয়োজনের জন্য ঝাঁপানো হবে। বিধানসভা ভোটের ইস্তাহারে এমনই প্রতিশ্রুতি দিল বিজেপি। গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের চেষ্টা করা হবে। যে অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে ভারত।
আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য শনিবার ইস্তাহার প্রকাশ করেছে গুজরাটের বিজেপি। তাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে বিজেপি ক্ষমতায় থাকলে 'গুজরাট অলিম্পিক্স মিশন' শুরু করা হবে। রাজ্যে গড়ে তোলা হবে বিশ্বমানের খেলাধুলোর পরিকাঠামো। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বলেছেন, 'আমরা গুজরাট অলিম্পিক্স মিশন চালু করব এবং গুজরাটে ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের লক্ষ্যে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর আমরা।'
এমনিতে ভারত যে অলিম্পিক্স আয়োজন করতে চায়, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা তলছে। চলতি বছরের গোড়ার দিকে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের (আইওএ) প্রাক্তন সভাপতি নরিন্দর বাত্রা বলেছিলেন, '২০৩৬ সালের অলিম্পিক্স (Olympics 2036) আয়োজনের দৌড়ে আছে ভারত।'
আরও পড়ুন: টোকিয়োয় ব্যর্থতার পর কুস্তি ছেড়েই দিয়েছিলাম, তখন প্রধানমন্ত্রী উৎসাহ দেন- ভিনেশ
সেক্ষেত্রে ভারতের রাজধানী নয়াদিল্লির পরিবর্তে গুজরাটের রাজধানী আমদাবাদের নাম নিয়ে গুঞ্জন চলছে। আমদাবাদে যাতে অলিম্পিক্সের আয়োজন করা যায়, তা নিয়ে গুজরাটের তরফে বিভিন্ন মহলে সওয়ালও করা হচ্ছিল বলে একাধিক মহলে জল্পনা ছড়িয়েছিল। একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী বছর মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (আইওসি) বৈঠক হতে পারে। তারপর ২০২৫ সালে গুজরাটে আইওসির একটি দল আসতে পারে বলেও একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল। যদিও সরকারিভাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: ১২৮ বছর পরে অলিম্পিক্সে হতে পারে ক্রিকেট! কতগুলো দল, কোন ফর্ম্যাটে খেলবে?
উল্লেখ্য, চলতি বছর গুজরাটেই ন্যাশনাল গেমসের আয়োজন করা হয়েছিল। আমদাবাদ, রাজকোট, সুরাট, ভদোদরার মতো শহরে হয়েছিল খেলা। বেশ জাঁকজমকপূর্ণভাবেই ন্যাশনাল গেমসের আয়োজন করেছিল গুজরাট। উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাজির ছিলেন অলিম্পিক্সের সোনাজয়ী তারকা নীরজ চোপড়া, অলিম্পিক্সের পদকজয়ী পিভি সিন্ধু, মীরাবাই চানু, রবি দাহিয়ার মতো তারকারা।
গুজরাটে বিধানসভা ভোট কবে হবে?
আগামী মাসে দু'দফায় গুজরাটে বিধানসভা ভোট হতে চলেছে। ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) এবং ৫ ডিসেম্বর (সোমবার) ভোটগ্রহণ হবে। তারপর আগামী ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোটাভুটি হতে চলেছে।